ঋগ্বেদ ০১।১৮৯

ঋগ্বেদ ০১।১৮৯
ঋগ্বেদ সংহিতা ।। ১ম মণ্ডল সূক্ত ১৮৯
অগ্নি দেবতা। অগস্ত্য ঋষি।

১। যে দীপ্তিবিশিষ্ট অগ্নি! তুমি সকল প্রকার প্রজ্ঞান অবগত আছ; অতএব আমাদিগকে সুপথে ধনেরদিকে লইয়া যাও। তুমি কুটিলকারী পাপকে আমাদিগের নিকট হইতে লইয়া যাও, আমরা বারবার তোমাকে নমস্কার করি।

২। হে অগ্নি! তুমি নূতন; তুমি আমাদিগকে স্তুতিদ্বারা সমস্ত দুর্গম পাপ হইতে উদ্ধার কর। আমাদিগের নগরী অত্যন্ত প্রশস্ত হউক; আমাদিগের ভূমিও প্রশস্ত হউক; তুমি আমাদিগের পুত্র ও অপত্য সকলকে সুখপ্রদান কর।

৩। হে অগ্নি, তুমি আমাদিগের নিকট হইতে রোগ সকলকে দূর কর; এবং যে সকল মনুষ্যকে অগ্নি রক্ষা করেন না, ও যাহারা আমাদিগের বিরুদ্ধাচরণ করে, তাহাদিগকেও দূর করিয়া দাও। হে দেব! তুমি আমাদিগকে শোভন ফলদানের জন্য সমস্ত মরণরহিত দেবগণের সহিত যজ্ঞশালায় আগমন কর।

৪। হে অগ্নি! তুমি অজস্র আশ্রয়দান দ্বারা আমাদিগকে পালন কর, আমাদিগের প্রিয় বাসগৃহে সমন্তাৎ দীপ্তিযুক্ত হও। হে যুবা অগ্নি! আমি তোমার স্তোতা, আমার যেন অদ্য ভয় না হয়, অন্যকালেও যেন আমার ভয় না হয়।

৫। হে অগ্নি! আমাদিগকে হিংসক, অন্নগ্রাসী, শুভনাশী রিপুর হস্তে সমর্পণ করিও না; আমাদিগকে দন্তবিশিষ্ট, দংশনকারীর (১) হস্তে সমর্পণ করিও না; দন্তরহিতের (২) হস্তে সমর্পণ করিও না। হে বলবান অগ্নি! হিংসকদিগের (৩) হস্তে আমাদিগকে সমর্পণ করিও না।

৬। হে যজ্ঞোৎপন্ন অগ্নি! তুমি বরণীয়। শরীর পুষ্টির জন্য স্তব করতঃ লোকে তোমাকে প্রাপ্ত হইয়া সমস্ত হিংসক ও নিন্দাকারী, ব্যক্তির হস্ত হইতে আপনাকে মুক্ত করে। হে অগ্নি! যাহারা সম্মুখে কুটিলাচরণ করে, তুমি এরূপ শত্রুকে দমন কর।

৭। হে যজনীয় অগ্নি! তুমি যষ্টা ও অযষ্টা উভয়বিধ লোককে বিশেষরূপে জানিয়া যষ্টাগণকে কামনা কর। হে আক্রমণকারী অগ্নি! পবিত্রতাভিলাষী যজমান যেমন ঋত্বিকগণের শিক্ষণীয় হয়, তুমিও যথাকালে, সেইরূপ মনুষ্য যজমানের শিক্ষণীয় হও।

৮। মানের পুত্র (৪) এই শত্রুনাশক অগ্নি সম্বন্ধে এই স্তোত্র বচনসমূহ রচনা করিয়াছে। আমরা এই অতীন্দ্রিয় প্রকাশক মন্ত্রদ্বারা সহস্র ধনলাভ করিব; যেন অন্ন, বল ও দীর্ঘায়ুঃ লাভ করিতে পারি।

———–

(১) সর্পাদি।

(২) শৃঙ্গাদি বিশিষ্ট পশু।

(৩) তস্কর, রাক্ষসাদি।

(৪) মূলে “মানস্য সুম্ভুঃ” আছে। সায়ণ এটি অগ্নির বিশেষণ করিয়া এইরূপ ব্যাখ্যা করিয়াছেন, যথা “দীয়ন্তে ইতি দানো মন্ত্রঃ। তস্য সুভুঃ অগ্নিঃ।” এই ব্যাখ্যা সঙ্গত বোধ হয় না। ১৬৫ সূক্তের ১৫ ঋকের টীকা দেখ।

HYMN CLXXXIX. Agni.

