ইঁদুর কাটে চাদর-বালিশ
কাটে শাড়ির খুঁট,
কাটে ওরা ঘরের বেড়া
কুটুর কুটুর কুট।
ধেড়ে ইঁদুর দেখে বিড়াল
দিচ্ছে দূরে ছুট;
চোরের দাপট বাড়ছে ক্রমে
পুলিশ পালায় হুট।
শহর-গ্রামে দিনদুপুরে
চলছে হরির লুট,
গোল করো না, নইলে পাড়ার
স্বপ্ন যাবে টুট।
রাতদুপুরে মচমচিয়ে
ওঠে হাজার বুট;
সত্য গেছে বনবাসে
রাজ্যি চালায় ঝুট!