বাজান গো, তুমি ক্যান আনলা আমারে
পাথরের শহরে, এহানে
আমাগো গাঁয়ের
উদাম সবুজ মাঠ নাই, ক্ষেতের আইল নাই, দীঘি
নাই, নাই ইঁদারা, ঘুঘুর ডাক। সরিষার ক্ষেতে
প্রজাপতি নাচে না এহানে।
আমি হর অক্ত এক কালা ছায়া দেহি
আমার উপর বেরহম
হামেশা নাইমা আসে দেওয়ের লাহান।
বাজান গো, আমিতো আইতে চাই নাই
এই ইট পাথরের শহরে, এহানে
আমার লাহান বাচ্চা মাইয়ারে ছিঁড়া
খাইবার চায় মানু, শরীলে বসায় দাঁত, খুন
ঝরে, শুধু ঝরে,
বড়ই জুলুম করে। আমি
হগল সময় দেহি এক কালা ব্যাটা
আমারে চাইপা ধরে, আমার নিশাস্
বন্ধ হইবার চায়। একখানা কালা ছায়া হগল সময়
আমারে জুলুম করে। হায় খোদা, কালা
খুন ঝরে শরীল থাইকা ঝরে হগল সময়।
বাজান গো, তুমি ক্যান আনলা আমারে
পাথরের শহরে, এহানে
আমি আর থাকবার পারুম না। আমারে দেহায়
ডর এক কালা ছায়া হারা দিন হারা রাইত, বাজান।