আরো কিছু ছড়াগ্রন্থ

উল্টো সুর

রোদের রেণু, চাঁদের আলো
চাই নে কিছুই চাই নে।
আঁধার ছাড়া কোনো কিছুই
নেইকো বাঁয়ে-ডাইনে।

ফুলের গন্ধ, ছড়ার ছন্দ
চাই নে কিছুই চাই নে,
বলছে কারা নাকি সুরে
‘মাটির তলায় ঠাঁই নে’।

গুণিজনের বিদ্যেবুদ্ধি
চাই নে পেতে চাই নে,
দাঁড়াই হেসে আমরা সবাই
মুরুক্ষুদের লাইনে।

পাতকুয়োতে বেশ তো আছি
অন্যকোথাও যাই নে
ময়ূরপঙ্খি নায়ে চেপে
সমুদ্দুরে বাই নে।

গায়ের কাপড় মুখের অন্ন
চাই নে কিছুই চাই নে,
বাদ দিয়েছি সব কিছু ভাই
যাচ্ছেতায়ের আইনে।