চারদিন পৃথিবীটাকে দ্যাখেনি দীপা। এই চারদিনে কালীপুজো হয়ে গেল, তার ভাসানও শেষ হল। অথচ একটি বারের জন্যেও দীপা যেতে পারেনি মণ্ডপে। মণ্ডপে কেন, দিনের আলোয় সে বেরিয়ে আসেনি মনোরমার ঘর থেকে। প্রথম দিন প্রচুর কান্নাকাটি, চিৎকার করেও যখন কাজ হয়নি তখন চুপচাপ হয়ে গিয়েছিল সে।
অঞ্জলি একটু আপত্তি তুলেছিল। এখন তো কেউ এসব মানে না। সে নিজেও এইসময় ঠাকুরঘরে যাওয়া ছোডা প্ৰায় সব কাজই করে থাকে। শুভকাজ বা পুজোআচাঁতে সক্রিয় অংশ না নিলেই হল। কিন্তু মনোরমা এসব কথায় কান দেননি। তাঁর বক্তব্য হিন্দু মেয়েকে যে নিয়মটা মানতে হয় প্রথমবার থেকেই দীপাকে সেটা শেখানো উচিত। তাছাড়া বিয়ের পর যে বাড়িতে ও যাবে সেখানে যদি পুরোনো নিয়মকানুন মানা হয় তাহলে তা না জানলে মেয়েই বিপাকে পডবে। অঞ্জলি আর কথা বাড়ায়নি। তবে সে নিজেও আর কালীপূজোর মণ্ডপে যায়নি এবার। মাটিতে কম্বল পাতা হয়েছে পাটি ছড়িয়ে! সন্ধের পর সে বাথরুমে যেতে পারে। স্নান করবে সেইসময় তেল সাবান না মেখে। এমন কি ক্ষুদে দুটোরও এই কদিন নিষেধ ছিল মনোরমার ঘরে ঢোকার। সত্যসাধন মাস্টার এসে এসে ফিরে যাচ্ছেন। আজ সকালে তিনি জানতে চেয়েছিলেন কি ধরনের অসুখ মেয়েটার যে তাকে দেখাই যাচ্ছে না। কঠোর মুখে মনোরমা জানিয়েছিলেন, ওইটা মেয়েলি ব্যাপার। বয়স্ক মানুষটি বুঝে নিয়ে আর কথা বাড়ননি। কালীপুজোর গভীর রাত্রে অমরনাথ মনোরমাকে ঘুম থেকে তুলে বলেছিলেন, এখন তো গভীর অন্ধকার। যদি অনুমতি দাও তাহলে ওকে নিয়ে দূর থেকে মাকে দেখিয়ে নিয়ে আসি। পুজো শুরু হয়ে গিয়েছে।
মনোরমা মাথা নেড়েছিলেন, ওর খুব যন্ত্রণা হচ্ছে। হাঁটতে পারবেনা।
বিচলিত অমরনাথ জিজ্ঞাসা করেছিলেন, যন্ত্রণা হচ্ছে! ডাক্তার ডাকব?
না, না। ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না।
মনোরমা মুশকিলে পড়েছিলেন তার পরেই। দরজা থেকে বাবা চলে যাওয়ার পর সে প্রথম কথা বলল। সারাদিন অনেক কেঁদেছে, ঝামেলা করেছে কিন্তু তাতে মনোরমা একটুও বিচলিত হননি। বিছানায় উবু হয়ে বসে দীপা জিজ্ঞাসা করল, ঠাকুমা, আমার যা হয়েছে তা কি নিজের ইচ্ছেয় হয়েছে?
এসব কি ইচ্ছেয় হয়? বিধাতা পুরুষ সৃষ্টি করেছেন যেমন প্রকৃতিও তিনিই সৃষ্টি করেছেন। তোর যা হয়েছে তা না হলে নারী প্রকৃতি হয় না। ওটা হয় আপনা আপনি, সময় হলেই। মনোরমা শান্ত গলায় বলে ঘুমাবার উদ্যোগ নিলেন।
তাহলে আমাকে ঘরে বন্দী হয়ে থাকতে হবে কেন? আমার তো দোষ নেই।
দোষগুণের ব্যাপার নয়। এইসময় রোদ হাওয়া শরীরে লাগা ঠিক নয়।
যাদের লাগে তাদের কি হয়?
শরীর খারাপ করে।
মার তো করে না।
মনোরমা ঠোঁট কামড়ালেন, বড়দের কথা আলাদা।
আমাকে তেল সাবান মাখতে নিষেধ করেছ কেন?
ওগুলো মাখলে চিত্ত চঞ্চল হয়। এই সময় মন শান্ত রাখা দরকার।
চিত্ত চঞ্চল মানে?
সে তুই বুঝবি না।
মা তো সারামাস তেল সাবান মাখে, মায়ের চিত্ত-চঞ্চল হয় না?
এত কথা আমি বলতে পাব না। এবার ঘুমাতে দাও।
তুমি আমাকে নিরামিষ খেতে দিচ্ছ কেন?
এখন খেতে হয়।
কেন খেতে হয়?
শরীর ঠাণ্ডা থাকে।
আমার শরীরকে ঠাণ্ডা কবার কোন দরকার নেই।
সেটা আমি বুঝব।
আমার শরীর আর তুমি বুঝবে?
