কলকাতা কালচার
প্রথম সংস্করণ
‘কলকাতা কালচার’ সম্বন্ধে বক্তব্য বিষয় বিশেষ কিছু নেই। ‘কালপেঁচার নকশা’ যাঁরা পড়েছেন তাঁরা লক্ষ করেছেন নিশ্চয় যে, নকশাগুলির মধ্যে কলকাতার লোকসমাজকে একটি বিশিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখবার চেষ্টা করেছি। গোড়া থেকেই আমার লক্ষ্য ছিল কলকাতা শহর—যে কলকাতা শহরে আমি জন্মেছি, যে কলকাতার লোকসমাজে আমি মানুষ হয়েছি এবং কলকাতা কালচারের আমি একজন নিম্নমধ্যবিত্ত উত্তরাধিকারী। ছেলেবেলা থেকে আমার অস্পষ্টভাবে মনে হয়েছে, কলকাতা শহরটাই যেন সারা বাংলা দেশ। পরে দেখেছি, কলকাতার বাইরেও বাংলা দেশ আছে। কিন্তু তবু মনে হয়েছে, বাঙালি জীবনের প্রধান রঙ্গমঞ্চ কলকাতা শহরকে বাদ দিয়ে নব্যযুগের বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের ধারা বিশ্লেষণ করা সম্ভব নয়। এই রঙ্গমঞ্চের অভিনয় সাধারণ দর্শকের দৃষ্টিতে দেখেছি ‘কালপেঁচার নকশা’য়, আর তার বিচার—বিশ্লেষণ করেছি, ‘কলকাতা কালচার’—এ। দৃষ্টিভঙ্গি বদলায়নি, প্রকাশভঙ্গি বদলেছে, যতটুকু না বদলালে নয় ততটুকু। রুক্ষমূর্তি ‘ইতিহাসের’ চোখরাঙানি নেই কোথাও, যদিও ‘কলকাতা কালচার’ আগাগোড়া ইতিহাসের ধারা ছাড়া কিছু নয়।…
বিনয় ঘোষ
শ্রাবণ ১৩৬০