আরো কিছু ছড়াগ্রন্থ

ইরাকের গান

ইরাক, ইরাক, ইরাক,
গোলাপ-ছাওয়া
সেখান থেকে গায়ে-পড়া শক্ররা সব যাক।
ইরাক, ইরাক, ইরাক,
সবার চাওয়া-
সেখানে সব শান্তিপ্রিয় মানুষেরা থাক।
ইরাক, ইরাক, ইরাক,
ইরাকবাসীর
কণ্ঠে জাগে, দেশপ্রেমিকের যুদ্ধ জয়ের ডাক।
ইরাক, ইরাক, ইরাক,
মার্কিনীদের
ভাঙুক বড়াই, এই লড়াইয়ে ভাঙুক উঁচু নাক!
ইরাক, ইরাক, ইরাক,
আস মানে তার
নতুন ভোরে উড়ুক সুখে শ্বেত পায়বার ঝাঁক।