অভিমানিনী
ছিল নিঝুম পুষ্করিণী
জলে নামলো কে?
এলো যে আজ অভিমানিনী ওলো জোকার দে!
বুক জলে যায় আড়পানে চায়—
যা না ঠাকুরঝি
অভিমানিনী একা নাইবে দেখবে শুধু সুয্যি।
চাঁপার বন্ন ঠোঁট দুখানি
ভোমরাপান অক্ষি
অভিমানিনী ঘাটে রইলে দেখবে না কাকপক্ষী
পুটুস করে সুয্যিও যে
মুখ লুকিয়ে সাদা—
চোখের মাথা খেয়ে রইলো মৌরলা আর চাঁদা।