রূপ-সৌন্দর্য
১. রূপ জিনিসটার এমন একটা আকর্ষণীয় শক্তি আছে যে, স্ত্রী-পুরুষ, ফল-পুষ্প, জন্তু-জানোয়ার, আকাশ-সমুদ্র যেখানেই তাহার আবির্ভাব ঘটুক না কেন তাহা মানুষকে মুগ্ধ করে।
–বনফুল
২. রূপে চক্ষু জুড়ায়, কিন্তু গুণ হৃদয় জয় করে।
–পোপ
৩. রূপ মানুষকে অভিভূত করে ফেলে সত্য কিন্তু রূপের পাশে যদি গুণ না থাকে, নারীর রূপ যদি পুরুষের মনকে অধঃপতিত করে, তার রুচি ও মনুষ্যত্বকে খর্ব করে দেয়, তবে সে রূপকে বাদ দিতে হবে।
–ডা. লুৎফর রহমান
৪. একটি সুন্দর মুখ হল একটি উত্তম সুপারিশপত্রের মতো।
–রানি এলিজাবেথ
৫. রূপেরে কহিনু ডাকি
হায় রূপ!
তুমি কেন চলে যাও,
তুমি কেন একখানে
স্থির হয়ে রহিতে না পাও।
–জসীমউদ্দীন
৬. ধনীর ঘরে রূপের বাসা।
অজ্ঞাত
৭. প্রকৃতিতে যাহা সৌন্দর্য, মহৎ এবং গুণী লোকে তাহাই প্রতিভা এবং নারীতে তাহাই শ্ৰী, তাহাই নারীত্ব।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৮. সুন্দুরী মহিলা স্বাগত অতিথি।
বায়রন
৯. সৌন্দর্য হচ্ছে গ্রীষ্মের ফলের মতো; চর্চার মাধ্যমে যার শ্রীবৃদ্ধি ঘটানো যায়, কিন্তু দীর্ঘস্থায়ী করা যায় না।
–ব্রিয়ান্ট
১০. মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয়, সংসারে সে-ই জয়লাভ করে।
শেক্সপীয়ার
১১. মানুষ যখনই বোঝে রূপের মধ্যে প্রেম, সহানুভূতি ও সুরুচিত পরশ নেই তখন সে সড়ে পরে। ক্ষণিক আমোদের জন্য মানুষ সে রূপ তুলে নেয় না।
–ডা. লুৎফর রহমান
১২. রূপ আসিয়াছে শুধু কবিদের
প্রাণের খোরাক লাগি
আসে নাই সে ত দুনিয়ার প্রয়োজনে
কবি তাই যে গো রূপ-মাধুরীর চিরদিন অনুরাগী
রূপও ফিরে তাই কবির অন্বেষণে।
–গোলাম মোস্তফা।
১৩. বিদ্যার সৌন্দর্য অধিক দান করা, আর দানের সৌন্দর্য হচ্ছে অধিক প্রচার না করা।
–হযরত আলি (রা.)
