ভোরের আলোয় গাছে
তিনটি পাখি নাচে।
তাদের নাচন দেখে
খুকু নাচতে শেখে।
খুকু নাচের ফাঁকে
তিন পাখিকে ডাকে।
তিনটি পাখি হেসে
খুকুর সাথে মেশে।
খুকু ক’দিন পরে
ব’সে পড়ার ঘরে
শুনলো শব্দ কী-যে
দেখলো রক্তে ভিজে
গেছে গাছের তলা-
ছেঁড়া পাখির গলা।
তিনটি পাখি নেচে
উঠবে না আর ডালে।
নেই তো ওরা বেঁচে
পানি খুকুর গালে।