১২২ সুক্ত।।
অনুবাদঃ
১। হে ক্রোধরহিত ঋত্বিকগণ! তোমরা কর্মফলদাতা রদ্রকে পালনশীল ও যজ্ঞসম্পাদক অন্ন অর্পণ কর। আমিও সে দ্যুলোকের অসুরকে এবং তার অনুচরস্বরূপ স্বর্গ ও পৃথিবীর মধ্যস্থলবাসী মরুদগণকে স্তব করি। লোকে যেরূপ তুণীরদ্বারা শত্রুগণকে নিরস্ত করে তিনিও সেরূপ বীর মরুদগণ দ্বারা শত্রু নিরস্ত করেন।
২। পত্নী যেমন স্বামীর প্রথম আহ্বানে ত্বরান্বিত হয়ে আসেন সেরূপ অহোরাত্র নানা প্রকার স্তোত্রদ্বারা প্রকাশিত হয়ে আমাদের প্রথম আহ্বানে ত্বরান্বিত হয়েছেন। শত্রুনাশক আদিত্যের ন্যায় ূষাদেবী হিরণাবর্ণ কিরণযুক্ত ও বিস্তৃত রূপ ধারণ করে সূর্যের শোভায় শোভিত হয়েছেন।
৩। বসনাহ সর্ব তোগামী আদিত্য আমাদের আমোদ বর্ধন করুন, জলবর্ধক বায়ু আমাদের আনন্দ বর্ধন করুন। হে ইন্দ্র ও পর্জনাদেব! আমাদের বৃদ্ধি তীক্ষ্ম। কর। হে বিশ্বদেবগণ! আমাদের প্রভূত অগ্ন প্রদান করতে ইচ্ছা কর।
৪। আমি উশিজের পুত্র। হে ঋত্বিকগণ! আমার উদ্দেশে অগ্নভক্ষক ও স্তুতিভাজন অশ্বিদ্বয়কে জগৎ শুভ্রকারিণী ঊষার কালে, আহ্বান কর। উদকের নপ্তৃ অগ্নিদেবকে স্তব কর এবং আমার মত স্তবকারী মনুষ্যের মাতৃস্থানীয় (অহোরাত্র দেবতাকেও) স্তব কর।
৫। হে দেবগণ! আমি উশিজের পুত্র; আমি তোমাদের সম্বন্ধে শব্দোচ্চার্য স্তোত্র আহ্বানের জন্য পাঠ করি। হে অশ্বিদ্বয়! তোমাদের ঘোষা যেরূপ ধবল নামক চর্মরোগের বিনাশার্থে স্তব করেছিল, (আমিও সেরূপ করছি)। হে দেবগণ! ফলদাতা পুষাকেও আহ্বান করছি এবং অগ্ন সম্বন্ধীয় ধনকেও স্তব করছি।
৬। হে মিত্রাবরুণ! আমাদের আহ্বান শোন। যাগগৃহে সমস্ত আহ্বান শোন। প্রসিদ্ধ ধনবান জলদেব ক্ষেত্রসমূহ জলবর্ষণ করে আমাদের আহ্বান শোন।
৭। হে মিত্র হে বরুণ। আমি তোমাদের স্তব করি। যে স্তো্ত্রে নিয়মিত হয় সে স্তোত্র পাঠ করা হয়েছে। অতএব কক্ষীবানকে তোমার প্রসিদ্ধ গো দান কর। প্রসিদ্ধ ও সুন্দর রথবিশিষ্ট কক্ষীবানের প্রতি প্রীতি বিশিষ্ট হয়ে তোমরা এস এবং এসে আমার পৃষ্টি সাধন কর।
৮। মহাধনোপেত দেবদের ধনকে স্তব করি। আমরা মানুষ, বহুবীর পুত্রপৌত্ত বিশিষ্ট হয়ে আমরা এ ধন সম্ভোগ করব। যে দেব অঙ্গিরা গোত্রোৎপন্ন কক্ষীবানের নিমিত্ত অগ্ন প্রদান করেন, অশ্ব ও রথ প্রেরণ করেন, তাদের স্তব করি।
৯। হে মিত্রাবরুণ। যে ব্যক্তি তোমাদের দ্রোহকারী যে কোন প্রকারেও তোমাদরে দ্রোহ করে, যে তোমাদের জন্য সোমরসের অভিষব করে না, সে আপন হৃদয়ে যক্ষ্মা রোগ নিধান করে; যে ব্যক্তি যজ্ঞ করে, সে স্তুতি বাক্যে সোমরস প্রাপ্ত হয়।
১০। সে ব্যক্তি শান্ত অশ্ব প্রাপ্ত হয়, মনুষ্যদের পরাভব করে, সমকক্ষ লোকের মধ্যে অগ্নের জন্য প্রসিদ্ধ হয়, অতিথিগণকে ধন দান করে এবং সমস্ত যুদ্ধে হিংসক মনুষ্যের দিকে অশঙ্কিত ভাবে সর্বদা গমন করে।