1. BY goodly paths lead us to riches, Agni, God who knowest every sacred duty.
Remove the sin that makes us stray and wander. most ample adoration will we bring thee.
2 Lead us anew to happiness, O Agni; lead us beyond all danger and affliction.
Be unto us a wide broad ample castle bless, prosper on their way our sons and offspring.
3 Far from us, Agni, put thou all diseases let them strike lauds that have no saving Agni.
God, make our home again to be a blessing, with all the Immortal Deities, O Holy.
4 Preserve us, Agni, with perpetual succour, refulgent in the dwelling which thou lovest.
O Conqueror, most youthful, let no danger touch him who praises thee to-day or after.
5 Give not us up a prey to sin, O Agni, the greedy enemy that brings us trouble;
Not to the fanged that bites, not to the toothless: give not us up, thou Conqueror, to the spoiler.
6 Such as thou art, born after Law, O Agni when lauded give protection to our bodies,
From whosoever would reproach or injure: for thou, God, rescuest from all oppression.
7 Thou, well discerning both these classes, comest to men at early morn, O holy Agni.
Be thou obedient unto man at evening, to be adorned, as keen, by eager suitors.
8 To him have we addressed our pious speeches, I, Māna’s son, to him victorious Agni.
May we gain countless riches with the sages. May we find strengthening food in full abundance.

Rig Veda Book 1 Hymn 189
अग्ने नय सुपथा राये अस्मान विश्वानि देव वयुनानि विद्वान |
युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्ठां ते नमौक्तिंविधेम ||
अग्ने तवं पारया नव्यो अस्मान सवस्तिभिरति दुर्गाणि विश्वा |
पुश्च पर्थ्वी बहुला न उर्वि भवा तोकाय तनयाय शं योः ||
अग्ने तवमस्मद युयोध्यमीवा अनग्नित्रा अभ्यमन्त कर्ष्टीः |
पुनरस्मभ्यं सुविताय देव कषां विश्वेभिरम्र्तेभिर्यजत्र ||
पाहि नो अग्ने पायुभिरजस्रैरुत परिये सदन आ शुशुक्वान |
मा ते भयं जरितारं यविष्ठ नूनं विदन मापरं सहस्वः ||
मा नो अग्ने.अव सर्जो अघायाविष्यवे रिपवे दुछुनायै |
मादत्वते दशते मादते नो मा रीषते सहसावन परा दाः ||
वि घ तवावान रतजात यंसद गर्णानो अग्ने तन्वे वरूथम |
विश्वाद रिरिक्षोरुत वा निनित्सोरभिह्रुतामसि हि देव विष्पट ||
तवं तानग्न उभयानिव विद्वान वेषि परपित्वे मनुषो यजत्र |
अभिपित्वे मनवे शास्यो भूर्मर्म्र्जेन्य उशिग्भिर्नाक्रः ||
अवोचाम निवचनान्यस्मिन मानस्य सूनुः सहसाने अग्नौ |
वयं सहस्रं रषिभिः सनेम वि… ||

aghne naya supathā rāye asmān viśvāni deva vayunāni vidvān |
yuyodhyasmajjuhurāṇameno bhūyiṣṭhāṃ te namauktiṃvidhema ||
aghne tvaṃ pārayā navyo asmān svastibhirati durghāṇi viśvā |
puśca pṛthvī bahulā na urvi bhavā tokāya tanayāya śaṃ yoḥ ||
aghne tvamasmad yuyodhyamīvā anaghnitrā abhyamanta kṛṣṭīḥ |
punarasmabhyaṃ suvitāya deva kṣāṃ viśvebhiramṛtebhiryajatra ||
pāhi no aghne pāyubhirajasrairuta priye sadana ā śuśukvān |
mā te bhayaṃ jaritāraṃ yaviṣṭha nūnaṃ vidan māparaṃ sahasvaḥ ||
mā no aghne.ava sṛjo aghāyāviṣyave ripave duchunāyai |
mādatvate daśate mādate no mā rīṣate sahasāvan parā dāḥ ||
vi gha tvāvān ṛtajāta yaṃsad ghṛṇāno aghne tanve varūtham |
viśvād ririkṣoruta vā ninitsorabhihrutāmasi hi deva viṣpaṭ ||
tvaṃ tānaghna ubhayāniv vidvān veṣi prapitve manuṣo yajatra |
abhipitve manave śāsyo bhūrmarmṛjenya uśighbhirnākraḥ ||
avocāma nivacanānyasmin mānasya sūnuḥ sahasāne aghnau |
vayaṃ sahasraṃ ṛṣibhiḥ sanema vi… ||