অটোগ্রাফ ১
শুধু শুভেচ্ছায় যদি হ’ত কোনো কাজ
তোমাদের তরে আমি চাহিতাম আজ—
বিদ্যা বুদ্ধি টাকাকড়ি সুকৃতি সুনাম।
অথবা প্রাচীন মতে শব্দ চাহিতাম—
ধর্ম অর্থ কাম মোক্ষ—এই চতুষ্টয়
পুরুষার্থ যার নাম। দুঃখের বিষয়
এরকম আশীর্বাদ বড় অনিশ্চিত।
অতএত চাহিতেছি সামান্য কিঞ্চিৎ—
হও কুতুহলী, হও উৎসাহী সতত,
তাতেই অনেক লাভ হবে আপাতত।
বাড়িয়া চলুক এই তোমাদের খাতা,
লেখাতে ছবিতে এর ভরে যাক পাতা ॥
৮/১০/৪০
অটোগ্রাফ ২
বেশ ঝকঝকে তোমার এ খাতা,
মিছে অটোগ্রাফে ভরিও না পাতা।
বরঞ্চ তুমি এক কাজ কর—
তুলে রাখ এটা বছর পনর।
তার পরে রোজ সকাল সন্ধ্যে
গদ্য অথবা পদ্য ছন্দে
লাল কালি দিয়ে এই নোটবুকে
কেবল কাজের কথা রেখো টুকে—
ধোবার বাড়িতে কি যাবে ময়লা,
দুধ কত এল, কত বা কয়লা,
তেল নুন চিনি মাছ তরকারি ;
এসব হিসেব ভারী দরকারী !!
২৩।১০।৪০
অটোগ্রাফ ৩
এই যে তোমার আছে অটোগ্রাফ বই,
হরেক রকম যাতে লেখা আর সই,
লাগবে না কোনো কাজে, একেবারে ফাঁকি
ছিঁড়ে ফেল পাতাগুলো। থাক শুধু বাকি
সাদা পাতা আছে যত। সেই নোট বুকে
এর পরে বড় হয়ে রেখো তুমি টুকে
ধোবার হিসাব, দুধ, মাছ, তরকারি।
এ সব হিসাব রাখা বড় দরকারী।
অটোগ্রাফ ৪
দাতব্য বলিয়া যাহা বিনা প্রত্যাশায়
দেশ কাল পাত্ৰ বঝে দান করা যায়,
সাত্ত্বিক নামেতে খ্যাত গীতায় সে দান,
যার কথা বলেছেন কৃষ্ণ ভগবান ।
তার চেয়ে আছে দান উচ্চতর অতি,
এদেশে চলন তার হয়েছে সম্প্রতি।
এদানে পকেটে হাত পড়ে না দাতার,
বরঞ্চ খরচ কিছু হয় গ্রহীতার।
কিনতে পয়সা লাগে একখানি খাতা,
তাহার পাতায় দাতা লিখে দেন যা তা
সারগর্ভ বাজে বাণী। নাহি লাগে কাজে
অটোগ্রাফরূপে শব্দ খাতায় বিরাজে !
অটোগ্রাফ ৫
গাদা গাদা ফোটোগ্রাফ
গচ্ছের অটোগ্রাফ
কেষ্ট বিষ্টুর সার্টিফিকিট
দেশ বিদেশের ডাক টিকিট
ছিন্ন পাদুকা বস্ত ছত্র
পরাতন টাইমটেবল
তামাদি প্রেমপত্র
শুকনো ফল মরা প্রজাপতি
এ সব সংগ্রহ কদভ্যাস অতি।