আমের কুঁড়ি, জামের কুঁড়ি
পড়ছে ঝরে ভুঁয়ে।
তেঁতুল গাছে চালতা বাদুড়,
ডালটা আসে নুয়ে।
ঝির ঝির ঝির হাওয়া চলে
বটের ঝুরি ছুঁয়ে।
বটতলাতে দুটি বাঁদর,
ঝগড়া বাঁধে দুয়ে।
চাঁদের বুড়ি মুখটি রাখে
জ্যোৎস্না দিয়ে ধুয়ে।
কে নেভাল ঘিয়ের বাতি
ইয়া বড় ফুঁয়ে?
দেখছো নাকি একলা ঘরে
খোকন আছে শুয়ে!