অপরাহ্নে বসেছিলে তুমি সোফায় সাজিয়ে ঊষা,
কী সহজ। এমন মুহূর্তে বেশভূষা
অবান্তর; প্রকৃতিতে দ্বিধা নেই, আছে অন্তরাল
নানান রঙের, তুমি ঠোঁটে ফিকে লাল
করেছো অর্চনা। আকর্ষণ
দুর্নিবার, আমার ভেতরে টাইফুন আর তোমার অমন
‘ছুঁয়ো না আমাকে’ দৃঢ় আঙ্গিকে প্রবল ভাঙচুর
নৈঃশব্দ্যকে সুর
করবার ভারি সাধ হলো; যদি ছুঁই
তোমাকে এখন, তাহলে কি তুমি জুঁই
হয়ে ঝরে যাবে এই পাটের কার্পেটে? অনন্তর
তোমার এ-ঘর
বেবাক অশুদ্ধ হয়ে যাবে? নাকি
‘গ্রৃহস্থের খোকা হোক’ বলে ডেকে যাবে বেলাজ একটি পাখি।