ঋগ্বেদ ০১।১৬৮
ঋগ্বেদ সংহিতা ।। ১ম মণ্ডল সূক্ত ১৬৮
মরুৎগণ দেবতা। অগস্ত্য ঋষি।
১। হে মরুৎগণ! সমস্ত যজ্ঞেই তোমাদিগের আগ্রহ একরূপ। তোমার সমস্ত কৰ্ম্ম, দেবতাগণের নিকট বহনার্থ ধারণ কর, অতএব দ্যাবাপৃথিবীর (১) উত্তমরূপ রক্ষাপ্রাপ্তির জন্য উৎকৃষ্ট স্তোত্ৰদ্বারা তোমাদিগকে আমাদিগের অভিমুখে আগমনের জন্য আহবান করিতেছি।
২। স্বয়ং উৎপন্ন, স্বাধীনবল, কম্পনশীল, মরুৎগণ যেন মুর্তিমান্ হইয়া অন্ন ও স্বর্গের জন্য প্রাদুর্ভূত হইতেছেন। অসংখ্য এবং প্রশংসনীয় ধেনু যেরূপ দুগ্ধদান করে, জলোৰ্ম্মির ন্যায় তাহারা সেইরূপ উপস্থিত হইয়া জলদান করেন।
৩। সুসংস্কৃত শাখাবিশিষ্ট সোমলতা, অভিযুত ও পীত হইয়া, যেরূপ হৃদয়মধ্যে পরিচারিকার ন্যায় কাৰ্য্য করে, মরুৎগণও ধ্যায়মান হইলে সেইরূপ করিয়া থাকেন। তাঁহাদের অংসদেশে আয়ুধ সকল যোষিতের ন্যায় আলিঙ্গন করিতেছে, এবং তাহাদের হস্তে হস্তত্রাণ ও কৰ্ত্তন রহিয়াছে (২)।
৪। পরস্পর মিলিত মরুৎগণ, অনায়াসে স্বর্গলোক হইতে আগমন করিতেছেন। হে মরণরহিত মরুৎগণ! তোমরা আপনারাই বাক্যদ্বারা আমাদের উৎসাহ বন্ধন কর। পাপরহিত, বহু যজ্ঞে প্রাদুর্ভুত, ও দীপ্তহেতিবিশিষ্ট মরুৎগণ দৃঢ় পৰ্বতগণকেও চালিত করিতেছেন।
৫। হে হেতিসমূহে সুশোভিত মরুৎগণ! জিহবা যেমন হনুদ্বয়কে চালিত করে, সেইরূপ তোমাদিগের মধ্যে থাকিয়া কে তোমাদিগকে পরিচালিত করিতেছে? তোমরা আপনিই পরিচালিত হইতেছ। উদকস্রাবী মেঘ যেরূপ পরিচালিত হয়, দিবসে অশ্ব যেরূপ চালিত হয়, বহু ফলেচ্ছু যজমান অন্নপ্রাপ্তির নিমিত্ত তোমাদিগকে পরিচালিত করেন।
৬। হে মরুৎগণ! যে জলের জন্য তোমর আগমন কর, সেই প্রকাণ্ড বৃষ্টিজলের আদিই বা কোথায় এবং অন্তই বা কোথায়? তোমরা যখন শিথিল তৃণের ন্যায়, রাশিকৃত জল স্বস্থান হইতে বিচ্যুত কর, তখন বজ্রদ্বারা দীপ্তমান মেঘকে বিদীর্ণ কর।
৭। হে মরুৎগণ! তোমাদিগের ধন যেরূপ, দানও সেইরূপ। দান বিষয়ে ইন্দ্র তোমাদিগের সহায়; উহাতে সুখ ও দীপ্তি আছে। উহার ফল পরিপক্ক, উহাতে কৃষিকাৰ্য্য ও মঙ্গল হয়। উহা দাতার দক্ষিণার ন্যায় শীঘ্র ফলপ্ৰদায়ী এবং অসুর্য্যের (৩) জয়শীল শক্তির ন্যায়।
৮। যখন বজ্রগণ, মেঘসম্ভূত শব্দ উচ্চারিত করেন, তখন উহাদ্বারা ক্ষরণ শীল জল পরিচালিত হয়; যখন মরুৎগণ পৃথিবীতে জলসেচন করেন, তখন বিদ্যুৎগণ নিম্নমুখে পৃথিবীতে প্রকাশ হয়।
৯। পৃশ্নি, মহাসংগ্রামের জন্য প্রদীপ্তগমনবিশিষ্ট মরুৎগণকে প্ৰসব করিয়াছেন। সমানরূপবিশিষ্ট মরুৎগণ জল উৎপন্ন করিয়াছেন, অনন্তর লোকে অভিলষিত অন্নাদি লাভ করিয়াছে।
১০। হে মরুৎগণ! কবি মান্য মানাৰ্য্যের এই স্তোম, তোমাদিগের জন্য, এই স্তুতি তোমাদিগের জন্য, তাহার শরীর পুষ্টির নিমিত্ত তোমাদিগের নিকট আসিতেছে। আমরাও যেন অন্ন, বল ও দীর্ঘায়ু লাভ করি।
————
(১) এখানে রোদসী অর্থে দ্যৌঃ ও পৃথিবী। “রোদস্যাঃ দ্যাবাপৃথিব্যোঃ।” সায়ণ।