১১। হে সর্বাধিপতি! হে আনন্দবর্ধক! তোমরা মরণ রহিত স্তোত্রকারী মানুষের অর্থাৎ আমার আহ্বান শোন ও এস! তোমরা আকাশব্যাপী, তোমরা অন্যরক্ষকরহিত রথবিশিষ্ট যজমানের সমৃদ্ধিসাধন হব্যের প্রশংসা করতে ভালবাস।
১২। যে যজমানের দশটি পাত্রস্থিত অগ্ন প্রাপ্তির জন্য আমরা আহুত হয়েছি, তাকে এ মনুষ্যাভিভাবী বল (দিলাম), দেবতারা এ কথা বললেন। এ দেবগণের দ্যোতমান অগ্ন ও ধন অতিশয় শোভা পায়। প্রকৃষ্ট যজ্ঞে দেবগণ অগ্ন দান করুন।
১৩। যেহেতু অগ্ন দশবিধ, অতএব ঋত্বিকগণ দশটি পাত্রে অগ্ন ধারণ করে গমন করছেন। আমরা বিশ্বদেবগণকে স্তব করি। ইষ্টাশ্ব ইষ্টরশ্মি (১) শত্রুতারক নেতাদের কি করতে পারে?
১৪। বিশ্বদেবগণ আমাদের হিরণ্যকর্ণ, মণিগ্রীব, রূপবান (পুত্র) দিন। আর্য বিশ্বদেবগণ সদ্য নির্গত স্তুতি ও হব্য আকাঙ্ক্ষা করুন।
১৫। মশর্শার নামক রাজার চারটি শিশুপুত্র, জয়শীল অযবস ামক রাজার তিন পুত্র আমাকে বাধা দিচ্ছে (২), হে মিত্রাবরুণ! তোমাদের অতি বিস্তৃত ও শোভন দৃপ্তিশালী রথ সূর্যের ন্যায় দ্যুতিলাভ করেছে।
টীকাঃ
১। সায়ণ বলেন ইষ্টাশ্ব ও ইষ্টরশ্মি দুজন রাজার নাম। পন্ডিতবর কৃষ্ণমোহন বন্দো্যাপাধ্যায় বলেন এ ইষ্টাশ্বই জেন্দ ধর্ম প্রচারক বিষ্টাস্প এবং পারসীকগণ তাকে পৃষ্টাষ্প বা কুষ্টাম্প বলত। See preface to Rig Veda Sanhita pp 14-17. সায়ণ এ দু রাজার সম্বন্ধে কোনও বিবরণ দেন নি।
HYMN CXXII Viśvedevas.
1. SAY, bringing sacrifice to bounteous Rudra, This juice for drink to you whose wrath is fleeting!
With Dyaus the Asura’s Heroes I have lauded the Maruts as with prayer to Earth and Heaven.
2 Strong to exalt the early invocation are Night and Dawn who show with varied aspect.
The Barren clothes her in wide-woven raiment, and fair Morn shines with Sūrya’s golden splendour.
3 Cheer us the Roamer round, who strikes at morning, the Wind delight us, pourer forth of waters!
Sharpen our wits, O Parvata and Indra. May all the Gods vouchsafe to us this favour.
4 And Auśija shall call for me that famous Pair who enjoy and drink, who come to brighten.
Set ye the Offspring of the Floods before you; both Mothers of the Living One who beameth.
5 For you shall Auśija call him who thunders, as, to win Arjuna’s assent, cried Ghoṣā.
I will invoke, that Pūṣan may be bounteous to you, the rich munificence of Agni.
