উবায়দা ইবন হারিছ ইবন আবদুল মুত্তালিব (রা)-এর অভিযান
ইবন জারীর বলেন? ওয়াকিদী ধারণা করেন যে, নবী (সা) এ বছর অষ্টম মাসের মাথায় শাওয়াল মাসে উবায়দা ইবন হারিছ (ইবন আবদুল মুত্তালিব ইবন আবদ মানাফ)-এর নেতৃত্বে একদল মুজাহিদ প্রেরণ করেন এবং তাদেরকে ‘বাত্নে রাবিগ”২ অভিমুখে রওনা হওয়ার নির্দেশ দান করেন। এ দলের সাদা পতাকা ছিল মিসতাহ ইবন আছাছার হস্তে। তারা জুহাফার দিকে ছানিয়া আল-মুররা পর্যন্ত পৌছেন। এ দলে ছিলেন ৬০ জন মুহাজির–কোন আনসারী ছিলেন না। “আহিয়া’ নামক জলাশয়ের কাছে তারা মুশরিক বাহিনীর মুখোমুখি হন। তাদের মধ্যে তীর
১. ইবন সাআদ বলেন, : এটাই ছিল ইসলামের ইতিহাসে প্রথম পতাকা। ২ জুহফা থেকে কুদায়দ অভিমুখে যাওয়ার পথে ১০ মাইল দূরবতী একটি স্থান।
ছোড়াছড়ি হয়, কোন সংঘর্ষ হয়নি। ওয়াকিদী বলেন, মুশরিকরা সংখ্যায় ছিল দু’শ’ জন এবং তাদের নেতা ছিল আবু সুফিয়ান সাখার ইবন হারব। আমাদের মতে এটাই বিশুদ্ধ কথা। কেউ কেউ বলেন যে, তাদের নেতা ছিল মুকরিয ইবন হাফস।