যদ্দিন তুমি বড় না হও তদ্দিন বুঝব।
আমি বড় হয়ে তোমার এইসব নিয়মকানুন। একদম মানব না। সব বাজে। খুব খারাপ।
পঞ্চম দিনে মেয়ে যখন স্নান করল তখন অমরনাথ খুব অবাক হলেন। এই কদিনের অন্ধকার ঘরে বাস করে মেয়েটা যেন নিস্তেজ হয়ে গিয়েছে। মুখে একটা কালচে গাম্ভীৰ্য এসে গেছে এর মধ্যে। হাঁটা চলায় ছটফটানি উধাও। রাত্রে অঞ্জলির মুখে শুনলেন আজ সত্যসাধনবাবু পড়াতে এসে খুব বকাঝকা করেছেন দীপাকে অন্যমনস্ক হবার জন্যে। আর বিকেল বেলাতেও মেয়ে বারান্দা থেকে নামেনি। ওর বন্ধুবা মাঠে বসেছিল, একবারও যায়নি তাদের কাছে। অঞ্জলি বলল, এত তাড়াতাড়ি মেয়েটা পাল্টে যাবে ভাবিনি। তোমার মা বাপ খুব বাড়াবাড়ি করেছেন। আমার নিজের ব্যাপারটা এত সাধারণ ছিল যে তখন কি ঘটেছিল আজ মনেই নেই। এ যেন জোর করে ওইটুকুনি মেয়ের মনে সব ঠেসে দেওয়া।
অমরনাথ মুখ ফেরালো, ওইটুকুনি মেয়েকে বিয়ে দিতে তো তোমার আপত্তি নেই। হকচকিয়ে গেল অঞ্জলি, আমি ওর ভাল চাই। পরে বড় হলে ভাল বিয়ে যে হবেই তা তুমি নিশ্চয় করে বলতে পার? তখন মনে হবে আমরাই ওর ক্ষতি করলাম!
এখনই বিয়ে দিয়ে যে উপকার করবে তাই বা বলছ কি করে? যা হোক কাল সকালে একবার ফ্যাক্টরি থেকে ঘুরে এসে আমি জলপাইগুড়িতে যাচ্ছি। অমরনাথ চোখ বন্ধ করলেন বিছানায় শুয়ে।
অঞ্জলি আর একটা কথা বলতে গিয়ে কিন্তু কিন্তু করল খানিক। তারপর বলেই ফেলল, যদি আমি তোমার সঙ্গে যাই খুব অসুবিধে হবে?
তুমি যাবে মানে?
নিজের চোখে দেখে আসি। তুমি তো একটা দেখলে আর একটা দেখবে না।
সাইকেল থেকে নেমে সেটাকে স্ট্যান্ডে রেখে অমরনাথ ফ্যাক্টরির দরজায় পৌঁছে দেখলেন তুলাকালাম কাণ্ড চলছে। কুলিকামিনরা ভিড় করে দাঁড়িয়ে আছে দূরে। সাহেব চিল-চিৎকার করছেন। তাঁর সামনে একটা চৌদ্দ-পনের বছরের মদেশিয়া মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে। ওপাশে ইঞ্জিন চলছে তাই সাহেবকে চিৎকার করতে হচ্ছে আরও জোরে। অমরনাথকে দেখে সাহেব গলা তুলেই বললেন, কাম হিয়ার। এই মেয়েটা চা চুরি করে বাড়ি যাচ্ছে। শারীর খারাপ বলে ছুটি নিয়েছিল। তোমার ফ্যাক্টরিতে রোজ এসব হচ্ছে। আর তুমি খবরই রাখছ না। পুরো ব্যাপারটার জন্যে তোমাকে দায়ী করব আমি।
সাহেব সেটা করতে পারেন। বিশাল ফ্যাক্টরির পূর্ণ দায়িত্ব অমরনাথের ওপর। তিন শিফটে কাজ হচ্ছে এখন অমরনাথের পক্ষে চব্বিশঘণ্টা পাহারা দেওয়া সম্ভব না। তার জন্যে দুজন অ্যাসিন্টেন্ট আছে, দারোয়ান আছে। অমরনাথ তার সহকারীর দিকে তাকালেন। মনে হল বেচারা কিছু বলতে চাইছে কিন্তু সাহস পাচ্ছে না। অমরনাথ মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, তুই চা চুরি করেছিস। তুই তো বয়রার মেয়ে, না?
মেয়েটা মাথা নাড়ল। সাহেব বললেন, ওর বাবাকে ডাকো।
এই সময় সহকর্মী ছুটে এসে অমরনাথের কানে কানে বলল, সাহেব ভুল বুঝেছেন। মেয়েটা পেটে চা বাঁধেনি। ও গর্ভবতী।
চোখ কুঁচকে মেয়েটাকে দেখে অমরনাথ বিরক্তি প্ৰকাশ করলেন, সাহেবকে বলনি কেন?
কি করে বলব। গৰ্ভবতীর ইংরেজিটা এতক্ষণ মনেই আসছিল না। এইমাত্র এল।
অমরনাথ সাহেবের পাশে গিয়ে দাঁড়ালেন, স্যার। কোথাও একটা ভুল হচ্ছে। এইমাত্র শুনলাম মেয়েটি প্ৰেগন্যান্ট। ওর পেটে চা বাঁধা নেই।
ইম্পসিবল। তাহলে এই লোকগুলো এতক্ষণ বলত। সাহেব মাথা নাড়ালেন।
অমরনাথ মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, এই, তোর বাচ্চা হবে?
মেয়েটা চুপ করে দাঁড়িয়ে রইল। অমরনাথ রেগে গেলেন, জবাব দে।
এবার মেয়েটা মাথা নেড়ে নিঃশব্দে হ্যাঁ বলল।
অমরনাথ সমবেত জনতার দিকে তাকিয়ে বললেন, তেরা এতক্ষণ সাহেবকে বলিসনি কেন ওর বাচ্চা হবে?
লোকগুলো প্রশ্নটা শুনে ফ্যাক ফ্যাক করে হাসতে লাগল। সাহেব কিন্তু তখনও বিশ্বাস করতে পারছেন না, নো মিস্টার মুখার্জি, এরা সবাই আমাদের ব্রাফ দিচ্ছে। শী শ্যুড বি একজামিনড্ বাই দ্য ডক। আমি হাত দিলে তো অপমান করা হবে। তুমি কি বলতে চাও ওইটুকুনি মেয়ের বিয়ে হয়ে গেছে?
