৫ম অধ্যায়
কৌরবগণের আদ্যোপান্ত বধবৃত্তান্ত
বৈশম্পায়ন কহিলেন, মহারাজ! অম্বিকানন্দন ধৃতরাষ্ট্র সঞ্জয়ের বাক্যশ্রবণে সাতিশয় শোকসন্তপ্ত হইয়া তাঁহাকে কহিলেন, “হে বৎস! আমার অদূরদর্শী পুত্রের দুর্নীতিবশতঃই কর্ণ নিহত হইয়াছে। সূতপুত্রের নিধনবাৰ্তা শ্রবণে শোকে আমার মর্ম্মভেদ হইতেছে। যাহা হউক, এক্ষণে কৌরব ও সৃঞ্জয়গণের মধ্যে কাহারা জীবিত রহিয়াছে আর কাহারাই বা নিহত হইয়াছে, তদ্বৃত্তান্ত কীৰ্ত্তন করিয়া আমার সংশয় ছেদন কর।”
সঞ্জয় কহিলেন, “মহারাজ। প্রতাপবান্ দুরাধর্ষ শান্তনুনন্দন দশদিনে অর্ব্বুদসংখ্যক পাণ্ডবসৈন্য নিহত, মহাধনুর্দ্ধর দুর্দ্ধর্ষ দ্রোণাচার্য্য পাঞ্চালদিগের রথীগণকে নিপাতিত, মহাবীর কর্ণ ভীষ্মদ্রোণহতাবশিষ্ট পাণ্ডবসৈন্যের অর্ধাংশ ধ্বংস, মহাবলপরাক্রান্ত রাজপুত্র বিবিংশতি দ্বারকাবাসী শত শত যোধগণকে বিনষ্ট এবং অবন্তিদেশীয় রাজপুত্র মহারথ বিন্দ ও অনুবিন্দ দুষ্কর কার্য্যসকল সম্পন্ন করিয়া সংগ্রামে প্রাণত্যাগ করিয়াছেন। আপনার পুত্র বিকর্ণ হতাশ্ব ও ক্ষীণায়ুধ হইয়াও ক্ষাত্ৰধর্ম্ম স্মরণপূর্ব্বক শত্রুগণের সম্মুখে সমবস্থিত হইয়াছেন। ভীমপরাক্রম ভীমসেন দুর্য্যোধন দুর্নীতিজনিত বিবিধ ক্লেশ ও স্বীয় প্রতিজ্ঞা স্মরণ করিয়া তাঁহার প্রাণসংহার করিয়াছেন। সিন্ধুরাষ্ট্র প্রভৃতি দশটি রাজ্য যে বীরের বশবর্তী ছিল, যে বীর সতত আপনার শাসনানুসারে কাৰ্য্য করিতেন, অর্জ্জুন নিশিতশরনিকরে একাদশ-অক্ষৌহিণী সেনা জয় করিয়া সেই মহাবীৰ্য্য জয়দ্রথকে নিপাতিত করিয়াছেন। পিতৃমতাবলম্বী যুদ্ধদুর্ম্মদ দুৰ্য্যোধনপুত্র সুভদ্রাতনয়ের, মহাবলপরাক্রান্ত সমর-নিপুণ দুঃশাসনতনয় দ্রৌপদীনন্দনের, কৌরববংশীয় শত্রুবিহীন ভূরিবিক্রম ভূরিশ্রবা সাত্যকির, সমরবিশারদ কৃতাস্ত্র অমর্ষ [ক্রোধ]পূরিত দুঃশাসন ভীমসেনের এবং অর্ণবের অনূপবাসী [জলাভূমি] কিরাতগণের অধিপতি, দেবরাজের প্রিয়সখা, ক্ষত্রিয়ধর্ম্মনিরত ভগদত্ত ও নির্ভীক্চিত্ত মহাধনুর্দ্ধর সংগ্ৰামনিরত অম্বষ্ঠরাজ শ্রুতায়ু ধনঞ্জয়ের হস্তে নিপাতিত হইয়াছেন। যে বীরের বহু সহস্র অদ্ভুত গজসৈন্য ছিল, মহাবীর অর্জ্জুন সেই সুদক্ষিণকে সংহার করিয়াছেন। কোশলাধিপতি মহাবলপরাক্রান্ত বিপক্ষগণকে সংহার করিয়া অভিমন্যুর হস্তে বিনষ্ট হইয়াছেন। আপনার পুত্র চিত্রসেন ভীমের সহিত বহুক্ষণ ঘোরতর সংগ্রাম করিয়া পরিশেষে তাঁহার হস্তে প্রাণপরিত্যাগ করিয়াছেন। অসিচর্ম্মধারী শত্রুকুলের ভীষণ মদ্ররাজনন্দন অভিমন্যুর হস্তে নিহত হইয়াছেন। মহাবীর ধনঞ্জয় অভিমন্যুর বধে ক্রুদ্ধ হইয়া আত্মপ্রতিজ্ঞাপ্রতিপালনার্থ কর্ণের সমক্ষে দৃঢ়বিক্রম, অস্ত্রপ্রয়োগকুশল, কর্ণতুল্য তেজস্বী বৃষসেনকে নিহত করিয়াছেন। পাণ্ডবগণের বিষম বিপক্ষ রাজা শ্রুতায়ুও উহার হস্তে নিহত হইয়াছেন। বৃদ্ধরাজা ভগীরথ ও কেকয়দেশীয় বৃহৎক্ষত্র সমরাঙ্গনে অসাধারণ পরাক্রম প্রদর্শনপূর্ব্বক প্রাণত্যাগ করিয়াছেন। সহদেব