(২) মূলে ‘খাদিশ্চ কৃতিশ্চ’ আছে। “A guard and sword’–Wilson, ১৬৬ সূক্তের ৯ ঋকে ‘খাদয়ঃ’ অর্থে আমরা বলয় করিয়াছি। Rings— Max Muller.
(৩) মূলে “অসুর্যা ইব” আছে। “অসুরর্যা বভুতা”। সায়ণ। কিন্তু ১৬৭ সূক্তের ৫ ঋকের টীকা দেখ।
HYMN CLXVIII. Maruts.
1. SWIFT gain is his who hath you near at every rite: ye welcome every song of him who serves the Gods.
So may I turn you hither with fair hymns of praise to give great succour for the weal of both the worlds.
2 Surrounding, as it were, self-born, self-powerful, they spring to life the shakers-down of food and light;
Like as the countess undulations of the floods, worthy of praise when near, like bullocks and like kine.
3 They who, like Somas with their well-grown stalks pressed out, imbibed within the heart, dwell there in friendly wise.
Upon their shoulders rests as ’twere a warrior’s spear and in their hand they hold a dagger and a ring.
4 Self-yoked they have descended lightly from the sky. With your own lash, Immortals, urge yourselves to speed.
Unstained by dust the Maruts, mighty in their strength, have cast down e’en firm things, armed with their shining spears.
5 Who among you, O Maruts armed with lightning-spears, moveth you by himself, as with the tongue his jaws?
Ye rush from heaven’s floor as though ye sought for food, on many errands like the Sun’s diurnal Steed.
6 Say where, then, is this mighty region’s farthest bound, where, Maruts, is the lowest depth that ye have reached,
When ye cast down like chaff the firmly stablished pile, and from the mountain send the glittering water-flood?
7 Your winning is with strength, dazzling, with heavenly light, with fruit mature, O Maruts, fall of plenteousness.
Auspicious is your gift like a free giver’s meed, victorious, spreading far, as of immortal Gods.
8 The rivers roar before your chariot fellies when they are uttering the voice of rain-clouds.
The lightnings laugh upon the earth beneath them, what time the Maruts scatter forth their fatness.
9 Pṛśni brought forth, to fight the mighty battle, the glittering army of the restless Maruts.
Nurtured together they begat the monster, and then looked round them for the food that strengthens.
10 May this your laud, may this your song O Maruts, sung by the poet Māna’s son, Māndārya,
Bring offspring for ourselves with food to feed us. May we find strengthening food in full abundance.
Rig Veda Book 1 Hymn 168
यज्ञा-यज्ञा वः समना तुतुर्वणिर्धियं-धियं वो देवया उ दधिध्वे |
आ वो.अर्वाचः सुविताय रोदस्योर्महे वव्र्त्यामवसे सुव्र्क्तिभिः ||
वव्रासो न ये सवजाः सवतवस इषं सवरभिजायन्त धूतयः |
सहस्रियासो अपां नोर्मय आसा गावो वन्द्यासो नोक्षणः ||
सोमासो न ये सुतास्त्र्प्तांशवो हर्त्सु पीतासो दुवसो नासते |
ऐषामंसेषु रम्भिणीव रारभे हस्तेषु खादिश्चक्र्तिश्च सं दधे ||
अव सवयुक्ता दिव आ वर्था ययुरमर्त्याः कशया चोदत तमना |
अरेणवस्तुविजाता अचुच्यवुर्द्र्ळ्हानि चिन मरुतो भराजद्र्ष्टयः ||
को वो.अन्तर्मरुत रष्टिविद्युतो रेजति तमना हन्वेव जिह्वया |
धन्वच्युत इषां न यामनि पुरुप्रैषा अहन्यो नैतशः ||
कव सविदस्य रजसो महस परं कवावरं मरुतो यस्मिन्नायय |
यच्च्यावयथ विथुरेव संहितं वयद्रिणा पतथ तवेषमर्णवम ||
सातिर्न वो.अमवती सवर्वती तवेषा विपाका मरुतः पिपिष्वती |
भद्रा वो रातिः पर्णतो न दक्षिणा पर्थुज्रयी असुर्येव जञ्जती ||
परति षटोभन्ति सिन्धवः पविभ्यो यदभ्रियां वाचमुदीरयन्ति |
अव समयन्त विद्युतः पर्थिव्यां यदी घर्तं मरुतः परुष्णुवन्ति ||
असूत पर्श्निर्महते रणाय तवेषमयासां मरुतामनीकम |
ते सप्सरासो.अजनयन्ताभ्वमादित सवधामिषिरां पर्यपश्यन ||
एष व सतोमो … ||
yajñā-yajñā vaḥ samanā tuturvaṇirdhiyaṃ-dhiyaṃ vo devayā u dadhidhve |
ā vo.arvācaḥ suvitāya rodasyormahe vavṛtyāmavase suvṛktibhiḥ ||
vavrāso na ye svajāḥ svatavasa iṣaṃ svarabhijāyanta dhūtayaḥ |
sahasriyāso apāṃ normaya āsā ghāvo vandyāso nokṣaṇaḥ ||
somāso na ye sutāstṛptāṃśavo hṛtsu pītāso duvaso nāsate |
aiṣāmaṃseṣu rambhiṇīva rārabhe hasteṣu khādiścakṛtiśca saṃ dadhe ||
ava svayuktā diva ā vṛthā yayuramartyāḥ kaśayā codata tmanā |
areṇavastuvijātā acucyavurdṛḷhāni cin maruto bhrājadṛṣṭayaḥ ||
ko vo.antarmaruta ṛṣṭividyuto rejati tmanā hanveva jihvayā |
dhanvacyuta iṣāṃ na yāmani purupraiṣā ahanyo naitaśaḥ ||
kva svidasya rajaso mahas paraṃ kvāvaraṃ maruto yasminnāyaya |
yaccyāvayatha vithureva saṃhitaṃ vyadriṇā patatha tveṣamarṇavam ||
sātirna vo.amavatī svarvatī tveṣā vipākā marutaḥ pipiṣvatī |
bhadrā vo rātiḥ pṛṇato na dakṣiṇā pṛthujrayī asuryeva jañjatī ||
prati ṣṭobhanti sindhavaḥ pavibhyo yadabhriyāṃ vācamudīrayanti |
ava smayanta vidyutaḥ pṛthivyāṃ yadī ghṛtaṃ marutaḥ pruṣṇuvanti ||
asūta pṛśnirmahate raṇāya tveṣamayāsāṃ marutāmanīkam |
te sapsarāso.ajanayantābhvamādit svadhāmiṣirāṃ paryapaśyan ||
eṣa va stomo … ||