1 of 2

১৯. রমলা সেনের কাছে

দীপা সত্যি কথা বলল, রমলা সেনের কাছে।

অমরনাথ এবার যেন একটু স্বস্তি পেলেন, সেই সকাল থেকে তোর জন্যে বসে আছি। কোথায় যাচ্ছিস হোস্টেলে বলে যাবি তো। বন্ধুর বাড়ি বললে কিছু বোঝা যায়! ওঁর কোন আত্মীয় আছে নাকি জলপাইগুড়িতে!

না, আত্মীয় নেই।

ও, সেই গেস্ট হাউসে, যেখানে থেকে পরীক্ষা দিয়েছিলি! না না, এভাবে হুটহাট গেস্ট হাউসে চলে যাওয়া ঠিক নয়। তোর ঠাকুমা শুনলে ঘুমাতেই পারবে না।

তুমি ভেতরে এসে বসবে?

দীপা দেখল যাতায়াতের পথে অনেকেই তাদের লক্ষ্য করছে। উল্টোদিকে কয়েকটা ছোকরা দিনরাত আড্ডা মারে তাদেরও নজর এখন এদিকে।

ভেতরেই তো বসেছিলাম এতক্ষণ। বলতে বলতে অমরনাথ দীপাকে অনুসরণ করলেন। বড়দির ঘরের পাশে একটা গোস্টরুম আছে। কোন গার্জেন এলে সেখানেই বসে; আজ যেহেতু হোস্টেলে ছাত্রী কম তাই সব ফাঁকা। অমরনাথের হাতে একটা বড় থলি ছিল। সেটা থেকে বই বের করে সামনে রাখলেন তিনি, এগুলো কিনে আনলাম এবার। লিস্টের বাকি বইগুলো সামনের মাসে দেখব।

বাড়ির সবাই কেমন আছে?

ভাল। তা তোর কলেজে শুনলাম গোলমাল হয়েছে, সবাই বাড়ি চলে গিয়েছে, তুইও চল। এখানে পড়ে থাকবি কেন? অমরনাথ সস্নেহে বললেন।

না। বাড়িতে গেলে পড়াশুনা হবে না। আমি ভালই আছি।

অমরনাথ মেয়েকে দেখলেন। এই কদিনেই যেন অনেক পাল্টে গিয়েছে। বিয়ের পর যা হয়নি হোস্টেলে এসে তাই হয়েছে। দীপা আর ছোট নেই। অমরনাথ ঘড়ি দেখলেন, হরদেববাবুর আসার কথা এখানে, দেরি করলে লাস্ট বাস পাব না।

হরদেববাবু কে?

অমরনাথ কি বলবেন বুঝতে না পেরে জবাব দিলেন, আমার পরিচিত।

তুমি কিছু খাবে? এখানে চা ওমলেট পাওয়া যায়!

ওমলেট? না থাক। আমি দুপুরে বেরিয়ে খেয়ে এসেছি। রুবি বোর্ডিং থেকে। হ্যারে, তোর কোন অসুবিধে হচ্ছে না তো?

না।

কলেজে ছেলেরা পড়ে, তারা কোনরকম বিরক্ত করছে না তো?

না।

তোর মামা কলকাতা থেকে চিঠি দিয়েছে। লিখেছে আই এ পাস করলে যদি চাস তাহলে কলকাতার কলেজে ভর্তি হতে পারিস। ওর ওখান থেকেই কলেজ করতে পারবি। অবশ্য রেজাল্ট ভাল হলেই– অমরনাথ থেমে গেলেন। তিনি যেখানে বসেছিলেন সেখান থেকে হোস্টেলের সদরদরজা দেখা যায়। কথা বলতে বলতে লক্ষ্য করেছিলেন হরদের উঁকি মারছেন। ঠিক শেয়ালের মত দেখাচ্ছে লোকটার মুখ। আজ দুপুরে রুবি বোর্ডিং-এ ভাত খেয়ে হরদেবের বাড়িতে গিয়েছিলেন তিনি। গতকাল ডাকে চিঠি পেয়েছিলেন যেন জলপাইগুড়িতে এলে দেখা করেন। হরদের তখন বাড়িতে ছিলেন না। কাছারিতে গিয়েছিলেন। লোকটা উকিল নয়। অথচ রোজ নাকি কাছারিতে যায়। অমরনাথ বলে এসেছিলেন তিনি মেয়ের হোস্টেলে থাকবেন। হরদেবকে দেখামাত্র তাঁর মনে হল মুগা সামনে একে না আনাই ভাল। তিনি উঠলেন, উনি এসে দিয়েছেন, আমি তাহলে চলি।

কিন্তু অমরনাথ সেই সুযোগ পেলেন না। হরদের ততক্ষণে ভেতরে ঢুকে দারোয়ানের সঙ্গে কথা বলছেন। হদিশ জেনে এগিয়ে এসেছেন গেস্ট রুমের দিকে, আরে আপনি যাওয়ার দু মিনিট আগে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। ছি ছি ছি। এই প্রথম গেলেন অথচ আপ্যায়ন করতে পারলাম না।

অমরনাথ এগিয়ে গেলেন, তাতে কি হয়েছে, আর একদিন হবে।

হরদের ততক্ষণে দীপার দেখা পেয়ে গিয়েছেন, বউমা?

হ্যাঁ, আমার মেয়ে। অমরনাথ সাত তাড়াতাড়ি সামাল দিতে চাইলেন।

তুমি কি খানিক আগে স্টেশন থেকে এলে?

