২৭. আলো-আঁধার

আলো-আঁধার

১. ঈশ্বরের ছায়া হচ্ছে আলো।

–প্লেটো

২. প্রত্যেকটি আলোর পেছনেই ছায়া আছে।

–এইচ. জি. ভন

৩. আলোর পেছনে ছায়া থাকে।

–লংফেলো

৪. এমনকি চুলের একটা নিজস্ব ছায়া আছে।

–ডব্লিউ. এস. ন্যাপস লে

৫. অন্ধকার নাহি যায় বিবাদ করিলে

মানে না বাহুর আক্রমণ; একটি আলো-শিখা সুমুখে ধরিলে নীরবে করে সে পলায়ন।

–রবীন্দ্রনাথ ঠাকুর

৬. আলো কখনো লুকানো যায় না, তা অন্ধকার বিচূর্ণ করে উদ্ভাসিত হবেই।

–টমাস উইলিয়াম পার্সন

৭. আলোকে অন্ধকার লুকিয়ে রাখতে পারে না।

ইয়ঙ্গার

৮. আলোতে আলো সুস্পষ্ট নয়, কিন্তু অন্ধকারে সে চিরউজ্জ্বল।

এডমণ্ড বার্ক

৯. আলোকে যতদূর সম্ভব ঊর্ধ্বে তুলে ধরো।

থিওডোর রুজভেল্ট

১০. একটি কাঠি পোড়ানোর আলোও তারাকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু তারা আবার দেখা যাবে।

–ভলতেয়ার

১১. আলো তার পদচিহ্ন
আকাশে না রাখে,
চলে যেতে জানে তাই
চিরদিন থাকে।

–রবীন্দ্রনাথ ঠাকুর

১২. আলো থেকে কাউকে বঞ্চিত কোরো না, কারণ অন্ধকারের জ্বালা বড় দুঃসহ।

–রজার ‘ব।

১৩. অন্ধকারকে ভয় কোরো না, কবরের ভয়াবহ অন্ধকারের কথা চিন্তা করো।

বায়রন

১৪. আলো আমার আলো–এটাই মানুষের প্রার্থনা হওয়া উচিত।

–এলেইন

১৫. দিনে আমরা সে পরিশ্রম করি, ক্লান্ত হই, রাতের বুকে আশ্রয় বিশ্রাম ও সম্ভোগের সুখে তার সবটুকু প্রায় ধুয়ে-মুছে যায়।

অজ্ঞাত

১৬. মানুষ সারাজীবন আলো আলো করে কেবল ক্রন্দনই করে, কিন্তু আসল আলোর সন্ধান সবাই পায় না, কেউ কেউ পায়।

লাওয়েল

১৭. আলোই সত্য, সত্যই আলো।

মিশেল কোয়াস্ত

১৮. অন্ধকার থেকে যে বেরিয়ে আসতে পারে, সে-ই আলোকের সন্ধান পায়।

মৈত্রেয়ী দেবী

১৯. আলো আমার আলো–এটাই মানুষের প্রার্থনা হওয়া উচিত।

এলেইন

২০. কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে
ভাই বলে ডাক যদি দেব গলা টিপে।
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদ,
কোরোসিন শিখা বলে, এসো মোর দাদা

–রবীন্দ্রনাথ ঠাকুর

২১. রাত্রিবেলায় কুৎসিত মেয়ে বলতে কিছু নেই।

–ওভিদ

২২. লণ্ঠনের আলো যতই উজ্জ্বলতা এবং প্রখরতা দান করুক না কেন, মোমের আলোর মতো স্নিগ্ধতা দিতে পারে না।

–টমাস বেডিং ফিল্ড

২৩. আলো বলে, “অন্ধকার তুই বড় কালো।”
অন্ধকার বলে, “ভাই তাই তুমি আলো।”

–রবীন্দ্রনাথ ঠাকুর

২৪. জেনে শুনে ছুটি মোরা আলেয়ার পিছে।
সে আলো নিভিলে তাই কান্নাকাটি মিছে।

–প্রমথ চৌধুরী

২৫. মোমবাতি নিজে যতটুকু আলো পায় তারচেয়ে বেশি বিলিয়ে দেয়।

–এইচ. জি. ভন

২৬. সূর্যের আলো যখন প্রখর হয় তখন চাঁদকে দেখা যায় না।

–জন রে

২৭. আলোর জগৎটাই বর্তমানকালের মানুষের একমাত্র গন্তব্যস্থান হওয়া উচিত।

–উইলিয়াম পিট

২৮. আলো ও বাতাস ছাড়া কুয়াশা কখনো দূরীভূত হয় না।

ভেনোম

২৯. চোখ বন্ধ করলেই তুমি অন্ধকার দেখবে, কাজেই তুমি চোখ খোলা রাখো।

–উইলিয়াম মরিস

৩০. সূর্যাস্তকে পূজা করার চেয়ে সূর্যোদয়কে পূজা করা অধিক বাঞ্ছনীয়।

–ডেভিড গোরিক

৩১. সকালের আলো দেখে সারাদিনের পূর্বাভাস দেয়া যায়। রেজাউর রহমান ৩২. আলো ঈশ্বরের প্রতিচ্ছবি আর আঁধার হল পাপের ছায়া।

বি. সি. রায়

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *