ঋগ্বেদ ০১।১৬৯
ঋগ্বেদ সংহিতা ।। ১ম মণ্ডল সূক্ত ১৬৯
ইন্দ্র দেবতা। অগস্ত্য ঋষি।
১। হে ইন্দ্র! তুমি নিশ্চয়ই মহান্। কারণ তুমি রক্ষক, এবং মহান মরুৎগণকে পরিত্যাগ কর নাই। হে মরুৎগণের বিধাতা! তুমি আমাদিগের প্রতি অনুগ্রহ করিয়া, আমাদিগকে সুখ প্রদান কর, সেই সুখ অতিশয় প্রিয়তম।
২। হে ইন্দ্ৰ। সৰ্বজনবিশিষ্ট, মনুষ্যদিগের জন্য জলসেককারী, বিদ্বান্ মরুৎগণ তোমার সহিত মিলিত হইলেন। মরুৎগণের সেনা, সুখের উপায়ভুত সংগ্রামে জয় লাভের জন্য সর্বদা হর্ষযুক্ত হইয়াছে।
৩। হে ইন্দ্র! তোমার প্রসিদ্ধ হেতি, আমাদিগের জন্য মেঘ সমীপে গমন করিতেছে। মরুৎগণ চিরসঞ্চিত বারি বর্ষণ করিতেছেন, এবং বিস্তৃত যজ্ঞের জন্য অগ্নি প্রদীপ্ত রহিয়াছে। জল যেমন দ্বীপকে ধারণ করে, সেইরূপ অগ্নি হব্য ধারণ করিতেছেন।
৪। হে ইন্দ্র! তুমি তোমার দানযোগ্য ধন দান কর। তুমি দাতা, আমরা প্রচুর দক্ষিণাদ্বারা তোমাকে প্রীত করিব। তুমি বায়ু (১), স্তোতৃগণ তোমার স্তুতি কামনা করিতেছে। মধুর দুগ্ধের জন্য নারীর স্তনকে যেরূপ লোকে পুষ্ট করে, সেইরূপ আমরাও তোমাকে অন্নাদিদ্বারা পুষ্ট করিতেছি।
৫। হে ইন্দ্র! তোমার ধন অতিশয় প্রীতিপদ এবং যজমানের যজ্ঞ নিৰ্বাহকারী। যে মরুৎগণ প্রথমেই যজ্ঞে যাইবার জন্য উৎসাহ করেন, তাঁহারাই আমাদিগকে সুখী করুন।
৬। হে ইন্দ্র! তুমি, উদকসেচক, পৌরুষ বিশিষ্ট প্রকাণ্ড মেঘের অভিমুখে গমন কর; অন্তরীক্ষপ্রদেশে থাকিয়া চেষ্টা কর। যুদ্ধক্ষেত্রে শত্ৰুদিগের পৌরুষের ন্যায় মরুৎগণের বিস্তীর্ণ পদ অশ্বগণ মেঘদিগকে আক্রমণ করিতেছে।
৭। হে ইন্দ্র! ভয়ঙ্কর, কৃষ্ণবর্ণ, গমনশীল মরুৎগণের আগমন শব্দ শ্রুতিগোচর হইতেছে। অধম বৈরিকে যেরূপ বিনাশ করে, মনুষ্যের রক্ষার জন্য মরুৎগণ, সেইরূপ প্রহরণদ্বারা সেনাবলসমন্বিত শত্রুদিগকে বিনাশ করেন।
৮। হে ইন্দ্র! সমস্ত প্রাণী, তোমা হইতে উৎপন্ন হইয়াছে। তুমি স্বীয় সম্মানার্থ মরুৎগণের সহিত দুঃখনাশক, উদকধারী মেঘপংক্তিকে বিদীর্ণ কর। হে দেব! স্তূয়মান দেবগণ তোমার স্তব করিতেছে, তুমি আমাদিগকে অন্ন, বল ও দীর্ঘায়ু প্রদান কর।
————
(১) “বায়ু” শব্দের অর্থ সায়ণ এখানে “শীঘ্র বরপ্রদ” করিয়াছেন।
HYMN CLXIX. Indra.
1. As, Indra, from great treason thou protectest, yea, from great treachery these who approach us,
So, marking well, Controller of the Maruts grant us their blessings, for they are thy dearest.
2 The various doings of all mortal people by thee are ordered, in thy wisdom, Indra.
The host of Maruts goeth forth exulting to win the light-bestowing spoil of battle.
3 That spear of thine sat firm for us, O Indra: the Maruts set their whole dread power in motion.
E’en Agni shines resplendent in the brush-wood: the viands hold him as floods hold an island.
