অতীত ও ভবিষ্যতের দালাল
তারুণ্যের প্রধান কাজ — বুড়ো মানুষের কর্তৃত্বকে অস্বীকার করা। বুড়ো কারা? বুড়ো তারা, যারা ভবিষ্যৎকে সর্বদা অতীতের সমান রাখতে চান। সমাজে তাদের প্রধান কাজ — বর্তমানের কাছে অতীতের দালালি করা।
আমি কোনো বুড়োর সমালোচনা করলে, সবার আগে এখন তরুণেরা ক্ষেপে ওঠে। এটি প্রমাণ করে- বুড়োরা তাদের বার্ধক্য তরুণদের ভেতরেও ঢুকিয়ে দিয়েছে।
তরুণ কারা? তরুণ তারা— যারা বর্তমানের কাছে ভবিষ্যতের দালালি করেন।