দীপিতা এক ছোট্র মেয়ে
আমার কাছে থাকে।
পাখির সুরে সুর মিলিয়ে
‘দাদ্দু’ আমায় ডাকে।
দীপিতা ওর খেলাঘরে
নিত্য করে খেলা,
সেই ঘরে সে বসায় রোজই
পুতুল রানীর মেলা।
খেলার মাঝে ডাকলে ওকে
লাগে না তার ভালো,
রাঙা মুখটি বিরক্তিতে
নিমেষে হয় কালো।
খেলায় খেলায় হামেশা তার
বেলাটা যায় উড়ে।
দীপিতা আর পুতুলগুলো
নাচে গানের সুরে।
পড়ার কথা বললে ওকে
দেয় সে জবাব হেসে-
“অ আ, ক খ সব পড়েছি
মেঘের কোলে ভেসে”।