না, না, ও কেন স্টেশনে যাবে? অমরনাথ প্ৰতিবাদ করলেন।

তাহলে আমি ভুল দেখেছি। তা কেমন পড়াশুনা হচ্ছে?

এবারও উত্তরটা অমরনাথ দিলেন, আর পড়াশুনা! রাজনীতি করে কলেজটাকেই বন্ধ করে দিল নেতারা। স্বাধীনতার আগে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার একটা কারণ ছিল। স্বাধীনতা পেয়ে নিজেদের মধ্যেই খেয়োখেয়ি শুরু হয়ে গেল। বলুন।

ওসব বাইরের ব্যাপারে মাথা ঘামিয়ে কোন লাভ নেই। মা। হরদের উপদেশ দিলেন, ছাত্রছাত্রীদের তপস্যা হল পড়াশুনা করা। টাকা পয়সাব চিন্তা নেই যখন তখন মন দিয়ে ওইটেই কর। ভালই হল আলাপ হয়ে। মাঝে মাঝে খোঁজ নিয়ে যাব।

দীপা চুপচাপ দাঁড়িয়েছিল। লোকটা তাকে বউমা বলল কেন? বউমা বলে শ্বশুরবাড়ির লোকজন। তাদের কারো সঙ্গে তো অমরনাথের সম্পর্ক থাকার কথা নয়। লোকটা তাকে স্টেশনে দেখেছে। সে অমরনাথের কাছে নিজে থেকে মিথ্যে বলেনি। কিন্তু আগ বাড়িয়ে পুরো সত্যিটাও জানায়নি। রাস্তায় একটি অল্পবয়সী মেয়েকে দেখে যে বৃদ্ধ মনে রাখে তার মানসিকতা কি রকম! আর টাকা পয়সার কথাটাই বা বলল কেন? সেটা তো একদম অমরনাথের ব্যাপার। দীপা বুঝতে পারছিল অমরনাথ লোকটাকে এখান থেকে সরিয়ে নিতে চান। কিছুতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তিনি। যাওয়ার আগে জানিয়ে গেলেন যে সামনের ববিবার বাজার করেই চলে আসবেন। আর ইতিমধ্যে যদি কলেজ দীর্ঘ দিনের জন্যে বন্ধ হয়ে যায় তাহলে চিঠিতে যেন সেটা জানায়। কলেজ বন্ধ থাকাকালীন দীপা যেন হোস্টেলের বাইরে না বের হয়। এটা ভাল দেখায় না এবং তিনি নিজেও পছন্দ করছেন না।

বাইরে বেরিয়ে একটু স্বস্তি পেলেন অমরনাথ, আপনি দীপকে বউমা বলে ডাকরেন না। তাহলে ও আপনাকে সন্দেহ করবে।

মানে? অমরনাথের দিকে অবাক হয়ে তাকালেন হরদেব।

হাঁটা শুরু করে অমরনাথ বললেন, প্রতুলবাবুর ব্যাপারটা ও মন থেকে মুছে ফেলেছে।

কি আশ্চর্য! মুছে ফেললেই হল? এখন তো ওর ঘন ঘন যাওয়া দরকার ওখানে।

কেন?

আপনাকে আর কি করে বোঝাবো! হাজার হোক আপনার মেয়ে ওই বাড়ির বউ। একমাত্র উত্তরাধিকারী। সে যদি বাড়িতে যায় তাহলে প্রতুলের মন নরম হবেই। সেই মেয়েছেলেটা যতই জ্বালুক তাড়িয়ে দিতে তো পারবে না। ঘন ঘন গেলে পুরো সম্পত্তি হাতে এসে যাবে।

কিন্তু এ কথাটা আমি ওকে বলব কি করে?

বলতে হবে। বোঝান। নিজে না পারেন পরবারকে দিয়ে বলান। অমরনাথবাবু লক্ষ লক্ষ টাকার সম্পত্তির মালিক হতে গেলে একটু মাথা নোয়াতে হয়। আর হ্যাঁ, আমার টাকাটা আমি পেয়ে গেছি। হরদের হাসলেন।

পেয়ে গেছেন মানে?

বাঃ, ব্যাঙ্ককে তো তখনই জানিয়ে দিয়েছিলেন আমার অ্যাকাউন্টে ওই পার্সেন্ট টাকা ট্রান্সফার করে দেওয়া যেন হয়। ওরা করে দিয়েছে।

অমরনাথ কিছু বললেন না। ব্যাপারটা ভাবতেই তাঁর ভাল লাগছিল না। কদিন থেকেই মনে হচ্ছে নেপোয় দই মারছে। দীপার ন্যায্য পাওনায় ভাগ বসাচ্ছে হরদেব। কিন্তু মুখের ওপরে কিছু বলতে সাহসও হচ্ছে না। খানিকটা হাঁটার পর তিনি জিজ্ঞাসা করলেন, দেখা করতে বলেছিলেন কেন? তেমন কিছু ঘটেছে কি?

হ্যাঁ। প্রতুলের শরীর আরও খারাপ হয়েছে। এখনও দূরে দূরে থাকলে পুরো সম্পত্তিটা বেহাত হয়ে যাবে। আপনার লাস্ট বাস কখন? হরদের জিজ্ঞাসা করলেন।

বেশী দেরি নেই। ঘাট পার হতে হবে। তিস্তার চরটাও কম নয়। বার্নিশে পৌঁছাতে সময় লাগবে। কি ব্যাপার?