হঠাৎ অস্বস্তি শুরু হল অমরনাথের। দীপা যদি বছব দুই তিনের মধ্যে সস্তানসম্ভবা হয়? মন থেকে চিন্তাটা সরাবার জন্যেই তিনি মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, তোর স্বামীর নাম কি? এই তোরা বলতো কে ওর স্বামী।
একটা বুড়ি কামিন খ্যান খ্যান গলায় বলে উঠল, ভাগলবা। জানা গেল মেয়েটির বিয়েই হয়নি। একজন পরবের সময় এসেছিল অন্য বাগান থেকে। সে প্রেমের নামে মেয়েটির সঙ্গে এইসব কাণ্ড করে সরে পড়েছে। পরে যখন জানাজানি হল তখন বয়রা গিয়েছিল ছেলেটার বাবার কাছে। ছেলেটার বাবা অস্বীকার করেছে। শেষ পর্যন্ত অনেক তকাতর্কির পর স্থির হয়েছে বাচ্চাটা হোক। তারপর ওর মুখ দেখে যদি পাঁচজনে সাব্যস্ত করে ছেলেটার মুখের সঙ্গে মিল আছে তাহলেই বিয়ে দেওয়া হবে।
হিন্দী মেশানো মদেশিয়া বুঝতে সাহেবের অসুবিধে হয় না। শুনে ফিসফিস করে বললেন, আমি বিশ্বাস করতে পারছি না। ওইটুকুনি মেয়ে কারো সঙ্গে শুতে পারে অ্যাণ্ড দিজ পিপল আর অ্যাকসেপ্টিং দ্যাট।
অমরনাথ জনতাকে কাজে ফিরিয়ে দিলেন জোর করে। মেয়েটার শরীর সত্যি খারাপ করছিল। তাকে ছুটি দেওয়া হল। সাহেব বললেন, আই অ্যাম সরি বাট আই ফিল পিটি ফর দ্য গার্ল।
অঞ্জলির সঙ্গে বাসে চেপে বার্নিশঘাটে যাওয়ার সময় অমরনাথের কথাটা কেবলই মনে হচ্ছিল। মেয়েটার জন্যে আমার অনুকম্পা হচ্ছে। দাঁতে দাঁতে চাপলেন তিনি। আজ সাহেবের কাছে ছুটি নিয়েছেন অন্য কথা বলে। মেয়ের জন্য পাত্র দেখতে জলপাইগুড়ি যাচ্ছেন বলার সাহস হয়নি। বিয়ে ঠিক হলে জানাতেই হবে। নেমন্তন্ন ও করবেন। তখন সাহেবের, কি প্রতিক্রিয়া হবে? এইভাবেই কি বলবেন, মেয়েটার জন্যে আমার অনুকম্পা হচ্ছে। চা বাগান ছাডিয়ে ড়ুড়ুযাব ব্রিজে উঠল গাড়ি। অমরনাথ অঞ্জলির দিকে তাকালেন। ইস্ত্রিভাঙ্গা শাড়ির বঙ হালকা নীল হলেও ওকে শাশুড়ি বলে কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। এমনিতে অঞ্জলির শরীরের বাঁধুনি ভাল। সামান্য সাজলেই বয়সটা আরও কমে যায়। কেবলই মনে হচ্ছে ঠিক করছেন না। কাজটা। চোখ বন্ধ করলেন অমরনাথ। আবা তারপরই শিউরে উঠলেন। দীপা দিন রাত ছেলেগুলোর সঙ্গে মেশে। এখন কদিন পরিবর্তনের ধাক্কায় না হয় ব্যাপারটা চাপা আছে। আবার যে শুরু হবে না। তা কে বলতে পারে। হঠাৎ যদি খবর পান। ওর বাচ্চা হবে তাহলে, মাথাব ভেতরটা গরম হয়ে গেল। বয়রাব মত তাঁকেও যদি ছেলের বাবা বাচচার জন্ম পৰ্যন্ত অপেক্ষা করতে বলে ফ্যাক্টরির দরজায় দাঁড়ানো মাথা নিচু করা মেয়েটার ভঙ্গী মনে পড়ে গেল তাঁর। সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলেন। দিনরাত বারুদ আগলে বসে না থেকে বাক্সে পুরে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এরকম মনে হতেই মন অনেক হাল্কা হয়ে গেল।
বাসগুলোর ছোটা শেষ হয় বার্নিশঘাটে। একপাশে কিছু অস্থায়ী হোটেল, চায়ের দোকান আর বাসেব ভিড। নদীর জল যেমন কমে বাডে তেমন ঘাট পাল্টায। বালিতে পা দিয়ে অঞ্জলি বলল, শুনেছি। এখানকার রসগোল্লা খুব ভাল; খালি হাতে তো যাব না, এখান থেকেই না হয় মিষ্টি নিয়ে নাও।
অমরনাথ মাথা নাড়ালেন, না না। এখানকার রসগোল্লা লালচে। দিশি গন্ধ! বড়লোক কুটুম্বের বাড়িতে হাতে করে রয়ে নিয়ে যাওয়া যায় না। মিষ্টি নেব কাঁটালতলা থেকে।
নৌকোয় পাশাপাশি বসতে গিয়েও উঠে দাঁড়ালেন অমরনাথ! সিগারেট ধরানোর নাম করে খানিকটা সরে গেলেন। রাজবংশী কিছু মহিলা অঞ্জলির পাশে জায়গা নিল। এখনও এই অঞ্চলে স্বামীস্ত্রী পাশাপাশি নৌকোয় চেপে যাচ্ছে দেখলে অনেকের নজর টাটাবে। কি দরকার। অস্বস্তিটা অঞ্জলিরও হত। অমরনাথ সরে যাওয়ায় সে গ্রাম্য রাজবংশী মহিলাদের মধ্যে রাজেন্দ্ৰানীর মত বসে রইল। তিস্তায় এখন টান ধরেছে। জল আর ভয় জাগায় না। দুই মাইল চওড়া নদী এখন দু শো গজেই শেষ। তারপর বিশাল চর হয় হেঁটে নয় পঙ্কীরাজে চেপে পেরিয়ে যাও। উপায় ছিল না বলে পঙ্খীরাজে পাশাপাশি বসতে হল তাদের। যেখানে ছয়জন আরামে যেতে পারে সেখানে মানুষ তুলেছে পনেরজন। লম্বা পাদানিতেও দাঁড়িয়ে যাচ্ছে। শব্দ করছে কানে তালা ধরিয়ে। সিটগুলোয় গদি নেই। বসতে অস্বস্তি। তার ওপর মানুষের চাপে অমরনাথ দরজাঠাসা করে দিয়েছেন অঞ্জলিকে। স্বামীর শরীরের সঙ্গে মিশে গিয়েও এক ফোঁটা আবেগের বদলে একরাশ বিরক্তি আসে তা এর আগে এত ভাল করে বোঝেনি অঞ্জলি। পুরোন আমলের জান্তব গাড়ি চলার সময় যে পরিমাণ ধুলো ওড়াচ্ছে তাতে ভাবী কুটুমেব বাড়িতে পৌঁছাবাব সময় কাপড়ের অবস্থা কিরকম থাকবে তাই ভেবে উদ্বিগ্ন অঞ্জলি। অমরনাথের সেই চিন্তা নেই। দেখে মনে হচ্ছে যাওয়াটা উপভোগ করছে যেন।
