আজব খেলা

আজব খেলা

সোনার মেঘে আলতা ঢেলে সিঁঁদূর মেখে গায়
সকাল-সাঁঝে সূর্যিমামা নিত্যি আসে যায়।

নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভরে ভরে
আপন ছবি আপনি মুছে আঁকে নতুন করে।

ভোরের ছবি মিলিয়ে দিল দিনের আলো জ্বেলে,
সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে।

আবার আঁকে, আবার মোছে দিনের পর দিন
আপন সাথে আপন খেলা চলে বিরামহীন।

ফুরায় না কি সোনার খেলা? রঙের নাহি পার?
কেউ কি জানে কাহার সাথে এমন খেলা তার?

সেই খেলা যে ধরার বুকে আলোর গানে গানে
উঠছে জেগে—সেই কথা কি সূর্যিমামা জানে?

সন্দেশ-১৩২৫