আরো কিছু ছড়াগ্রন্থ

তারার মালা

জানি না এই ছোট্র মেয়ে চুপটি ব’সে
আকাশ থেকে কত্ত কিছু শিখছে।
আবার ঝুঁকে কলম দিয়ে শব্দ ঝেড়ে
নক্‌শা এঁকে কী যেন সব লিখছে।

ছোট্র মেয়ে দীপিতা ওর তুলির কাছে
কী-যেন আজ নতুন কিছু চাইছে,
গাছের পাতার নাচন দেখে দীপিতা খুব
মধুর সুরে মজার গান গাইছে।

দীপিতা এই সাঁঝের বেলা তারার ফুলে
চোখ-জুড়ানো একটি মালা গাঁথছে,
সেই মালাটি পাওয়ার আশায়
সবাই দীপুর কাছে দু’হাত পাতছে।

দীপু তারার মালা থেকে ফুল খুলে আজ
সব শিশুকে হাসি মুখে দিচ্ছে,
ছোট্র, মিষ্টি শিশুরা সব তারার ফুলের
মন-মাতানো অচেনা ঘ্রাণ নিচ্ছে।