কাঁটালতলা থেকে দশটাকায় বড় বড় কুডিটা সন্দেশ কিনে সাইকেল রিক্সা চেপে ওরা যখন হাকিমকপাড়ায় এলেন তখন ঘড়িতে বারোটা। ভেবেছিলেন এগারোটার মধ্যে পৌঁছে যাবেন কিন্তু সময়টা এমন যে অচেনা ভদ্রলোকের বাড়িতে যাওয়া অশোভন। শেষ বাস বার্নিশঘাট থেকে সাড়ে চারটায়। অন্তত আড়াইটের সময় শহর থেকে রওনা হতে হবে। বারোটা আর দুটোর মধ্যে কোন পার্থক্য নেই। ভদ্রতার কথা না ভেবে দেখা করবেন বলে ঠিক করলেন অমরনাথ। অঞ্জলি বলল, শোন, ভরদুপুরে যাচ্ছি। হয়তো ওরা খাওয়াব কথা বলবেন কিন্তু তুমি কিছুতেই রাজি হবে না।
আমার কিন্তু এর মধ্যে খিদে পেয়ে গেছে। অমরনাথ হাসলেন।
পাক। বলবে ভাত খেয়ে বেরিয়েছি। যাওয়ার সময়, ঘাটের হোটেলে খেয়ে নেব না হয়।
প্রতুল বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলতেই রিক্সাওয়ালা বলেদিল, কোন চিন্তা করবেন না বাবু। ঠিক পৌঁছে দেব।
হাকিমপাড়ায় পৌঁছে একটা পাঁচিল দেখিয়ে রিক্সাওয়ালা যখন বলল, এসে গেছি, ওইটে হল ওঁর বাড়ি। দেখে অঞ্জলির চক্ষু চড়কগাছ। বাড়ি কোথায়? শুধু আম কঁঠাল জামরুলের বন। পাঁচিলের এপাশ থেকে দেখা যাচ্ছে। প্ৰায় দু শো গজ রাস্তা ঘিরে থাকা পাঁচিলের মাঝখানে এসে ওরা গেট দেখতে পেলেন। সাদা গেট বন্ধ। বিক্সাটাকে ওখানেই ছেড়ে দিতে চেয়েছিলেন অমরনাথ। কিন্তু রিক্সাওয়ালা বলল, যে গেট খুলে ভেতরে যাওয়ার অভ্যেস তার আছে। গেটের মুখে শ্বেতপাথরের দুটো ফলক। একটায় লেখা লক্ষ্মীধাম, হাকিমপাড়া। অন্যটায় প্রতুল বন্দোপাধ্যায়।
ভেতরে ঢোকার পর কয়েকটা ইউক্যালিপটাস গাছ দেখতে পেলেন অমরনাথ। বড়লোক বললে কম বলা হবে। প্রতুলবাবুর দাদাকে দেখে মনেই হয়নি তাঁর ভাই এত অবস্থাপন্ন। শুধু টাকা নয়, রুচিও আছে। নইলে বাগানটাকে কেউ এত যত্নে সাজায় না। বাড়িটাকে দেখতে পেলেন এবার। একতলা বাংলো প্যাটানের বাড়ি। সামনে একটা গাড়িও দাঁড়িয়ে আছে।
হঠাৎ অঞ্জলি বলল, ঠিক বাড়িতে এসেছি তো?
অমরনাথ বললেন, গেটে তো নাম দেখলে।
চল ফিরে যাই। এত বড়লোকের বাড়ি, আমার খুব ভয় করছে।
বড়লোক তো বটেই। আমার মত একশোজন লোক কৰ্মচারী রাখতে পারে।
মালিকের সঙ্গে কুটুম্বিতা করতে যাওয়া ধৃষ্টতা।
এসেছি যখন দেখা করেই যাই। এই কথাটাই না হয় বলব।
রিক্সাওয়ালাকে বসিয়ে রাখলে পয়সা দিতে হবে বেশী। কিন্তু তবু অমরনাথ রাজি হল। কয়েক মিনিটের মধ্যে কথা শেষ করে যখন বেরুবেন তখন গোট পর্যন্ত এতটা পথ অঞ্জলিকে নিয়ে হেঁটে যেতে খারাপ লাগবে।
ওদের দেখে ধুতি সার্ট পরা কর্মচাবাঁ গোছের একটি লোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করল, কাকে চাইছেন?
আজ্ঞে, শ্ৰীযুক্ত প্রতুল বন্দ্যোপাধ্যায় মশাই আছেন?
হ্যাঁ, আছেন। কি প্রয়োজন?
আমাদের আসার কথা ছিল। ওঁর দাদা বলে রেখেছেন।
উনি তো এখন আহারে বসেছেন।
ও। আহার শেষ হলে বলবেন, আমার নাম অমরনাথ মুখোপাধ্যায়।
কর্মচারীটি ওদের বাঁ দিকের একটা ঘরে বসাল। সেখানে কয়েকটা কাঠের চেয়ার এবং বেঞ্চি পাতা। লোকটা চলে গেলে অমরনাথ বললেন, সত্যি অসময়ে এসে পড়েছি।
অঞ্জলি ঘরটা দেখছিল। একপাশে টেবিলের ওপর কাগজের স্তুপ। আর একটি টেবিলে একজন বৃদ্ধ একমনে কাজ করছেন। এত বড়লোকের বাড়ির বৈঠকখানা একদম সাজানো নব্য। বাগানে দু-তিনটে ঘুঘু একসঙ্গে ডেকে যাচ্ছে।
মিনিট কুড়ি পরে। একজন কেউ চিৎকার করে বলতে বলতে এলেন, ছি ছি, ছি। করেছ কি? অফিসঘরে বসিয়ে রেখেছি ওঁদের? মানুষ দেখে চিনতে পার না। খাচ্ছিলাম তো কি হয়েছে! তখনই গিয়ে বললে না কেন?
