2 of 2

৭২. কুনিয়াত বিশিষ্ট বদরী সাহাবীগণের নাম

কুনিয়াত বিশিষ্ট বদরী সাহাবীগণের নাম

(যাদের নামের পূর্বে “আবৃ’ আছে) আবু উসায়দ মালিক ইবন রাবীআী। তাঁর আলোচনা পূর্বে এসে গেছে।

আবুল আওয়ার ইবন হারিছ ইবন জালিম নাজ্জারী। কিন্তু ইবন হিশাম লিখেছেন : আবুল আওয়ার হারিছ ইবন জালিম। আর ওয়াকিদী লিখেছেন : আবুল আওয়ার কাআব ইবন হারিছ ইবন জুনদুব ইবন জালিম।

আবু বকর সিদীক। পূর্বেই বলা হয়েছে যে, তার নাম ছিল আবদুল্লাহ ইবন উছমান।

৪. আবু হাব্বা ইবন আমর ইবন ছাবিত। তিনি ছিলেন বনু ছাল বা ইবন আমর ইবন আওফ

আনসারী গোত্রের লোক। আবু হুযায়ফা ইবন উতত্বা ইবন রাবীআ— মুহাজির ৷ কেউ কেউ বলেছেন, তার নাম ছিল

মাহশাম। আবুল হামরা। তিনি হারিছ ইবন রিফাআ ইবন আফরার আযাদকৃত গোলাম। আবু খুযায়মা ইবন আওস ইবন আসরাম আন-নাজ্জারী। আবু সুবরা। আবু রুহম ইবন আবদুল উষযার আযাদকৃত গোলাম ও মুহাজির। আবু সিনান ইবন মিহসান ইবন হারছান। তিনি ছিলেন উক্কাশার ভাই। বদর যুদ্ধে তার

সাথে তাঁর পুত্ৰ সিনানও ছিলেন। আর তিনি ছিলেন মুহাজির। 1. আবুস সিয়াহ ইবন নুমান। কারও কারও মতে, তার নাম ছিল উমােয়র ইবন ছাবিত ইবন নুমান ইবন উমাইয়া ইবন ইমরুল কায়স ইবন ছ’লাবা। তিনি পায়ে আঘাত পেয়ে বাধ্য হয়ে বাস্তা থেকে মদীনায় ফিরে আসেন। রাসূলুল্লাহ্ (সা) তাকে গনীমতের অংশ দেন। খায়বারের যুদ্ধে তিনি শহীদ হন। আবু আরাফাজা। তিনি ছিলেন বনু জাহজাবির মিত্র। আবু কাবশা। তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর আযাদকৃত গোলাম ছিলেন।

আবু মারছাদ আল-গানাবী কুনান্য ইবন হুসাইন। পূর্বে তাঁর সম্পর্কে আলোচনা করা হয়েছে।

এসেছে।

১৬. আবু মালীল ইবন আযআর ইবন যায়দ আল-আওসী।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *