ইল্লি ইল্লি ইল্লি-
কেমন তুমি বিল্লি?
অষ্টপ্রহর করছ কেন
এমন চেল্লাচিল্লি?
চুন-সুপুরি দিয়ে তুমি
পান খাবে তিন খিল্লি?
চুন-সুপুরি মেলে নাকো,
ইল্লি, ইল্লি,ইল্লি।
আর কটা দিন সবুর করো
হয়ে যাবে হিল্লি।
ইল্লি ইল্লি ইল্লি-
কেমন তুমি বিল্লি?
অষ্টপ্রহর করছ কেন
এমন চেল্লাচিল্লি?
চুন-সুপুরি দিয়ে তুমি
পান খাবে তিন খিল্লি?
চুন-সুপুরি মেলে নাকো,
ইল্লি, ইল্লি,ইল্লি।
আর কটা দিন সবুর করো
হয়ে যাবে হিল্লি।