মানুষটি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। দামী পাঞ্জাবি, ধুতি। গোটা ছয়েক আংটি আঙুলে। গায্যের বঙ বেশ কালো। মোটাসোটা, মাথায় ঈষৎ টাকা। বিশাল দুটো হাত জোড় করে অমবনাথের সামনে দাঁড়িয়ে বলেন, মার্জন করুন। আমার কর্মচাবীটি বুঝতে না পারায় আপনাদের অনাবশ্যক কষ্ট করতে হল। লজ্জায় মরে যাচ্ছি আমি। ছি ছি ছি। আসুন আসুন।
আপ্যায়নের বহর দেখে অমরনাথ অভিভূত! অঞ্জলি মাথার আঁচল আরও টেনে দিল। প্ৰায় হাত ধরে প্রতুলবাবু অমরনাথকে নিয়ে এলেন যে ঘরে সেটি অবশ্যই বসবাব ঘর এবং বিত্তবান বাড়িওয়ালার সব পরিচয় সেখানে ছড়ানো। অমরনাথেবা বাককদ্ধ হয়ে গিয়েছিল প্রতুলবাবুর অমায়িক আচবাণে। বাবাংবার ক্ষমা চেয়ে নেওয়াব পাব বললেন, এখন কোন কথা নয়। আপনারা হাত মুখ ধুয়ে খাওয়া-দাওয করুন তারপর আলাপ করার।
অমরনাথের শক্তি সঞ্চয্য করতে হল কথা বলতে, আজ্ঞে, আমরা খাওয-দাওয়া করে এসেছি।
অ্যাঁ। সেকি? না, না। এ আপনার ঠিক করেননি। অতিথি নারায়ণ। নারায়ণের সেবা থেকে আমাকে বঞ্চিত করবেন? পাপ হবে যে। আপনি আসুন আমার সঙ্গে? আমার গৃহিণী আপনার সঙ্গে আলাপ করবেন বলে ব্যস্ত হয়েছেন শোনা মাত্র।
অঞ্জলি কি কবাবে বুঝতে না পেরে অমরনাথের দিকে তাকাল। প্রতুলবাবু সেটা লক্ষ করেই বললেন, আচ্ছা ঠিক আছে। ভেতরের ভার যার ওপর তাঁকেই ডেকে আনাচ্ছি। আসলে এখনও আমরা কয়েকটা পুরনো নিয়ম মেনে চলি। বাড়ির মেয়েরা চট করে পরপুরুষেবা সামনে বেরুতে চান না। অবশ্য আপনাকে পরপুরুষ তো বলা যাবে না। আজ বাদে কাল আমরা তো আত্মীয় হয়ে যাচ্ছি। প্রতুলবাবু ব্যস্ত ভঙ্গীতেই ভেতরে চলে গেলেন।
অমরনাথ এবার কথা বলার শক্তি ফিরে পেলেন, কি অমায়িক ব্যবহার দেখেছ।
অঞ্জলি কিছু বলল না! নিজেকে নিয়েই যেন সে বিব্রত হচ্ছিল। যে সোফায্য বসেছে তা যেন শরীরটাকে ভেতরে টানছে। এত বৈভবের মধ্যে কিছুক্ষণ থাকলেই অস্বস্তি হয়! দীপা কি এদের সঙ্গে মানিয়ে থাকতে পাববো?
অমরনাথ আবার বললেন নিচু গলায়, কি করা যায় বল তো। খাওয়ার কথা বলছেন, না খেলে দুঃখ পারেন–
আমি আজ খাব না। চাপা গলায় অঞ্জলি বলল।
সেই সময় ফিরে এলেন প্রতুলবাবু, আসছেন তিনি। আপনার সামনে আসতে হবে বলে সাজতে বসে গেছেন। মেয়েমানুষের যা হয়। আহা, আপনি আবার কিছু মনে করবেন না।
প্রতুলবাবু বসলেন আরাম করে। এবার অমরনাথ বললেন, আপনারা তো এখনও মেয়েকে দ্যাখেননি, চোখে দেখে কথা বলে পছন্দ অপছন্দের ব্যাপারটা নিয়েও ভাবতে হবে তো।
আপনার মেয়ের বয়স কত?
আজ্ঞে এগার হয়ে গেছে।
অঞ্জলি চাপা গলায় বলল, এগাব বছর পনেরদিন।
গুড। চোখ মুখ? প্রতুলবাবু হাসিমুখে জিজ্ঞাসা করলেন।
অমরনাথ জবাব দিলেন, পাঁচজনে তো ভালই বলে।
গায়ের রঙ?
ধবধরে ফর্সা নয়, উজ্জ্বল বৰ্ণ বলতে পারেন।
হয়ে গেল। দেখুন। অমরনাথবাবু, আমার দাদাকে আমি চিনি। নিজের ব্যাপারে উদাসীন কিন্তু অন্যের ব্যাপারে পান থেকে চুন খসবে না। বছর খানেক আগে ওঁকে বলেছিলাম যে ঘরে গৌরী আনব। এতদিন কিছু বলেননি। হঠাৎ চা-বাগান থেকে ঘুরে এসে বললেন, প্রতুল, তোর ছেলের বউকে দেখে এলাম। সঙ্গে সঙ্গে আমি লোক পাঠালাম। সে ঘুরে এসে বলল ডানাকাটা নয়। তবে ভারী মিষ্টি মেয়ে। আর কি দরকার বলুন?
