অন্তর সোনা যন্তর হাতে
ঘোরে বারান্দায়।
দুপায়ে তার চরকি বাঁধা,
ঘরে রাখাই দায়।
অন্তর যাদু ভাত খাবে না,
ডাল খাবে না মোটে।
খুশিতে খুব নেবে লুফে
মিষ্টি যদি জোটে।
অন্তর সোনা ফুস-মন্তরে
দত্যি-দানো তাড়ায়।
এক দৌড়ে অলিম্পিকে
দৌড়বাজদের হারায়।
অন্তর যাদু বীর সে বটে,
কার চেয়ে সে কম বা।
থাকবে না আর ছোট্র হয়ে,
আজই হবে লম্বা।