ওঁরা কথা বলতে বলতে থানার মোড়ে এসে পড়েছেন ততক্ষণে। হরদের বললেন, আমি বলি কি যাওয়ার আগে আপনি প্রতুলের সঙ্গে দেখা করে যান। অসুস্থ মানুষ, গেলে খুশী হবে। প্রতুল যত খুশী হবে তত আমাদের মঙ্গল।

এই আমাদের শব্দটা মোটেই পছন্দ হল না অমরনাথের। তিনি ঘড়ি দেখলেন। বড়জোর মিনিট পনের সময় ব্যয় করা যেতে পারে। লোকটা খুব খারাপ মতলব দিচ্ছে না। প্ৰথমবার না হয়। ওকে টাকা দেওয়া হয়েছে, সম্পত্তি পেয়ে গেলে তো নগদ হাতে আসছে না তেমন। তখন দেওয়ার কথা চিন্তা করা যাবে। কিন্তু হাতে না আসা পর্যন্ত লোকটাকে চটানো ঠিক হবে না।

করলা নদীর পাড় ধরে তিনি ঝুলনা পুলের দিকে রওনা হলেন। তাঁর সঙ্গে সমান তালে পা চালাতে হরদেবের অসুবিধে হচ্ছিল। কোন মতে তাল রেখে তিনি বলতে লাগলেন, প্ৰতুল এখন শোওয়ার ঘরে, বাইরে আসে না। সেই হারামজাদীটা দরজা পাহারা দিচ্ছে। আমাকে ঢুকতে দেয়নি। আপনি কোন কথা শুনবেন না। বুঝেছেন?

অমরনাথ ঘাড় নাড়লেন। সেই মেয়েছেলেটাকে দেখার আগ্রহ তাঁর অনেকদিনের।

গেট পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন হরদেব। বাগানটার দিকে তাকিয়ে বললেন, আমি আর এগোবো না। তাতে হিতে বিপরীত হতে পারে। আমি অপেক্ষা করছি, আপনি ঘুরে আসুন।

মনে মনে তাই চাইছিলেন অমরনাথ। কথা না বাড়িয়ে তিনি বাগানের রাস্তায় পা রাখলেন। বেলা পড়ে আসছে। গাছের ছায়া বাড়িয়ে দিচ্ছে। বেশী সময় নষ্ট করলে আজ আর চা-বাগানে ফেরা যাবে না। ঘন ঘন ছুটি নেওয়া, সাহেব পছন্দ করছে না। কাল-সকালে তাঁকে কাজে যেতেই হবে। চারপাশে নজর বুলিয়ে হাঁটছিলেন তিনি। শহরের বুকে অনেকখানি জমি নিয়ে বাড়ি। বিক্রি করলে মন্দ দাম আসবে না। কিন্তু এর মধ্যেই বাগানের চেহারা বেশ খারাপ হয়ে উঠেছে। যত্ন নিচ্ছে না কেউ। অসুস্থতা শুধু মালিকের একার নয়।

অফিসঘরের দরজা বন্ধ। তার মানে ব্যবসা গুটিয়ে গিয়েছে। অমরনাথ বাইরের ঘরের বন্ধ দরজায় শব্দ করলেন। তিনবারের বার ভেতর থেকে সাড়া মিলল। একটি নারীকণ্ঠ জানতে চাইছে কে এল? অমরনাথ গলা তুললেন, দরজাটা খুলুন।

দরজা খুলল। মধ্যবযসী এক মহিলা আঁচলে শরীর ঢেকে সামনে এসে দাঁড়ালেন, কি চাই? জিজ্ঞাসা করেই বিরাট জিভ বের করে দাঁতে কাটলেন তিনি, ওমা, আপনি? আসুন ভেতরে আসুন।

অমরনাথ পালকেই বুঝে নিলেন। এরকম এক মহিলা প্রতুলবাবুকে কি করে কক্তা করল তা তিনি বুঝতে পারছিলেন না। গায়ের রঙ এবং মুখচোখের গড়ন দেখলে কাবও পুলক জগবে না। সম্বল বলতে শুধু স্বাস্থ্য। এত শক্ত বাঁধুনি অঞ্জলিরও কোনদিন ছিল না। অমরনাথ কিন্তু কিন্তু করে জিজ্ঞাসা করলেন, প্রতুলবাবু শুনলাম অসুস্থ। কেমন আছেন?

একই রকম। আপনি ভেতরে আসুন না!

অমরনাথ ভেতরে ঢুকলেন। বাড়িটার কোথাও কোন শব্দ নেই। এই মহিলার নাম আনা। এরকম নাম কোন মানুষেবা কি করে হয়? নিশ্চয়ই কোন গল্প আছে পেছনে। আনা জিজ্ঞাসা করল, আপনার মেয়ে ভাল আছে?

আছে। অমরনাথ উশখুশ করলেন। তারপর নিচু স্বরে বললেন, ওর ব্যাপারে আপনি যা করেছেন তার জন্যে–।

কিছুই করিনি। আমি। আর যদি কিছু করে থাকি নিজের জন্যেই করেছি। তা উনি অসুস্থ এ খবর কোথায় পেলেন? আনা জিজ্ঞাসা করল।

কিছুদিন আগেও তো আমি এসেছিলাম।

তা জানি। কিন্তু তখন তো উনি হাঁটাচলা করতেন। আপনাকে নিশ্চয়ই হরদের ঘোষাল খবরটা দিয়েছে। শয়তানেব জাহাজ।

অমরনাথ অবাক হলেন। এরা পবিত্সপবকে হারামজাদী এবং শয়তানের জাহাজ বলছে যখন, তখন মতান্তরের পেছনে নিশ্চয়ই কারণ আছে। তিনি ঘড়ি দেখলেন, আপনি যদি কিছু মনে না করেন, আমার তাড়া আছে, বাস ধরতে হবে, একবার ওঁকে দেখতে যেতে পারি কি?

