আরো কিছু ছড়াগ্রন্থ

আঁধার তাড়ানো ছড়া

শহরটাকে ধরল ঘিরে
মিশমিশে এক আঁধার,
খোলা ছাদের, হাটের মাঠের
সময় হল কাঁদার।

কেমন করে সইব এমন
অন্ধকারের কামড়?
এমন আঁধার জালিম বড়
ভীষণ এক পামর।

আমার প্রিয় শহরটাকে
করেছে তো বন্দী
ছাড়বে না সে কোনও মতে
এঁটেছে এক ফন্দি।

সবাই মিলে করি যদি
‘আঁধার খেদাও’ লড়াই,
লেজটি তুলে পালাবে সে
করবে না আর বড়াই।