আয় ঘুমানি আয়,
পড়িরে তোর পায়।
আয় ঘুমানি আয়,
খুকির চোখে আয়।
আয় ঘুমানি আয়,
পক্ষী উড়ে যায়,
ঝুরঝুরানি ছায়া
দিল খুকির গায়।
নদীর পানি ফুরফুরানি;
লাগছে দোলা নায়।
আয় ঘুমানি আয়,
স্বপ্ন নিয়ে আয়।
আয় ঘুমানি আয়,
পড়িরে তোর পায়।
আয় ঘুমানি আয়,
খুকির চোখে আয়।
আয় ঘুমানি আয়,
পক্ষী উড়ে যায়,
ঝুরঝুরানি ছায়া
দিল খুকির গায়।
নদীর পানি ফুরফুরানি;
লাগছে দোলা নায়।
আয় ঘুমানি আয়,
স্বপ্ন নিয়ে আয়।