কি কাণ্ড। এভাবে বলছেন কেন? আসুন। আপনার বেযই-এবা সঙ্গে আপনি দেখা করবেন তাতে আমি আপত্তি করব কেন? আনা তাকে পথ দেখিয়ে নিয়ে চলল। এত সহজে সাক্ষাতের অনুমতি পাওয়া যাবে তা হরদেবের কথা শুনে মনে হয়নি অমরনাথের।

একটা বিশাল পালঙ্কে শুয়ে আছেন প্রতুল বন্দ্যোপাধ্যায়। চট করে চিনে নেওয়া এখন মুশকিল। ভদ্রলোকের গায্যের চামড়াবা ওপর যেন কেউ কালো রঙ মাখিয়ে দিয়েছে। শরীরের বাহার এখন শেষ। চোখ বসে গিয়েছে। আনা ঘরে ঢুকে বলল, চেয়ে দ্যাখ, কে এসেছে। তোমার বেয়াই, যাঁর মেয়ের সর্বনাশ করেছিলে।

অমরনাথ হোঁচট খেলো। আনা যখন কথা শুরু করেছিল তখন মনে হয়েছিল বাইরের কেউ অসুস্থ স্বামীর কাছে এলে স্ত্রী এভাবেই পরিচয় করিয়ে দেয়। আন এখন তাহলে সেই ভূমিকা নিয়ে নিয়েছে। কিন্তু শেষ চারটে শব্দ কানে যাওয়ামাত্র ধারণাটা পালটে গেল।

প্রতুলবাবু কোনমতে মুখ ফেবালেন, দেখে বোঝা গেল অমরনাথকে চিনতে তাঁর কোন অসুবিধে হচ্ছে না। অমরনাথ বিছানার পাশে রাখা চেয়ারে বসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে। আপনার? এখন কেমন বোধ করছেন?

প্রতুলবাবু মাথা নাড়লেন, প্ৰায়শ্চিত্ত করছি। পুরোটাই করতে চাই যাতে পরজন্মে কোন দায় না থেকে যায়। বউমা কেমন আছে? গলার স্বর খুবই দুর্বল কিন্তু কথা বলার ধরনে বোঝা যাচ্ছে যে তাঁর বোধশক্তি চমৎকার রয়েছে। অমরনাথ বললেন, ভাল। কিন্তু ডাক্তার কি বলছে? রোগটা ধরতে পেরেছে কি?

প্রতুলবাবু মাথা নাড়লেন,  পেরেছে।

এরপর তিনজনেই কিছুক্ষণ চুপচাপ। অমরনাথ আনাকে জিজ্ঞাসা করলেন, এব। আগে তো দেখে গেলাম হাঁটাচলা করছেন লাঠি নিয়ে। এখন কি—?

আনা বলল, ধরে ধরে বাথরুমে নিয়ে যাই। ছাই ফেলতে তো ভাঙা কুলো আছিই। জলপাইগুড়ির সব বড় ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। বললাম, কলকাতায় চল তা ইনি এখান থেকে নড়বেন না।

অসুখটা কি?

প্ৰথমে তো সন্ন্যাস রোগ হতে হতে হয়নি। একদিকের কিছুটা পড়ে গিয়েছিল। সেটা সামলে তুলেছিলাম আমি। এখন শুনছি পেটে গলায় ঘা হয়েছে। পাতলা ঝাল নুন ছাড়া খাবার দিতে হচ্ছে।

আর কেউ আসেন না? ওঁর দাদা।

দু দিন এসেছিলেন। দুই ভাই-এর মধ্যে ঝগড়া দেখে আমি আসতে নিষেধ করেছি। অসুস্থ মানুষকে দেখতে আসছে না। সম্পত্তি হাতাতে? অমন আসার কোন দরকার নেই। ওঁর বন্ধু হরদের শয়তানটা আসতো আর কানের কাছে গুজর গুজুর করতো। দিন রাত বদ মতলব দিত। ওকে। আনা গড়গড় করে বলে যাচ্ছিস।

এইসময় অমরনাথের কানে প্রতুলবাবুর চিনচিনে গলা এল, হরদেবের সঙ্গে আপনার দেখা হয়? হরদেবের সঙ্গে?

অমরনাথ ঢোঁক গিললেন! হরদের সম্পর্কে আনার মনোভাব তিনি জেনেছেন। এমন লোকের সঙ্গে দেখাসাক্ষাৎ হয় জানলে এ বাড়িতে ঢোকা বন্ধ না হয়ে যায়। তিনি দুদিক বাঁচিয়ে বললেন, সেই যে যেদিন এসেছিলাম সেদিন দেখেছিলাম।

তাকে এড়িয়ে চলবেন। দু মুখো সাপ। প্ৰতুলবাবু চোখ বন্ধ করলেন।

অ্যাদ্দিনে চৈতন্য হল। অনেক বলে কয়ে ব্যবসা থেকে ভাগিয়েছিলাম। আনা বিজয়িনীর গলায় কথাগুলো বলল। অমরনাথের কৌতূহল হল, তিনি তো একসময় খুব বন্ধু ছিলেন প্রতুলবাবুর, মানে এমন শুনেছিলাম।