অমরনাথ বললেন, তবু আপনারা নিজেরা চোখে না দেখে—।
দেখব। যদি তাতে আপনারা শান্তি পান তাহলে দেখতে আপত্তি কি? আমি মশাই ব্যবসায়ী মানুষ। সব তো চোখে দেখা যায় না, কানেও দেখতে হয়। সেই দেখাটা যাতে ভুল না হয় তাই দুবার যাচাই করে নিই। তবু যখন বলছেন—।
অমরনাথ এবার কথাটা বলেই ফেললেন, প্রতুলবাবু, আমি সামান্য চাকরি করি। ভাত কাপড়ের অভাব হয় না বটে। কিন্তু—! আপনার তুলনায় আমার অবস্থা, তুলনা কারাই যায় না। এই অসম অবস্থায় সম্পর্ক করার ধৃষ্টতা আমার নেই। আমি শুনেছিলাম আপনি ব্যবসা করেন। কিন্তু চোখে দেখার পর—।
হো হো করে হেসে উঠলেন প্রতুলবাবু। যেন এমন মজার কথা খুব কম শুনেছেন। তারপর গাঢ় গলায় বললেন, আর মশাই, টাকা পয়সা বিষয় সম্পত্তি এই আছে। এই নেই। কিন্তু মনুষ্যত্ব ভদ্রতা আন্তরিকতা এসবের মৃত্যু নেই। মানুষকে এই জন্যেই মানুষ মনে বাখে। আর এগুলো তো টাকা পয়সা থাকা না থাকার ওপরে নির্ভর করে না।
এইসময় ভিতরের দরজার বাইরে শব্দ বাজল চুড়ির। প্ৰতুলাবু বললেন, এসো।
যে মহিলা ঘরে এলেন তাঁর বয়স বোঝা যাচ্ছে না। ঘোমটা কপালের ওপর। শাড়ি দেখেই অবাক হয়ে গেল অঞ্জলি। বাড়িতে যে শাড়ি ইনি পরেছেন তার অর্ধেক দামের শাড়ি পরে এসেছে সে। দুটো হাত ভর্তি সোনার চুড়ি, আঙুলের হীরের আঙটি থেকে দ্যুতি ছড়াচ্ছে। তবে মহিলার গায়ের রঙ কালো। মোটাসোটা চেহারায় গিন্নীভাবটি স্পষ্ট। অমরনাথ নমস্কার করছে দেখে অঞ্জলিও করল। মহিলা বসলেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, মেয়ের ছবি আছে সঙ্গে? দেখার বড় ইচ্ছে হচ্ছে।
অমরনাথ উঠে দাঁড়িয়ে কথা বলতে গিয়েও সামলে নিলেন, না মানে, এখনকার ছবি তোলা হয়নি তাড়াহুড়োয়। তবে বছর খানেক আগে ওদের তিনজনের ছবি তুলেছিলাম আমি। পকেট থেকে একটা হাফ সাইজের ফটোগ্রাফ বের করলেন তিনি। ক্যামেরা কেনার পর বই পড়ে পড়ে ডার্করুমের কাজ শিখে ছবির প্রিন্ট বের করেছেন বাড়িতেই। নেহাতই শখ ছিল। কিন্তু খরচের জন্যে সেই শখ আপাতত ঘুচেছে। ছবির প্রিন্ট খুব উচ্চ মানের নয়। প্রতুলবাবু তাই মনোযোগ দিয়ে দেখলেন তারপর স্ত্রীর দিকে এগিয়ে দিলেন। প্রতুলবাবুর স্ত্রী ছবি দেখে বলে উঠলেন, ওমা, এ তো দেখছি গায়ের রঙ কালো!
অমরনাথ তডিঘড়ি জবাব দিলেন, না, না। প্রিন্টের দোষে এমন হয়েছে। দুধে আলতা নয়। তবে মেয়েকে কালো বলবে না কেউ।
প্রতুলবাবুর স্ত্রী জিজ্ঞাসা করলেন, মাথায় চুল আছে তো?
প্রশ্নটা অঞ্জলির উদ্দেশ্যে তাই সে কোনমতে মাথা নাড়ল, হ্যাঁ।
প্রতুলবাবুর যেন মনে পড়ে গেল, ও হ্যাঁ, আর একটা চাহিদা আছে আমাদের, মেয়েকে লক্ষ্মাময়ী হতে হবে। যা বলব শুনবে। দস্যিপনা চলবে না। অবাধ্যতা আমি সহ্য করতে পারি না। মেয়ের মত থাকবে, বুকে করে রাখব।
অমরনাথ বললেন, ছেলেমানুষ তো, তবে বিয়ের পর নিশ্চয়ই যা চাইবেন তা করবে।
প্রতুলবাব বললেন, শোন, এরা চাইছেন আমি মেয়েকে একবার চোখে দেখি। দাদা দেখার পর আর আমার দেখার কি দরকার তাই এদের বোঝাতে পারছি না।
অমরনাথ বললেন, আর একটা কথা, বিয়েতে কি দিতে হবে?
