ইস্টিশানে নামল দেখি
একজন লোক তাগড়া।
কেউ বলে তার তুরান বাড়ি,
কেউ বলে, না, আগ্রা।
দেখছি না তো পাজামা তার,
দোল খেয়ে যায় ঘাগড়া।
পাগড়ি সে তো পায়ে বাঁধে,
মাথায় পরে নাগরা।
তাই-না দেখে বাজপাখিটা
দিল ভীষণ বাগড়া।
ইস্টিশানে নামল দেখি
একজন লোক তাগড়া।
কেউ বলে তার তুরান বাড়ি,
কেউ বলে, না, আগ্রা।
দেখছি না তো পাজামা তার,
দোল খেয়ে যায় ঘাগড়া।
পাগড়ি সে তো পায়ে বাঁধে,
মাথায় পরে নাগরা।
তাই-না দেখে বাজপাখিটা
দিল ভীষণ বাগড়া।