6 Hear, Mitra-Varuṇa, these mine invocations, hear them from all men in the hall of worship.
Giver of famous gifts, kind hearer, Sindhu who gives fair fields, listen with all his waters!
7 Praised, Mitra, Varuṇa! is your gift, a hundred cows to the Pṛkṣayāmas and the Pajra.
Presented by car-famous Priyaratha, supplying nourishment, they came directly.
8 Praised is the gift of him the very wealthy: may we enjoy it, men with hero children:
His who hath many gifts to give the Pajras, a chief who makes me rich in cars and horses.
9 The folk, O Mitra-Varuṇa, who hate you, who sinfully hating pour you no libations,
Lay in their hearts, themselves, a wasting sickness, whereas the righteous gaineth all by worship.
10 That man, most puissant, wondrously urged onward, famed among heroes, liberal in giving,
Moveth a warrior, evermore undaunted in all encounters even with the mighty.
11 Come to the man’s, the sacrificer’s calling: hear, Kings of Immortality, joy-givers!
While ye who speed through clouds decree your bounty largely, for fame, to him the chariot rider.
12 Vigour will we bestow on that adorer whose tenfold draught we come to taste, so spake they.
May all in whom rest splendour and great riches obtain refreshment in these sacrifices.
13 We will rejoice to drink the tenfold present when the twicefive come bearing sacred viands.
What can he do whose steeds and reins are choicest? These, the all-potent, urge brave men to conquest.
14 The sea and all the Deities shall give us him with the golden ear and neck bejewelled.
Dawns, hasting to the praises of the pious, be pleased with us, both offerers and singers.
15 Four youthful sons of Maśarśāra vex me, three, of the king, the conquering Ayavasa.
Now like the Sun, O Varuṇa and Mitra, your car hath shone, long-shaped and reined with splendour.
Rig Veda Book 1 Hymn 122
पर वः पान्तं रघुमन्यवो.अन्धो यज्ञं रुद्राय मीळ्हुषे भरद्वम |
दिवो अस्तोष्यसुरस्य वीरैरिषुध्येव मरुतो रोदस्योः ||
पत्नीव पूर्वहूतिं वाव्र्धध्या उषासानक्ता पुरुधा विदाने |
सतरीर नात्कं वयुतं वसाना सूर्यस्य शरिया सुद्र्शी हिरण्यैः ||
ममत्तु नः परिज्मा वसर्हा ममत्तु वातो अपां वर्षण्वान |
शिशीतमिन्द्रापर्वता युवं नस्तन नो विश्वे वरिवस्यन्तुदेवाः ||
उत तया मे यशसा शवेतनायै वयन्ता पान्तौशिजो हुवध्यै |
पर वो नपातमपां कर्णुध्वं पर मातरा रास्पिनस्यायोः ||
आ वो रुवण्युमौशिजो हुवध्यै घोषेव शंसमर्जुनस्य नंशे |
पर वः पूष्णे दावन आनछा वोचेय वसुतातिमग्नेः ||
शरुतं मे मित्रावरुणा हवेमोत शरुतं सदने विश्वतः सीम |
शरोतु नः शरोतुरातिः सुश्रोतुः सुक्षेत्रा सिन्धुरद्भिः ||
सतुषे सा वां वरुण मित्र रातिर्गवां शता पर्क्षयामेषु पज्रे |
शरुतरथे परियरथे दधानाः सद्यः पुष्टिंनिरुन्धानासो अग्मन ||
अस्य सतुषे महिमघस्य राधः सचा सनेम नहुषः सुवीराः |
