হামযা ইবন আবদুল মুত্তালিব (রা)-এর অভিযান
ইবন জারীর বলেন, : ওয়াকিদী ধারণা করেন যে, রাসূলুল্লাহ (সা)-এ বছর রমযান মাসে হিজরতের সাত মাসের মাথায় সাদা রঙের পতাকা দিয়ে ৩০জন মুহাজিরের একটি দলকে কুরায়শের বণিক কাফেলাকে ঠেকাবার জন্য প্রেরণ করেন। আবু জাহলের নেতৃত্বে পরিচালিত তিনশ’ জন কুরায়শী কাফেলা হযরত হামযার মুখোমুখি হয়। মাজদী ইবন আমরের মধ্যস্থতার ফলে কোন সংঘর্ষ হয়নি। রাবী বলেন, হযরত হামযার পতাকা-১ বহন করেন আবু মারছাদ আল-গানাবী।