প্রতুলবাবু সোজা হয়ে, বসলেন, আরে মশাই, বাড়িতে এসে আমাকে অপমান করবেন না। আপনি কি দেবেন সেটা আমি ঠিক করব? আমি কি ভিক্ষুক যে আপনার কাছ থেকে দান গ্ৰহণ কবর? আপনার সামর্থ্য অনুযায়ী যা পাববেন তাই দেবেন। শাঁখা সিঁদুরটা অবশ্য চাই।
অমরনাথ মাথা নাড়ালেন, আমার সাধ্যমত সব দেব। তবে সেটা আপনার সম্মানের তুলনায় অতি অল্প।
প্রতুল বারু মাথা নাড়লেন, সে আমি বুঝব। হ্যাঁ, বিয়েটা হবে কিন্তু আপনার চা-বাগানে। জলপাইগুড়ি থেকে যারা যাবে তারা সেইরাত্রে ফিরে আসবে। যদি তিস্তার ফেরি বন্ধ হয়ে যায় সেবক হয়ে ঘুরে আসবে। আমি বাসি বিয়ে এ বাড়িতেই করব।
সেকি। অঞ্জলির মুখ ফসকে বেরিয়ে এল।
কিছু মনে করবেন না। আমাদের পবিবারে এই বাসি বিয়ের সময় একটা দুর্ঘটনা ঘটেছিল! পাত্র ফিরে এসেছিল কনেকে দাহ করে।
কিন্তু হরিদাসদার মেয়ের বাসি বিয়ে তো ও ভাবে হয়নি।
ও, আপনি জানেন না। যিনি আপনার সঙ্গে কথা বলেছেন তিনি আমার মামাতো ভাই। নিজের ভাই-এর চেয়ে, যদিও অনেক কাছে বা তাবে বংশ তো এক নয়। প্রতুলবাবু হাসলেন, এটা অবশ্য এমন কিছু গুরুত্বপূণ ব্যাপার নয়। বিয়ের পর্বেই সিঁদুর পরিয়ে দিলেই চলবে। বরযাত্রা বেশী হবে না। এসব পারে আলোচনা করা যাবে।
অমরনাথ বললেন, আমার মেয়ের বড় পড়াশুনার শখ।
বেশ তো। তাকে এখানে সংসারের কাজ করতে হচ্ছে না! গাড়ি করে গার্লস স্কুলে যাবে। আমি যা ডোনেশন দিই তাতে বছরের যে-কোন সময়ে ভর্তি করে নেবে। অবশ্য আমার কথা যদি বলেন তাহলে বলব, মেয়েছেলে বেশী পড়াশুনা করুক তা আমি চাই না। তাতে সংসারে শান্তি থাকে না। আপনি যখন বলছেন, তখন না হয়–।
অমরনাথ মিষ্টির প্যাকেটটা কিন্তু কিন্তু করে তুলে ধরলেন।
প্রতুলবাবু স্ত্রীকে বললেন, নাও নাও ভালবাসার দান নিতে হয়।
প্রতুলবাবুর স্ত্রী সেটি নিয়ে অঞ্জলিকে বললেন আপনি একটু আসবেন?
অঞ্জলি উঠলে তিনি পথ দেখিয়ে ভেতরে নিয়ে এলেন। বাইরে থেকে বোঝা যায় না। কিন্তু ঘরের সংখ্যা অনেক। যে ঘরে ওকে বসতে বলা হল সেটি সাধারণ। একটা তক্তাপোশের ওপর বিছানা পাতা। আলনায় অনেকগুলো শাড়ি ঝুলছে। মিষ্টির প্যাকেট কাজের মেয়ের হাতে দিয়ে কিছু নির্দেশ দিলেন প্রতুলবাবুর স্ত্রী। তারপর ফিরে এসে অঞ্জলির মুখোমুখি বসলেন।
অঞ্জলি জিজ্ঞাসা করল, আপনার ছেলে কোথায়?
ঘুমাচ্ছে। পড়াশুনা না থাকলেই ঘুমোয় পড়ে পড়ে। আমার তো ওই একটাই আপনার শুনেছি তিনটে। ওনার ইচ্ছে ছিল। কিন্তু পরেরটা নষ্ট হয়ে যেতে আর হয়নি। বাড়িতে মেয়ে বলতে আমি একা, খুব খারাপ লাগে।
অঞ্জলি বলে ফেলল, দেখুন দিদি, মেয়ের বিয়ে দেব বলে ভাবিনি এখন। সম্বন্ধটা আসতে সব এলোমেলো হয়ে গেল। আপনাদের সঙ্গে আমাদের কোন তুলনাই হয় না। আমার ভয় এখানেই। মানিয়ে নেওয়া যদি মুশকিল হয়—!
প্রতুলবাবুর স্ত্রী হাসলেন, এদের ধরণটাই এই। আমার বাবা ছিলেন গ্রামের স্কুলের মাস্টার। অবস্থা বুঝতেই পারছেন। এরা কিছুতেই সমান ঘর থেকে মেয়ে আনে না।
ওমা, কেন?
কি জানি বাবা। হয় তো যে মেয়ে আসবে সে বেশ সঙ্কোচে থাকবে তাই এরা চায়। আজকালকার মেয়েরা ডানা উঠলে বিয়ে করে। সমান ঘর হলে সে পোষ মানবে কেন? একটা কথা জিজ্ঞাসা করতে আপনাকে ডেকে আনলাম। মেয়ের কি ঋতু হতে দেরি আছে?
অঞ্জলির মুখে রক্ত জমল। সে ঘাড় নাড়ল, না। এই কালী পুজোর আগের রাত্রে প্রথম হল।
প্রতুলবাবুর স্ত্রীর মুখে হাসি ফুটল। তিনি বললেন, ওইটে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন উনি।
অঞ্জলির মনে পড়ল। ভদ্রমহিলা যখন তাকে ভেতরে আসতে বলছিলেন তখন প্রতুলবাবু তাঁকে কিছু ইশারায় বলছিলেন। সম্ভবত এটিই জানতে বলেছেন।
অঞ্জলি বলল, আমার তো আর আসা সম্ভব হবে না। একবাবা ছেলেকে দেখা যাবে না?