ঠিকই। আনা বলল, এ বাড়িতে আসতেন। শুধু ধান্দা নিয়ে। আমার শরীরে দু-দুবার হাত দেবার চেষ্টা করেছেন। ওঁর বিয়ে করা বউ-এর সঙ্গে ফসিট নাস্টি করতেন। তারপর যেই ইনি অসুখে পড়লেন অমনি আমার কানে মন্ত্র দিতে এলেন যদি আমি ওঁর সঙ্গে হাত মেলাই তাহলে একেবারে রাজধানী করে দেবেন। বুড়ো শেয়াল।

অমরনাথ মনে মনে শঙ্কিত হলেন। হরদেবের চরিত্রের এই দিকটা তিনি জানতেন না। এই লোক স্বার্থের জন্যে অনেক দূর যেতে পারে। ওঁকে দীপার হোস্টেলে দেখা করতে বলে তিনি অন্যায় করেছেন। আনা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। যাওয়ার আগে বলে গেল, আমি না। আসা পর্যন্ত উঠে যাবেন না। হাজার কুটুম মানুষ।

অমরনাথ ঘড়ি দেখলেন। সন্ধের সময়েও নৌকো ওপারে যায়। তখন আর সরাসরি চা-বাগানে যাওয়ার বাস পাওয়া যাবে না। ধুপগুঁড়িতে গিয়ে বদল করতে হবে কিন্তু প্রতুলবাবুকে একা পাওয়ার সুযোগ তো আর পারেন কিনা কে জানে! তিনি বললেন, আপনার ব্যবসাপাতির কি খবর?

হাতটা অসহায়ভাবে নাড়লেন প্রতুলবাবু, সব শেষ। এখন দিন গুনছি। এভাবে বেঁচে থাকার কোন মানে হয়?

এ কথা কেন বলছেন? চিকিৎসা নিশ্চয়ই আছে।

ছাই আছে। দিনরাত ওষুধ গিলছি। কি হচ্ছে? প্রতুলবাবু নিঃশ্বাস ফেললেন, কিন্তু মরতে আমার ইচ্ছে হচ্ছে না। সত্যি বলছি। চারদিকে এত কিছু ছড়ানো, আমার এত টাকা আর আমি অসময়ে মরে যাব?

মৃত্যুর কথা চিন্তা করবেন না।

করছি কি সাধে। ওই যে মেয়েছেলেটা আমার সেবা করছে, আজকাল তো ওর শরীরটাকেও এক মিনিট ছুতে পারি না। সমস্ত শরীরে ব্যথা আমার। কত কি ভোগ করার ছিল মশাই, আর হল না। প্রতুলবাবুর চোখের কোলে উপচে জল গড়িয়ে এল। স্তম্ভিত হয়ে গেলেন অমরনাথ। এই অবস্থাতে যে মানুষ বলে দিন গুনছি। তার এখনও ভোগের তৃষ্ণা মিটাল না? প্ৰায়শ্চিত্ত আর করে হবে?

তিনি জিজ্ঞাসা করলেন, স্থাবর অস্থাবর সম্পত্তির কোন বিলিব্যবস্থা করেছেন? একটা কিছু করে রাখা তো উচিত।

হুঁ করব। এখনই তো মরছি না। প্রতুলবাবু চোখ বন্ধ করেই বললেন।

অমরনাথ হোঁচট খেলেন। লোকটা বলে কি! তিনি কথা খুঁজে পাচ্ছিলেন না। প্রতুলবাবু এখন অত্যন্ত ক্লান্ত ভঙ্গিতে পাডে রয়েছেন। হঠাৎ মনে পড়ে যাওয়াতে অমরনাথ জিজ্ঞাসা করলেন, আমি মনে করতেন্তু পারছি না। আপনাকে জিজ্ঞাসা করেছি। কিনা, যখন আমার মেয়ে জলপাইগুড়িতে পরীক্ষা দিতে এসেছিল তখন কি আপনি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন?

প্রতুলবাবুর মাথা ঈষৎ নড়ল। অমরনাথ বুঝলেন, উনি হাঁ বললেন। তাই জিজ্ঞাসা করলেন, আপনার কি কিছু বলার ছিল?

প্রতুলবাবু বললেন, ছিল। তবে এখন আর নেই।

অমরনাথ উঠে দাঁড়ালেন। এরপাব। আর ফেরার উপায় থাকবে কিনা সন্দেহ। তিনি বললেন, যদি কোন প্রয়োজন হয় খবর পাঠাবেন, আমি তৎক্ষণাৎ চলে আসব।

প্রতুলবাবু এবার চোখ খুললে, আমি একবার বউমাকে দেখতে চাই।

অমরনাথ দুর্বল বোধ করলেন। প্রতুলবাবু তাঁর দিকে তাকিয়ে। তিনি বললেন, এ তো খুবই ভাল কথা। তবে, আমার মেয়ে বড় জেদী।

প্রতুলবাবু হাসলেন, এককালে মাংস কেনার আগে খাসিটাকে দেখতাম। যার ঘাড় শক্ত, জেদী, টুস মারছে আর গায়ের রঙ কালো সেটাকেই কাটতে বলতাম। জেদীদের পোষ মানাতে আনন্দ পেতাম তখন। আজ ক্ষমতা নেই, বিছানায় পড়ে আছি। কিন্তু আপনার মেয়েকে তো ভাল করে মনেও নেই। এই করছর সে নিশ্চয়ই অনেক বড় হয়েছে। আমার এই বিষয়সম্পত্তির সে একমাত্র উত্তরাধিকারিণী। আর একজন তো পাগল হয়ে হাসপাতালে। ওর সঙ্গে তাই আমি কথা বলতে চাই। যদি সে সারাজীবন বৈধব্য পালন করে তাহলে– ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলেন প্রতুলবাবু। অমরনাথ পাথরের মত দাঁড়িয়েছিলেন। পেছনে শব্দ হল। আনা ছোট একটা ট্রেতে চা আর মিষ্টি রেখে সামনে এসে দাঁড়াল, নিন, এগুলো খেয়ে নিন।

অমরনাথের যেন সম্বিত ফিরল, না না। আমার খুব দেরি হয়ে গেছে।

আরও একটু হোক। আনা হাসল, আচ্ছা, আপনি বরং বাইরের ঘরে বসে খাবেন আসুন। রুগীর সামনে–। আনা ট্রে নিয়ে বেরিয়ে গেল।

অমরনাথের আর দাঁড়াতে ইচ্ছে করছিল না। তিনি প্রতুলবাবুকে বললেন, আচ্ছা, আজ তাহলে চলি। নমস্কার। প্রতুলবাবু মাথা নাড়লেন।

বাইরের ঘরে পৌঁছে অমরনাথ দেখলেন টেবিলে চা মিষ্টি রেখে আনা দাঁড়িয়ে আছে। তিনি বললেন, এসবের কি দরকার ছিল। বাড়িতে যখন অসুস্থ মানুষ—।

বাঃ। কুটুম শুকনো মুখে ফিরে যাবে? আনা হাসল।

আমি তাহলে চা খাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়েই চা খেয়ে নিতে চাইলেন তিনি। কিন্তু আনা শুনল না, ওমা, বসে খান। এতে এ বাড়ির অকল্যাণ হবে।

অগত্যা বসলেন অমরনাথ। আনা খানিকটা তফাতে দাঁড়িয়ে। আনা জিজ্ঞাসা করল, আপনার মেয়ে তো জলপাইগুড়িতে থেকেই পড়ছে!

চায়ে চুমুক দিয়ে মাথা নেড়ে হ্যাঁ বললেন অমরনাথ।

আনা বলল, আপনাকে কয়েকটা কথা বলব।

অমরনাথ তাকালেন।

আনা হাসল, ওঁর অবস্থা তো বুঝতে পারছেন। এখন শুধু দিন গোনা। এত বিষয়সম্পত্তির বিলিব্যবস্থা কিছুই করছেন না। এদিকে শকুনগুলো ওৎ পেতে রয়েছে। মরলেই ঝাঁপিয়ে পড়বে। আমি একা মেয়েছেলে তাদের সঙ্গে লড়ব, কি করে বুঝতে পারছি না। আপনি যদি আমার পাশে দাঁড়ান। তাহলে ভাল হয়।

কি করতে হবে। আমাকে? অমরনাথ সতর্ক হলেন।

দেখুন অল্প বয়সে বিধবা হয়ে এ বাড়িতে এসেছিলাম। আমার যৌবন দিয়ে শুধু নয়, সেবা দিয়েও ওকে শান্তি দিচ্ছি। স্ত্রী ছিল। কিন্তু তার তো কোন ক্ষমতা ছিল না। আমার জীবনটা এ বাড়ির জন্যে খরচ করেছি। এই যে এখনও আমি এখানে পড়ে আছি তা শুধু মায়ার জন্যে। আমার শরীর কি বুড়ি হয়ে গিয়েছে, বলুন?

অমরনাথ মাথা নেড়ে না বুললেন।

তাহলে নিজেকে আমি বঞ্চিত করব কেন? আমি ওঁর সম্পত্তির ভাগ চাই। তবে একা নিতে চাইলে উনি দেবেন না। কিছুদিন হল খুব বউমা বউমা করছেন। আমি বাধা দিচ্ছি না। আপনি কোন ভাল উকিলকে দিয়ে একটা উইল কবান। সম্পত্তির ভাগ দুটো হবে। একটা আমার আর অন্যটা আপনার মেয়ের। উইলটা তাড়াতাড়ি করিয়ে ওঁকে দিয়ে সই করিয়ে নিতে হবে। ততদিন আমি ওঁকে আগলে রাখব। বুঝেছেন?

যদি প্রতুলবাবু সই না করেন?

বললাম তো, আমি এক চাইলে সই করবেন না। কিন্তু আপনার মেয়ে এলে মনে হয় না বলতে পারবে না।

কিন্তু উনি শর্ত দিয়েছেন যে দীপাকে বিধবা থাকতে হবে।

থাকবে। হিন্দু বিধবাকে ঘরের বউ করে কজন নেয়। আর সে তো আমার মত অশিক্ষিত নয় যে শুধু দাসীবৃত্তি করবে। সে পড়াশুনা করছে, মাথা উঁচু করে থাকবে। কিন্তু দ্বিতীয় স্বামীর ঝিগিরি করার চেয়ে এত সম্পত্তির দখল নিয়ে মর্জিমত চলতে পারবে। কেন, আপনার কি মেয়ের আবার বিয়ে দেবার ইচ্ছে আছে?

না, না। এখন তো সেই প্রশ্ন উঠতেই পারে না।

দেখুন বেয়াই মশাই, মেয়ে তো আপনার নিজের নয়। আর বয়স এমন কিছু হয়নি আপনার। এই সম্পত্তির আধভাগ পেলে আপনার জীবন বদলে যাবে। মেয়ে তো নামেই, ভোগ করবেন তো আপনিই। শুধু আমার সঙ্গে যুক্তি করে চলুন, কোন অসুবিধে হবে না। আনা মিষ্টি করে হাসল।

চা খাওয়া হয়ে গিয়েছিল। অমরনাথ উঠলেন, তাহলে আমি চলি।

আনা অমরনাথকে সঙ্গে নিয়ে বারান্দায় বেরিয়ে এল, তাহলে উইল করে আনছেন?

