ঝমঝমিয়ে বৃষ্টি নামে,
এল ভেজা আষাঢ় মাস।
ভেজে রাস্তা, বাড়ি-গাড়ি,
ভেজে মাটি, সবুজ ঘাস।
আষাঢ় মাসের পায়ে ঘুঙুর,
ওহো ঝুমুর ঝুমুর বাজে।
হঠাৎ রাঙা সাপের মতো
বিজলি নাচে মেঘের মাঝে।
চুপসে গেছে ভিজে ভিজে
আষাঢ় মাসের বিষ্টিতে কাক
দিনদুপুরে রাতদুপুরে
বৃষ্টি যেন তীরের ঝাঁক।
আষাঢ় মাসে কাগজ দিয়ে
নৌকা বানায় খোকা-খুকি
জল-বিছানো উঠোনে নাও
ভাসতে দেখে বেজায় সুখী।
আষাঢ় মাসের রোদে জলে
হবে খেঁকশেয়ালের বিয়ে।
আমরা ঘুমাই আঁধার ঘরে
গায়ে চাদর মুড়ি দিয়ে।
আষাঢ় মাসে দুপুরবেলা
বৃষ্টি দেখার পাই যে খুশি,
পানির নাচন দেখছে ব’সে
সবার সঙ্গে সফেদ পুষি।
ঝমঝমাঝম আষাঢ় মাসে
ভূতের গল্প শুনতে চাও?
তা হলে ওই ভূত-তাড়ানো
গল্পবুড়োর কাছে যাও।