প্রতুলবাবুর স্ত্রী একটু ভাবলেন। তারপর উঠে দরজার দিকে যেতে যেতে বললেন, বড় লাজুক। দেখি আসতে চায় কি না।
তিনি বেরিয়ে গেলে অঞ্জলি একা বসে ছিল। এইসময় কাজের মেয়েটি এক প্লেট মিষ্টি নিয়ে ফিরল। অঞ্জলি দেখল তাঁদের আনা মিষ্টি প্লেটে নেই। সে মাথা নাড়ল, এত মিষ্টি আমি খেতে পারব না ভাই। আমি বরং একটা তুলে নিচ্ছি।
কাজের মেয়েটি বয়স্ক। সে মাথা নাড়ল, তা কি হয়। এত বড় কুটুম হতে যাচ্ছেন–
অঞ্জলি হাসল, এখনও তো হইনি।
মেয়েটি এপাশ ওপাশ তাকিয়ে বলল, না হলেই কি নয়! বলে প্লেট নামিয়ে রেখে চলে গোল ঘর ছেড়ে। অঞ্জলি হতভম্ব। মেয়েটি কথাগুলো বলেছিল চাপা গলায়। এবং বলার সময় একটা ঝাঁঝ চাপা ছিল না। বুকের মধ্যে দুম করে লাগল যেন। একি কথা! মেয়েটা কি কোন ব্যাপারে তাকে সাবধান করে দিচ্ছে? এইসময় প্রতুলবাবুর স্ত্রী ফিরে এলেন, লজ্জায় মরে যাচ্ছে। ছেলে না হয়ে মেয়ে হওয়া উচিত ছিল। আসছে। তারপরেই প্লেটের দিকে তাকিয়ে বললেন, ওমা, সব যে পড়ে রয়েছে। খেয়ে নিন।
অঞ্জলি হাতজোড করল, খেয়ে এসেছিলাম। এখনও পেট ভারী। আমি একটা তুলে নিচ্ছি। মনের ভেতর সদ্য ঢোকা কাঁটাটাকে কিছুতেই সরাতে পারছিল না সে। মিষ্টিটা দাঁতে কেটে জিজ্ঞাসা করল, আজকাল তো এই বয়সে কেউ ছেলেমেয়েদের বিয়ে দেয় না। আপনারা কেন স্থির করলেন?
প্রতুলবাবাব স্ত্রী বললেন, ওই যে বললাম। একা থাকি। উনি কাঁডি কাঁড়ি টাকা রোজগার করছেন, ব্যবসা্র কাজে প্ৰায়ই বাইরে থাকেন, আমি কি করি তখন? ঘরে তাই বাচ্চা মেয়ে আনতে চাইছি। যার সঙ্গে খুনসুটি করে বেশ সময় কেটে যাবে। এইসময়, সেই কাজের মেয়েটি ঘরে ঢুকতেই তিনি জিজ্ঞাসা করলেন, বাইরে বেয়াই মশাই বসে আছেন, তাকে খাবার পাঠিয়েছিস?
মেয়েটি ঘাড় নাড়ল, প্লেট এর মধ্যেই শেষ হয়ে গেছে।
খোকাকে একটু তডা দে! বল আমরা বসে আছি।
কাজের মেয়েটি চলে গেল। কিন্তু প্ৰচণ্ড রাগ হয়ে গেল অঞ্জলির অমরনাথের ওপর। এমন পেটুক হবে কেন মানুষ। বাবাংবাব বলে দেওয়া সত্ত্বেও প্রথমদিনেই ভরা প্লেট খালি করে দিলে! কি ভাবে বলল মেয়েটা! যেন একটা ভিখিবীকে খাবার দেওয়া হয়েছিল। জিজ্ঞাসা করল, ওই মেয়েটি বুঝি অনেক দিন ধরে আছে এখানে?
কে? ও, আনা। হ্যাঁ, খোকার জন্মের আগে থেকে আছে। কেন, কিছু বলেছে নাকি?
না, না। এমনি জিজ্ঞাসা করলাম।
এইসময় দরজায় একটি তরুণ এসে দাঁড়াল। মাঝারি উচ্চতা, গায়ের রঙ শ্যামলা, মুখটি মিষ্টি, চোখ দুটি বড় বড়। কিন্তু বড় রোগা, বেশী মাত্রায় রোগা। চোখে একটু বিস্ময়।
প্রতুলবাবুর স্ত্রী বললেন, এই আমার ছেলে?
অঞ্জলি দখল ছেলেটি দরজায় দাঁড়িয়ে আছে। এ যদি জামাই হয় তাহলে কেমন লাগবে তা সে বুঝতে পারছিল না। জামাই না ভেবে ছেলে ভাবলেই আরাম লগত! সে জিজ্ঞাসা করল, তোমার নামটা যেন কি?
অতুল বন্দোপাধ্যায়! মেয়েদের মত গলার স্বর, মোলায়েম, সরু।
প্রতুলবাবুর স্ত্রী বললেন, যাও, ঘুমাও গিয়ে! দেখা হয়ে গিয়েছে। ছেলেটি আবার ধীরে ধীরে চোখের আড়ালে চলে গেল। এবার তিনি অঞ্জলির দিকে তাকিয়ে বললেন, বড় অভিমানী! মেয়েকে বুঝিয়ে দেবেন। কেমন লাগল?
বড্ড রোগা। সত্যি কথাটা বলেই ফেল অঞ্জলি।
বড় হলে ঠিক হয়ে, যাবে। বিয়ের পারেই দেখবেন আর চেনা যাচ্ছে না। আমি যখন এ বাড়িতে এসেছিলাম তখন হাওয়ার ধাক্কায় পড়ে যেতাম। আর এখন দেখুন, তিনটে বাঘেও খেতে পারবেনা। ও নিয়ে চিন্তা করবেন না।
বানার্জি বাড়ি থেকে বিদায় নিয়ে ওরা যখন রিক্সায় চেপে ঘাটের দিকে এগোচ্ছে তখনও অঞ্জলির মাথায় কাজের মেয়েটির কথা ছোবল মারছে! অমরনাথ বললেন, বেলা পড়তে বেশী দেরি নেই। তুমি কি কিছু খাবে?
সঙ্গে সঙ্গে ঝাঁঝিয়ে উঠল অঞ্জলি তোমার লজ্জা বলে কিছু নেই? এত করে বললাম তবু গণ্ডেপিণ্ডে খেলে?
অমরনাথ বললেন, প্রতুলবাবু যে জোর করে খাওয়ালেন। বড়লোক কিন্তু মানুষ খুব ভাল। একটুও অহঙ্কার নেই। প্রথম যে অস্বস্তি ছিল সেটা কেটে গেল। দীপা এখানে এলে সুখী হবে, বুঝলে। আহা খেয়েছি বলে রাগ করছ কেন?
আসল কথাটা বললে কি রূপ ধরবেন তা কে জানে?
বলেছি। অমরনাথ হাসিমুখে বললেন।
বলেছ? অঞ্জলি সন্দেহের চোখে তাকাল।
হুঁ। শুনে বললেন, এ কোন সমস্যাই নয়। সীতা কার মেয়ে? না দশরথের।
ভালো লাগলো