১
ফুরফুরে এই ফটিক হাওয়ায়
উড়ছে উড়ুক চুল,
ফুটফুটে সব ফুটপাতে আজ
ফুটুক অচিন ফুল।
২
বর্ষা এলে বৃষ্টি বটে
বুটির মতো পড়ে।
কখনো বা বৃষ্টি ধারা
বর্ষা হয়ে ঝরে।
৩
ভরদুপুরে ফাঁকা ভিটায়
ভুতুম ডাকে নাকি?
ভূতের ভয়ে ভড়কে গেল
ভারিক্কি-এক পাখি।
৪
মাঝরাতে ঐ মেঘের ডুলি
হাওয়ায় নড়ে চড়ে
পরীর মতো মেয়ে নামে
ময়নামতীর চরে।