আরো কিছু ছড়াগ্রন্থ

অচিন ফুল

ফুরফুরে এই ফটিক হাওয়ায়
উড়ছে উড়ুক চুল,
ফুটফুটে সব ফুটপাতে আজ
ফুটুক অচিন ফু্ল।