এতবার বলেছি ব্যাকুলতা উজাড় ক’রে
বিশ্বাসই করতে চাওনি
আমার কথার মৌমাছিগুলোকে
তড়িঘড়ি তাড়িয়ে দিয়েছো আগুন দেখিয়ে
বলেছিলাম সময় আমাকে
দুমড়ে মুচড়ে আলোর গতিতে ছুটছে
আমার উপর অনস্তিত্বের গাঢ় ছায়া
টুকরো টুকরো স্বপ্ন এখন জাল গোটানো
নিরুত্তর তুমি ঘরকে অধিকতর
আলোকিত করলে হাসির আবীর ছড়িয়ে
যেন আজরাইল আমার জান কবজ ক’রে কখনো তার
কালো ডানা মেলে উড়ে যাবে না সফেদ অনন্তে
এই ক’দিন ধরে না-দেখা
আমার সত্তায় লাগাচ্ছে বিষাদের পোচ
কতকাল তোমাকে দেখবো না ভাবলেই
আমাকে ছেঁকে ধরে হাজার হাজার কাঁকড়া
রোজ কবিতা লিখেও নিস্তার নেই নাস্তির হাত থেকে
এই জন্যেই প্রত্যহ তোমাকে দেখার বাসনা
শত শত কদম ফুল
একটু স্পর্শ করার স্বপ্ন অনুপস্থিতির নিদান
ভ্রমবশত স্থগিত রেখেছো বাসনার উম্মীল ন
তোমার গোড়ালিতে চুমু খাচ্ছে অলৌকিক
জানতেও পারো না তোমার মুঠোর চাপে
ভালোবাসা দোয়েলের মতো ধুঁকে ধুঁকে মরছে দ্যাখো না তুমি
আমার না-থাকা তোমার হৃদয়ে
ধরিয়ে দেবে আগুন
কৃকলাস সংস্কারের শেকল ছিঁড়ে ছুটে আসবে তুমি
তখন অনুপস্থিতির কণ্ঠে নিঃশব্দ আদাব আরজ
৫।৫।৯০