এক যে ছিলো সোনার ছেলে
বন্দি হলো লোহার জেলে
জাল করেনি নোটের তাড়া
হয়নি লুটে আত্মহারা
লোক ঠকানো নয়তো পেশা
ছিলো না তার মদের নেশা
করেনি সে কিছুই চুরি
চালায়নিকো বুকে ছুরি।
তবু তাকে লোহার জেলে
রাখলো ওরা রাখলো ফেলে
মিলের মজুর মাঠের চাষি
তাদের মুখে ফুটবে হাসি
আসবে সুদিন ঘোড়ায় চড়ে
দেখতো সে যে স্বপ্ন ঘোরে
এই দোষে সেই সোনার ছেলে
বন্দি হলো লোহার জেলে!