অলীক বাদুড়
অলীক বাদুড়, তুই
কোন স্পর্ধাভরে উড়ে এলি?
গাছের শিখরে ছিল
হিরণ্য চাঁদের স্নান বৃষ্টি ভেজা মুখ
বাতাস দিয়েছে সুখ
হেমন্ত-কাতর পল্লীটিকে
সদ্য ঘুম ভেঙে আমি
ভোগ করি দুৰ্নিবার স্মৃতির কুহেলি—
অলীক বাদুড়, তুই
কোন স্পর্ধাভরে উড়ে এলি?
কে যেন বিশ্বাস ভেঙে
দিয়েছে দুঃখের হিম ছায়া
কে যেন কঠিন চোখে
রাজপথে জন্মান্ধকে মেরেছে চাবুক
কে যেন অস্থির নোখে
ছিঁড়েছিল বালিকার বুক
এই সব গ্লানি-স্মৃতি
যে মুহুর্তে আমি ছিঁড়ে ফেলি
অলীক বাদুড়, তুই
কোন স্পর্ধাভরে উড়ে এলি?