দেখি। বিড়বিড় করলেন অমরনাথ।

কি আশ্চৰ্য্য! আপনি এখনও দেখি বলছেন?

না, মানে উঁকিলের সঙ্গে কথাবার্তা বলতে হবে তো! ওঁর বিষয়সম্পত্তির পরিমাণ আমি জানিও না। সেসব তো পরিষ্কার করে উইলে লিখতে হবে?

তার জন্যে আপনি চিন্তা করবেন না। প্ৰথমবার যখন অসুখ থেকে উঠলেন তখন উনি একটা কাগজে সব লিখে উকিলবাবুকে দেবেন বলে ঠিক করেছিলেন। তারপর আবার অসুখে পড়তে সেটা আর দেওয়া হয়নি। সেই কাগজটা আমি সরিয়ে রেখেছিলাম। ওটা আমি আপনাকে দিতে পারি। আনা গম্ভীর গলায় বলল।

কাগজটা একবার দেখতে হয়।

আপনাকে আমি কিন্তু বিশ্বাস করছি।

ঠিক আছে।

আনা সঙ্গে সঙ্গে ভেতরে চলে গেল। হাঁটুর ওপর সিরসির করতে লাগল অমরনাথের। তিনি কি একটা ষড়যন্ত্রে সঙ্গে জড়িয়ে যাচ্ছেন! তা কেন হবে! প্রতুলবাবু নিশ্চয়ই সজ্ঞানে পড়ে সই করবেন। জালিয়াতিব কোন ব্যাপার নেই। এই বিশাল সম্পত্তির অর্ধেকটা তাঁর হস্তগত হতে যাচ্ছে। মনে হঠাৎ পুলক জাগল তাঁর। এখন আর আগুপিছু কোন ভাবনা মাথায় আসছে না। আনার সঙ্গে হাত মেলাতে কোন আপত্তি নেই। হরদের ঘোষালের চাইতে আনা শতগুণে ভাল। শকুনের মত দেখতে বুড়োর থেকে স্বাস্থ্যবতী যৌবন যাবো যাবো মহিলা তো চিবকালই শ্রেয়। এখন ওই কাগজে যদি বিশদ লেখা থাকে। তবেই বাঁচোয়া।

উইলের কথা মনে আসতেই উঁকিলের চিন্তা এল। জলপাইগুড়ির কোন উকিলকে তিনি চেনেন না। আসলে এতদিন কোর্ট কাছারি করতে হয়নি যাঁকে তিনি কি করে উকিল চিনবেন! কোট কাছারির কথা মনে পড়তেই হবদেবের মুখ যেন দেখতে পেলেন তিনি। অসম্ভব। হরদেবকে এসব কথা বলা যাবে না।

এইসময় আনা ফিরে এল তিন চাবটে ফুলস্কেপ কাগজ হাতে নিয়ে। এক পলক চোখ বুলিয়েই অমরনাথ বুঝতে পারলেন এটা একটা উইলের খসড়া। চটপট ভাঁজ করে সেটাকে পকেটে পুরে রাখলেন তিনি। তারপর বললেন, আমি সাতদিনের মধ্যেই একটা ব্যবস্থা করছি। কোন চিন্তা নেই।

আনা বলল, ভাল। তবে এভাবে পিছু টান নিয়ে আসবেন না। উইলের কাজ, হয়তো রাতে থেকে যেতে হতে পারে। সেক্ষেত্রে এই বাড়িতেই থাকবেন। অনেক ঘর পড়ে রয়েছে। কুটুম বলে লিজা করবেন না।

অমরনাথ মাথা নাড়লেন, না, না। সে পরে ঠিক করা যাবে।

পা বাড়াতে গিয়ে অমরনাথ দেখলেন একটা লোক সাইকেলে চেপে বাগানের মধ্যে দিয়ে আসছে। একেবারে তাঁর সামনে পৌঁছে সাইকেল থেকে নেমে লোকটা বলল, টেলিগ্ৰাম।

অমরনাথ মুখ ফিরিয়ে আনার দিকে তাকালেন। আনা বারান্দার প্রান্তে দাঁড়িয়ে আছে। সে ইশারায় অমরনাথকে টেলিগ্রাম নিতে বলল। লোকটার এগিয়ে দেওয়া খাতায় সই করে অমরনাথ টেলিগ্রামের খাতাটা আনার দিকে এগিয়ে ধরতে আনা বলল, ওমা, আমি লেখাপড়া জানি নাকি! একটু আধটু বাংলা পড়তে পারি। ওটা কি বাংলায় লেখা?

অমরনাথ খামের মুখটা খুলে কাগজটা বের করলেন। খবরটা পড়ে তিনি কি করবেন। বুঝতে পারছিলেন না। আনা পেছন থেকে জিজ্ঞাসা করল, কি লেখা আছে ওতে?