जनो यः पज्रेभ्यो वाजिनीवानश्वावतो रथिनो मह्यं सूरिः ||
जनो यो मित्रावरुणावभिध्रुगपो न वां सुनोत्यक्ष्णयाध्रुक |
सवयं स यक्ष्मं हर्दये नि धत्त आप यदीं होत्राभिर्र्तावा ||
स वराधतो नहुषो दंसुजूतः शर्धस्तरो नरां गूर्तश्रवाः |
विस्र्ष्टरातिर्याति बाळ्हस्र्त्वा विश्वासु पर्त्सु सदमिच्छूरः ||
अध गमन्ता नहुषो हवं सूरेः शरोता राजानो अम्र्तस्य मन्द्राः |
नभोजुवो यन निरवस्य राधः परशस्तये महिनारथवते ||
एतं शर्धं धाम यस्य सूरेरित्यवोचन दशतयस्य नंशे |
दयुम्नानि येषु वसुताती रारन विश्वे सन्वन्तु परभ्र्थेषु वाजम ||
मन्दामहे दशतयस्य धासेर्द्विर्यत पञ्च बिभ्रतो यन्त्यन्ना |
किमिष्टाश्व इष्टरश्मिरेत ईशानासस्तरुषर्ञ्जते नॄन ||
हिरण्यकर्णं मणिग्रीवमर्णस्तन नो विश्वे वरिवस्यन्तु देवाः |
अर्यो गिरः सद्य आ जग्मुषीरोस्राश्चाकन्तूभयेष्वस्मे ||
चत्वारो मा मशर्शारस्य शिश्वस्त्रयो राज्ञ आयवसस्यजिष्णोः |
रथो वां मित्रावरुणा दीर्घा]पसाः सयूमगभस्तिः सूरो नाद्यौत ||
pra vaḥ pāntaṃ raghumanyavo.andho yajñaṃ rudrāya mīḷhuṣe bharadvam |
divo astoṣyasurasya vīrairiṣudhyeva maruto rodasyoḥ ||
patnīva pūrvahūtiṃ vāvṛdhadhyā uṣāsānaktā purudhā vidāne |
starīr nātkaṃ vyutaṃ vasānā sūryasya śriyā sudṛśī hiraṇyaiḥ ||
mamattu naḥ parijmā vasarhā mamattu vāto apāṃ vṛṣaṇvān |
śiśītamindrāparvatā yuvaṃ nastan no viśve varivasyantudevāḥ ||
uta tyā me yaśasā śvetanāyai vyantā pāntauśijo huvadhyai |
pra vo napātamapāṃ kṛṇudhvaṃ pra mātarā rāspinasyāyoḥ ||
ā vo ruvaṇyumauśijo huvadhyai ghoṣeva śaṃsamarjunasya naṃśe |
pra vaḥ pūṣṇe dāvana ānachā voceya vasutātimaghneḥ ||
śrutaṃ me mitrāvaruṇā havemota śrutaṃ sadane viśvataḥ sīm |
śrotu naḥ śroturātiḥ suśrotuḥ sukṣetrā sindhuradbhiḥ ||
stuṣe sā vāṃ varuṇa mitra rātirghavāṃ śatā pṛkṣayāmeṣu pajre |
śrutarathe priyarathe dadhānāḥ sadyaḥ puṣṭiṃnirundhānāso aghman ||
asya stuṣe mahimaghasya rādhaḥ sacā sanema nahuṣaḥ suvīrāḥ |
jano yaḥ pajrebhyo vājinīvānaśvāvato rathino mahyaṃ sūriḥ ||
jano yo mitrāvaruṇāvabhidhrughapo na vāṃ sunotyakṣṇayādhruk |
svayaṃ sa yakṣmaṃ hṛdaye ni dhatta āpa yadīṃ hotrābhirṛtāvā ||
sa vrādhato nahuṣo daṃsujūtaḥ śardhastaro narāṃ ghūrtaśravāḥ |
visṛṣṭarātiryāti bāḷhasṛtvā viśvāsu pṛtsu sadamicchūraḥ ||
adha ghmantā nahuṣo havaṃ sūreḥ śrotā rājāno amṛtasya mandrāḥ |
nabhojuvo yan niravasya rādhaḥ praśastaye mahinārathavate ||
etaṃ śardhaṃ dhāma yasya sūrerityavocan daśatayasya naṃśe |
dyumnāni yeṣu vasutātī rāran viśve sanvantu prabhṛtheṣu vājam ||
mandāmahe daśatayasya dhāserdviryat pañca bibhrato yantyannā |
kimiṣṭāśva iṣṭaraśmireta īśānāsastaruṣaṛñjate nṝn ||
hiraṇyakarṇaṃ maṇighrīvamarṇastan no viśve varivasyantu devāḥ |
aryo ghiraḥ sadya ā jaghmuṣīrosrāścākantūbhayeṣvasme ||
catvāro mā maśarśārasya śiśvastrayo rājña āyavasasyajiṣṇoḥ |
ratho vāṃ mitrāvaruṇā dīrghā]psāḥ syūmaghabhastiḥ sūro nādyaut ||