4 Vouchsafe us now that opulence, O Indra, as guerdon won by mightiest donation.
May hymns that please thee cause the breast of Vāyu to swell as with the mead’s refreshing sweetness.
5 With thee, O Indra, are most bounteous riches that further every one who lives uprightly.
Now may these Maruts show us loving-kindness, Gods who of old were ever prompt to help us.
6 Bring forth the Men who rain down boons, O Indra: exert thee in the great terrestrial region;
For their broad-chested speckled deer are standing like a King’s armies on the field of battle.
7 Heard is the roar of the advancing Maruts, terrific, glittering, and swiftly moving,
Who with their rush o’erthrow as ’twere a sinner the mortal who would fight with those who love him
8 Give to the Mānas, Indra with Maruts, gifts universal, gifts of cattle foremost.
Thou, God, art praised with Gods who must be lauded. May we find strengthening food in full abundance.
Rig Veda Book 1 Hymn 169
महश्चित तवमिन्द्र यत एतान महश्चिदसि तयजसो वरूता |
स नो वेधो मरुतां चिकित्वान सुम्ना वनुष्व तव हि परेष्ठा ||
अयुज्रन त इन्द्र विश्वक्र्ष्टीर्विदानासो निष्षिधो मर्त्यत्रा |
मरुतां पर्त्सुतिर्हासमाना सवर्मीळ्हस्य परधनस्य सातौ ||
अम्यक सा त इन्द्र रष्टिरस्मे सनेम्यभ्वं मरुतो जुनन्ति |
अग्निश्चिद धि षमातसे शुशुक्वानापो न दवीपं दधतिप्रयांसि ||
तवं तू न इन्द्र तं रयिं दा ओजिष्ठया दक्षिणयेव रातिम |
सतुतश्च यास्ते चकनन्त वायो सतनं न मध्वःपीपयन्त वाजैः ||
तवे राय इन्द्र तोशतमाः परणेतारः कस्य चिद रतायोः |
ते षु णो मरुतो मर्ळयन्तु ये समा पुरा गातूयन्तीव देवाः ||
परति पर याहीन्द्र मीळ्हुषो नॄन महः पार्थिवे सदने यतस्व |
अध यदेषां पर्थुबुध्नास एतास्तीर्थे नार्यः पौंस्यानि तस्थुः ||
परति घोराणामेतानामयासां मरुतां शर्ण्व आयतामुपब्दिः |
ये मर्त्यं पर्तनायन्तमूमैर्र्णावानं न पतयन्त सर्गैः ||
तवं मानेभ्य इन्द्र विश्वजन्या रदा मरुद्भिः शुरुधो गोग्राः |
सतवानेभि सतवसे देव देवैर्विद्यामेषं वर्जनं जीरदानुम ||
mahaścit tvamindra yata etān mahaścidasi tyajaso varūtā |
sa no vedho marutāṃ cikitvān sumnā vanuṣva tava hi preṣṭhā ||
ayujran ta indra viśvakṛṣṭīrvidānāso niṣṣidho martyatrā |
marutāṃ pṛtsutirhāsamānā svarmīḷhasya pradhanasya sātau ||
amyak sā ta indra ṛṣṭirasme sanemyabhvaṃ maruto junanti |
aghniścid dhi ṣmātase śuśukvānāpo na dvīpaṃ dadhatiprayāṃsi ||
tvaṃ tū na indra taṃ rayiṃ dā ojiṣṭhayā dakṣiṇayeva rātim |
stutaśca yāste cakananta vāyo stanaṃ na madhvaḥpīpayanta vājaiḥ ||
tve rāya indra tośatamāḥ praṇetāraḥ kasya cid ṛtāyoḥ |
te ṣu ṇo maruto mṛḷayantu ye smā purā ghātūyantīva devāḥ ||
prati pra yāhīndra mīḷhuṣo nṝn mahaḥ pārthive sadane yatasva |
adha yadeṣāṃ pṛthubudhnāsa etāstīrthe nāryaḥ pauṃsyāni tasthuḥ ||
prati ghorāṇāmetānāmayāsāṃ marutāṃ śṛṇva āyatāmupabdiḥ |
ye martyaṃ pṛtanāyantamūmairṛṇāvānaṃ na patayanta sarghaiḥ ||
tvaṃ mānebhya indra viśvajanyā radā marudbhiḥ śurudho ghoaghrāḥ |
stavānebhi stavase deva devairvidyāmeṣaṃ vṛjanaṃ jīradānum ||