পড়ছে মনে অনেক আগের
একটি কথা
পেয়েছিলাম রক্তরাঙা
স্বাধীনতা।
নিজের দেশের মুক্তি আনার
জন্যে সবাই
শক্রর সাথে করেছিলাম
ভীষণ লড়াই।
অস্ত্র হাতে নিয়েছিলো
ছাত্র, চাষী
আমরা সবাই দেশকে বড়
ভালবাসি।
তাই না কত বীর বাঙালি
প্রাণ হারালো
লুটেরা সব দুশমনকে
ঠিক তাড়ালো।