আমার পিঁড়ি নৌকা হয়ে
ক্ষীর নদীতে ভাসে।
জামবাটিটা চাঁদের মতো
নীল আকাশে হাসে।
আমার টেবিল হঠাৎ করে
বাগান হয়ে যায়।
সেই বাগানে সোনার পাখি
হীরার ফল খায়।
আমার ছোট বিছানাটা
রত্নদ্বীপের মতো
সেই দ্বীপেতে নেচে বেড়ায়
পরী শত শত।
আমার খাতা ঈগল পাখি,
পাহাড়চূড়ায় থাকে,
চায় না সে তো থাকতে জানি
ছোট্র পাখির ঝাঁকে।
আমার দোয়াত সাঁতার কাটে
নিঝুম সরোবরে;
আমার কলম অস্ত্র হয়ে
দুষ্ট দমন করে।