মহাবলপরাক্রান্ত মাতুলজ ভ্রাতা [মামাতো ভাই] শল্যপুত্র রুক্মরথকে, নকুল শ্যেনপক্ষীর ন্যায় সমরে বিচরণ করিয়া পরাক্রান্ত ভগদত্তপুত্রকে, বৃকোদর মহাবলপরাক্রান্ত স্বগণপরিবেষ্টিত আপনার পিতামহ বাহ্লীককে এবং মহাত্মা অভিমন্যু মগধদেশীয় জরাসন্ধকুমার জয়সেনকে নিহত করিয়াছেন। আপনার পুত্র শূরাভিমানী মহারথ দুর্ম্মুখ ও দুঃসহ ভীমসেনের গদাঘাতে নিহত হইয়াছেন। মহাবীর দুর্ম্মর্ষণ, দুর্ব্বিষহ, দুর্জয় এবং কলিঙ্গ ও বৃষকনামে সমরদুর্ম্মদ ভ্রাতৃদ্বয় সংগ্রামে দুষ্কর কর্ম্ম সম্পাদনপূর্ব্বক শমনসদনে গমন করিয়াছেন। আপনার সচিব বীৰ্য্যবান বৃষবৰ্মা ভীমের হস্তে নিহত হইয়াছেন। অর্জ্জুন অযুত নাগের তুল্য বলসম্পন্ন রাজা পৌরব এবং আপনার শ্যালক বৃষক ও অচলের প্রাণনাশ করিয়াছেন। দ্বিসহস্র বসাতি, বহুসহস্র সংশপ্তক, শ্রেণিমান, মহাবলপরাক্রান্ত শূরসেন, বর্ম্মধারী সমরদুর্ম্মদ অভীষাহ, বলবীৰ্য্যসম্পন্ন শিবি, সংগ্রামনিপুণ কলিঙ্গ ও গোকুলসংবৃদ্ধ [গোগণের বৃদ্ধিকারী] কোপনস্বভাব অপবৃত্তক [সমরে অপরাঙ্মুখ] বীরগণও অর্জ্জুনের হস্তে নিহত হইয়াছেন। ওঘবান্ ও বৃহন্ত ইঁহারা দুইজন মিত্রের হিতসাধনার্থ সমরে প্রবৃত্ত হইয়া প্রাণত্যাগ করিয়াছেন। ভীমসেন মহাবাহু মহাধনুর্দ্ধর শাল্বরাজ ও মহারাজ ক্ষেমধূৰ্ত্তিকে, সাত্যকি অরাতিনিসূদন মহাবল জলসন্ধকে এবং ঘটোৎকচ রাক্ষসেন্দ্র অলম্বুষকে নিপাতিত করিয়াছেন। সূতপুত্র কর্ণ, তাঁহার মহারথ ভ্রাতৃগণ এবং কেকয়, মালব, মদ্রক, দ্রাবিড়, যৌধেয় ললিত্থ, ক্ষুদ্রক, উশীনর, মাবেল্লক, তুণ্ডিকের সাবিত্রীপুত্র, প্রাচ্য [*পূৰ্ব্ব, উত্তর, পশ্চিম ও দক্ষিণদেশীয়], উদীচ্য [*], প্রতীচ্য [*] ও দাক্ষিণাত্যগণ অর্জ্জুনের হস্তে নিহত হইয়াছেন। তিনি অসংখ্য হস্তী, অশ্ব, রথ, পদাতি এবং ধ্বজ, আয়ুধ, বর্ম্ম ও বসনভূষণসম্পন্ন সুখপরিবর্দ্ধিত বীরগণ ও পরস্পর বধাভিলাষী অমিতপরাক্রম যোধগণকে আক্রমণপূর্ব্বক নিপাতিত করিয়াছেন। হে মহারাজ! এতদ্ভিন্ন অন্যান্য অনেক সৈন্য বিনষ্ট হইয়াছে। কর্ণ ও অর্জ্জুনের সংগ্রামে অনেকেই প্রাণত্যাগ করিয়াছে। যেরূপ দেবরাজ বৃত্রাসুরকে, শ্রীরাম রাবণকে, কৃষ্ণ নরক ও মুরকে, পরশুরাম জ্ঞাতিবন্ধুবান্ধবসমেত যুদ্ধদুর্ম্মদ কাৰ্ত্তবীৰ্য্যকে, কার্তিকেয় ত্রৈলোক্যমোহন মহাযুদ্ধে মহিষকে [মহিষাসুরকে] এবং রুদ্র অন্ধককে বিনাশ করিয়াছিলেন, তদ্রূপ মহাবীর অর্জ্জুন অমাত্যবান্ধবের সহিত কর্ণকে নিহত করিয়াছেন। যাঁহার উপর আপনার পুত্রগণের জয়াশা প্রতিষ্ঠিত ছিল, যে ব্যক্তি এই কুরুপাণ্ডবযুদ্ধের মূল, পাণ্ডবগণ এক্ষণে সেই সূতপুত্রকে সংহার করিয়া নিশ্চিন্ত হইলেন। হে মহারাজ! পূৰ্বে আপনি হিতৈষী বন্ধুগণের হিতবাক্যে কর্ণপাত করেন নাই, সেই নিমিত্তই আপনার রাজ্যকামুক পুত্রগণের বিষম দুঃখ উপস্থিত হইয়াছে। আপনি পূর্ব্বে হিতৈষী লোকের অহিতাচরণ করিয়াছিলেন, এক্ষণে তাহার ফলভোগর কাল সমুপস্থিত হইয়াছে।”