আরো কিছু ছড়াগ্রন্থ

আঁকিয়ে

এই শহরে এক যে ছিল আঁকিয়ে,
আঁকত ছবি ঘাড়টা কিছু বাঁকিয়ে।
মাঝে-মাঝে গোঁফটা শুধু পাকিয়ে
বৈঠকে সব বসত বটে জাঁকিয়ে।
ছবি দেখে বলত সবাই, ‘ফাঁকি এ’।
বুক ফুলিয়ে চুলের ঝুঁটি ঝাঁকিয়ে
নিজের ছবি দেখত নিজেই তাকিয়ে।