৫জ. গীতিসংগ্রহ – অভিসার

গীতিসংগ্রহ অভিসার

৫৮১

অভাগিনীর বন্ধুরে আন্ধারী দিকেতে তুমি যাইও না রে।।ধু।।
তুমি আন্ধারে গেলে পরে আমি থাকে ঘরে বারে
মুষল ধারে পরে জল ধারারে
যাইতে গোয়ালপাড়া পথে পথে আছে কাটা রে
চরণে ফুটিলে পাইবায় ব্যাথরে।
ভাবিয়া রাধারমণ বলে বন্ধু যাউকা বেরা পাথারে
রাজপন্থে গেলে খাইবা ধারারে।

গো (১১৬), য/১৩৩

৫৮২

তোরা কে যাবে গো আয় শ্যাম দরশনে
আমি যাই নিকুঞ্জ বনে।।ধু।।
মন হইয়াছে উন্মাদিনী যেন মণিহারা ফণী
বিলম্ব আর সহে না প্ৰাণে।।
হরি অভিসারণ পরম গহণ বন কুসুম
শ্রীরাধারমণ করতেছি নিবেদন শ্যাম মিলায়

য/ ৫৪

৫৮৩

শুন শুন বিনোদিনী আমার বচন
ঘন ঘন বাজে বাঁশি গহন কানন
চল চল নিকুঞ্জেতে করি গো গমন
লহ লহ বনফুল সুগন্ধি-চন্দন।
হেটে যেতে পথে করে কুসুম চয়ন
নানা গন্ধে সাজাইব কুসুম শয়ন।
সাজ সাজ সব সখী আন আভরণ
সাজি লো শ্ৰীমতী রাধা মোহিত মদন।
ওগো রাধে বিধুমুখী পৈরো গো বসন
শুভস্য শীঘ্ৰং কহে শ্ৰী রাধারমণ।

য/১১৮

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *