আরো কিছু ছড়াগ্রন্থ

আরশোলা

আরশোলা রে আরশোলা
দেখে আমার দ্বার খোলা
উড়ে এসে বসলি জুড়ে
চার দেয়ালে কাছে দূরে,
বসলি এসে ঝাঁকে ঝাঁকে
আলমারিতে বইয়ের তাকে।
করলি ঘরের পাড় ঘোলা,
আরশোলা রে আরশোলা।

আরশোলা রে আরশোলা
খাবি কি গুড় চার তোলা?
ঘটিবাটি ময়দা আটা,
হাওয়াই জামা চিমটে ঝাঁটা
রঙের বাক্স, জমার খাতা,
ডিক্সনারির শ’য়েক পাতা,
চেটেপুটে করলি সাবাড়,
যা ছিলো সব হলো কাবার।
এবার ব’সে ঘাড় দোলা,
আরশোলা রে আরশোলা।