অমরনাথ মাথা নাড়লেন, উনি নেই।

কে নেই? দ্রুত বারান্দা থেকে নেমে এল আনা।

প্রতুলবাবুর স্ত্রী।

আনা থামকে দাঁড়াল। পলকেই তার মুখ গম্ভীর হয়ে গেল।

অমরনাথ বললেন, হাসপাতাল থেকে টেলিগ্ৰাম করেছে। মৃতদেহ ওরা আজ বিকেল পর্যন্ত রেখে দেবে বলে লিখেছে।

আজ বিকেল? বিকেল তো শেষ হয়ে গিয়েছে।

হুঁ।

দিন। হাত বাড়াল আনা। অমরনাথ টেলিগ্রামটা দিলেন। তারপর বললেন, এখন রওনা হলেও তো মৃতদেহ দেখা যাবে না। টেলিগ্রাম দেরি করে এসেছে। কি হয়েছিল তা অবশ্য লেখা নেই।

যাবে জানতাম। তবে এত তাড়াতাড়ি–।

পাগল মানুষের অবশ্য বেঁচে থাকার চেয়ে যাওয়াই মঙ্গল।

হ্যাঁ। বেঁচে গেল।

কিন্তু এখন তো ওঁর কাজকর্ম করতেই হবে। অশৌচ বলে কথা।

কিসের অশৌচ?

বাঃ। বাড়ির বউ মরে গেলে অশৌচ হবে না?

আপনার মেয়েকেও তাহলে সেসব মানতে হয়। মানবো?

অমরনাথ আকাশের দিকে, তাকালেন। মনে মনে বললেন না মানাব তো কারণ কিছু নেই। জন্ম ও বিবাহসূত্রে যে আত্মীয়তা তা কি কখনও অস্বীকার করা যায়? তাঁর মনে হল ব্যানার্জীবাড়ির ব্যাপারে দীপার যে তীব্র আপত্তি রযেছে তা নরম করার জন্যে এই খবরটাকে ব্যবহার করা যায়। যদিও মেয়ের ওপর তিনি এ ব্যাপারে আস্থা রাখতে পারছেন না। কিন্তু সম্পত্তি পাওয়ার ব্যাপারে অশৌচ পালন কবাটা অত্যন্ত জরুরী। তিনি জবাব দিলেন, মানতেই হবে।

কিন্তু আমি বলছি মানব কোন দরকার নেই? আনা বলল।

মানবে না? হতভম্ব অমরনাথ।

না। কারণ উনি মারা যাননি।

কি আশ্চর্য! টেলিগ্রাম–।

টেলিগ্রাম এসেছে। কিন্তু তাতে অন্য কথা লেখা আছে। ওঁর শরীর খারাপ হয়েছে। হাসপাতাল থেকে তাই জানিয়েছে। মারা যাওয়ার খবর আপনি আর আমি ছাড়া কেউ। জানবে না। যদি তাই হল তাহলে অশৌচ কিসের?

এসব তুমি কি বলছ? আর আপনি নয়। কাজের মেয়েছেলেকে তুমি বলা উচিত, অমরনাথের অবচেতন মন জানিয়ে দিল।

ঠিকই বলছি। খবরটা কত পেলে আর উইলে সই করা পর্যন্ত বেঁচে থাকবেন ভেবেছেন? সারা জীবন যাদের ওপর অত্যাচার করেছেন এখন তাদের জন্যে ওঁর বুক ফেটে যাচ্ছে। দিনরাত অনুতাপ করছেন। এইসময় খবরটা শুনলে হয়তো হার্ট ফেল করে ফেলবেন। আপনি তা চান? আনাকে খুব হিংস্ৰ দেখাচ্ছিল।

না, না। তা নয়!

আমি ওকে মেরে ফেলতে দের না। আপনি আপনার মেয়ের ভাল না চাইতে পারেন। আমি আমার স্বাৰ্থ দেখব।

খবরটা তো একদিন দিতে হবে।

উইল হয়ে, যাওয়ার পাব। শুনুন, আমি একদিন আপনার মেয়েকে বাঁচিযেছিলাম! যদি সত্যি সেটা মনে বাখেন তাহলে যা বলছি তাই শুনুন। এই মৃত্যুসংবাদ আমরা দুজন ছাড়া কেউ জানবে না। কথা দিন।

বেশ। অমরনাথ সম্মোহিতে্যুব মত উচ্চারণ করলেন।

তাহলে সাতদিনের মধ্যে উইল আর উকিল নিয়ে আসুন। আনা দ্রুত পায়ে ভেতরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। মন খুব খারাপ হয়ে গিয়েছিল অমরনাথের। সম্বন্ধ করতে আসার দিন দেখা মহিলাকে মনে পড়েছিল। হাঁটতে হাঁটতে গেটের কাছে আসার সময় ভাবছিলেন অদ্ভুত মানুষের জীবন। বেঁচে থেকে যে স্বীকৃতি পায়নি মরে গিয়েও তা হারাল।

এই যে মশাই। আমি তো ভাবলাম ওখানেই রাত কাটাবেন। গলা কানে আসতেই অমরনাথ হরদেবকে দেখতে পেলেন। গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে ঘিনঘিনে ভাবে এল। তিনি বললেন, চলি। অনেক দেবি হয়ে গিয়েছে।

কথা হল?

তেমন নয়।

টেলিগ্রামটা কিসের বলুন তো? আপনি তো সই করে নিয়েছেন দেখলাম।

ওঁর  স্ত্রী খুব অসুস্থ। কথাটা বলেই অমরনাথের মনে হল তিনি পাঁকের মধ্যে নেমে পড়লেন।

হরদের বলল, ওই মেয়েছেলেটা কি বলল? ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে চাইছে। আমাকে তো চেনে না বাছাধন!

অমরনাথ হাত জোড় করলেন, এবার আমাকে যেতে দিন শেষ নৌকে : য়তো ছেড়ে যাবে  উত্তরের অপেক্ষাব্য না থেকে তিনি প্ৰায় দৌড়াতে লাগলেন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *