প্রথম খণ্ড – পরিশিষ্ট
পরিশিষ্ট
পুস্তকস্থ ঘটনাবলীর সময়-নিরূপক তালিকা
সাল | খ্রীষ্টাব্দ | ঘটনা |
১১৮১ | ১৭৭৫ | শ্রীযুক্ত ক্ষুদিরামের জন্ম। |
১১৯৭ | ১৭৯১ | শ্রীমতী চন্দ্রাদেবীর জন্ম। |
১২০৫ | ১৭৯৯ | শ্রীমতী চন্দ্রাদেবীর সহিত শ্রীযুক্ত ক্ষুদিরামের বিবাহ – ক্ষুদিরামের বয়স ২৪ বৎসর ও চন্দ্রাদেবীর বয়স ৮ বৎসর। সন ১২৮২ সালে ৮৫ বৎসর বয়সে চন্দ্রাদেবীর মৃত্যু। |
১২১১ | ১৮০৫ | শ্রীযুক্ত রামকুমারের জন্ম। অতএব রামকুমার ঠাকুরের অপেক্ষা ৩১ বৎসরের বড়। |
১২১৬ | ১৮১০ | শ্রীমতী কাত্যায়নীর জন্ম। |
১২২০ | ১৮১৪ | শ্রীযুক্ত ক্ষুদিরামের কামারপুকুরে আসিয়া বাস করা। তখন ক্ষুদিরামের বয়স ৩৯ বৎসর। |
১২২৬ | ১৮২০ | রামকুমারের ও কাত্যায়নীর বিবাহ। |
১২৩০ | ১৮২৪ | শ্রীযুক্ত ক্ষুদিরামের ৺রামেশ্বর-যাত্রা। |
১২৩২ | ১৮২৬ | শ্রীযুক্ত রামেশ্বরের জন্ম। অতএব তিনি ঠাকুরের অপেক্ষা ১০ বৎসরের বড়। |
১২৪০ | ১৮৩৪ | ২৪ বৎসর বয়সে কাত্যায়নীর শরীরে ভূতাবেশ। |
১২৪১ | ১৮৩৫ | শ্রীযুক্ত ক্ষুদিরামের ৺গয়াদর্শন। তখন তাঁহার বয়স ৬০ বৎসর। |
১২৪২ | ১৮৩৬ | ৬ই ফাল্গুন, শ্রীশ্রীরামকৃষ্ণদেবের জন্ম ব্রাহ্মমুহূর্তে। |
১২৪৫ | ১৮৩৯ | সর্বমঙ্গলার জন্ম। |
১২৪৯ | ১৮৪২ | শ্রীযুক্ত ক্ষুদিরামের দেহত্যাগ, ৬৮ বৎসর বয়সে। তখন ঠাকুরের বয়স ৭ বৎসর। |
১২৫৪ | ১৮৪৮ | রামেশ্বর ও সর্বমঙ্গলার বিবাহ। |
১২৫৫ | ১৮৪৯ | শ্রীযুক্ত রামকুমারের পুত্র অক্ষয়ের জন্মান্তে ৩৬ বৎসর বয়সে তৎপত্নীর মৃত্যু। তখন রামকুমারের বয়স ৪৪ বৎসর। |
১২৫৬ | ১৮৫০ | শ্রীযুক্ত রামকুমারের কলিকাতায় টোল খোলা। |
১২৫৯ | ১৮৫৩ | ঠাকুরের কলিকাতায় আগমন ও ঝামাপুকুর চতুষ্পাঠীতে বাস। |
১২৬২ | ১৮৫৫ | দক্ষিণেশ্বর কালীবাটী প্রতিষ্ঠা। |
১২৬৩ | ১৮৫৭ | শ্রীযুক্ত রামকুমারের মৃত্যু (৫২ বৎসর বয়সে)। |