আরো কিছুক্ষণ থাকো এখানে আমার খুব কাছে;
এখুনি যেও না।
শারীরিক শোভা নিয়ে দূরে। যদি যাও, শীতের সুতীক্ষ্ণ দাঁত
আরো বেশি হিংস্র হয়ে কামড়াতে থাকবে আমাকে সারাক্ষণ।
কতকাল পরে আমি তোমাকে দেখছি পুনরায়!
এই দুটি কালো চোখে গাঢ় মায়া আছে আগেকার
মতোই, আশ্চর্য স্তনচূড়া নত নয় এতটুকু,
শরীরের বিভা এখনো তো খুব মনোমুগ্ধকর।
কেবল এ-আমি দ্রুত ভীষণ বদলে যাচ্ছি, দ্যাখো,
তোমার সমুখে এক বিবিক্ত বৃদ্ধের প্রতিকৃতি!
আরো কিছু কথা বলো, কতদিন তোমার কথার
মাধুর্যে করেনি স্নান মন, কতদিন, হে সুপ্রিয়া,
তোমার হাসির আভা দেয়নি রাঙিয়ে
আমার প্রহর, দাও, আমাকে যযাতি করে দাও।
আরো কিছুক্ষণ থাকো এখানে আমার খুব কাছে।
না, দূরে থেকো না আর, আমার বাঁ পাশে এসে বসো,
রাখো হাত আমার তৃষিত হাতে, মুখ চুম্বনের
জন্যে দাও বাড়িয়ে তোমার মুখ, নিষেধের বেড়া ভেঙে যাক।
আরো কিছুক্ষণ থাকো যদি এখানে আমার কাছে,
যদি তুমি আমার নিষ্প্রভ চোখে চোখ রেখে বলো,
‘চল যাই আজ জ্যোৎস্নারাতে বনে কিংবা নৌকো ভ্রমণে’ তা হলে,
সুপ্রিয়া, বিশ্বাস করো, নিমেষে যুবক হয়ে যাব পুনরায়।
১৪.১২.৯৪