সত্যি বলতে কী, কখনো একরত্তি ভয় পাইনি
কোনো স্বৈরাচারীর ভ্রূকুটি দেখে। এক ভিড় চাটুকার
আর পদলেহী পরিবেষ্টিত সমারূঢ় মহিলার আকাশ-ছোঁয়া
স্পর্ধা আমাকে হাসির খোরাক জুগিয়েছে।
সশস্ত্র মৌলবাদীদের মূর্খ উচ্ছ্বাসময় হুঙ্কার
বারবার তাচ্ছিল্য করেছি, সকল দুঃখ-দুর্দশা
আমার ঘাড় ধরে নুইয়ে
আমাকে ধুলো চাটাতে ব্যর্থ হয়েছে।
অথচ প্রিয়তমা, তোমাকে দেখতে না পাওয়ার
দীর্ঘ কষ্টে সর্বক্ষণ অন্ধ পাখির বিলাপ আমার হৃদয়।
নিউইয়র্ক, ৯ সেপ্টেম্বর ৯৫