১৪. ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণি
অবনী বহিয়া যায়।
ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোল
মদন মুরছা পায়।
–গোবিন্দ দাস
১৫. সৌন্দর্য এমন একটা জিনিস, সময় যার কোনো ক্ষতি করতে পারে না।
–অস্কার ওয়াইল্ড
১৬. সুন্দরের কোনো জাত নাই।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. সৌন্দর্য, যৌবন এবং সৌভাগ্য কখনো একসাথে বসে সভা করে না, তাই সুশৃঙ্খলভাবে এরা মানুষের জীবনে আসতে পারে না।
–উইলিয়াম জিনিং
১৮. চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা।
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের
ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে
সে,
‘এতোদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ
তুলে নাটোরের বনলতা সেন।
জীবনানন্দ দাশ
১৯. অলংকারের সাহায্যে সৌন্দর্যবৃদ্ধির অর্থ হচ্ছে প্রকৃত সৌন্দর্যকে লুকিয়ে রাখ।
–এডিলা মরগ্যান
২০. রূপে
কিবা কাজ বলো গুণ
নাহি রয়
কুচরিত্র হলে তার কুলমান ক্ষয়।
চাণক্য পণ্ডিত
২১. সৌন্দর্যবোধটা কৃষ্টি এবং সভ্যতার দিকে দিয়ে জাতির একটা মস্ত বড় গুণ। যে জাত সুন্দরকে উপাসনা করে না, সভ্যতার মাপকাঠিতে সে জাত অনেক পিছনে আছে।
–অক্ষয়কুমার বড়াল
২২. সুন্দর জিনিস চিরকালের আনন্দ।
–কীটস্
২৩. সৌন্দর্যই সত্য এবং সত্যই সৌন্দর্য।
কীটস্
২৪. যদি তাকিয়ে দেখ তবে দেখবে সব সুন্দরই দুঃখের শোভায় সুন্দর।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৫. সুকোমল বিম্বৌষ্ঠের ভিতর হইতে তীক্ষ্ণ হাসি টুকটুকে মখমলের খাপের ভতরকার ঝকঝকে ছোরার মতো।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৬. সৌন্দর্য হচ্ছে প্রকৃতির মুদ্রা, যা কখনো মজুত করে রাখা যায় না।
মিল্টন
২৭. সৌন্দর্য প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু সবাই তা দেখতে পায় না।
কনফুসিয়াস
২৮. সৌন্দর্য ক্ষণস্থায়ী।
সক্রেটিস
২৯. সত্যিকারের সৌন্দর্য মনের চোখ দিয়েই দেখা যায়।
–জবার্ট
৩০. আত্মার কার্য আত্মীয়তা করা, ইহা হইতেই সৌন্দর্য সৃষ্টি হয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩১. অনুসন্ধানে সুন্দরকে পাওয়া যায় না, তবে অনুসন্ধান করতে গিয়ে ধীরে ধীরে মনের স্তর তৈরি হতে থাকে–আমাদের অজ্ঞাতে, সম্পূর্ণ অলক্ষে অন্তরে গড়ে উঠতে থাকে এক রস সৃষ্টি–তাতে সকলেরই প্রতি প্রীতিতে মন অভিষিক্ত হয়ে যায়। বিশ্বরচনার মধ্যে সুন্দর আছে, অসুন্দরও আছে, পৃথকভাবে তাদের দেখলেই তারা সুন্দর ও অসুন্দর দেখে।
মুহম্মদ আব্দুল হাই
৩২. সুন্দর মুখের জয় সর্বত্র।
রানি এলিজাবেথ
৩৩. আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে।
টমাস ফুলার
৩৪. ভাগ্যহীনা মহিলারা কোনো অবস্থাতেই সুন্দর নয়।
–ডরোথি ডু
৩৫. এই লভিনু সঙ্গ তব, সুন্দর
হে সুন্দর।
পুণ্য হল অঙ্গ মম, ধন্য
হল অন্তর
সুন্দর হে সুন্দর।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬. তুমি যদি সাধারণ সৌন্দর্য পেয়ে থাক তা হলে তুমি ঈশ্বরের সৃষ্টির সবচেয়ে ভালো জিনিসটাই পেয়েছ।
রবার্ট ব্রাউনিং
৩৭. সৌন্দর্যের জন্য সুখের তুল্য কোনো প্রসাধন নেই।
লেডি ব্রোসণ্টন
৩৮. আকাশের চাঁদ, উজ্জ্বল নক্ষত্ররাজি, শ্যামল বৃক্ষ কত সুন্দর, তুমিও সুন্দর হও, তোমার অন্তরের সৌন্দর্যকে বিকশিত করো।
মিল্টন
৩৯. সুখ আর শান্তিই হচ্ছে সৌন্দর্যবৃদ্ধির অন্যতম প্রসাধনী।
বেনসন
৪০. সুন্দরের পূজা করা আর নিজের জীবনে সুন্দরের প্রকাশ ঘটানো দুটো ভিন্ন
–স্যার রিচার্ড বার্টন
৪১. যা-কিছু মানুষকে মানুষের সঙ্গে একপ্রাণ হয়ে মিলতে সাহায্য করে তা-ই সুন্দরের দান। যা-কিছু ভেদের সৃষ্টি করে তা-ই অসুন্দর।
স্টলস্টয়
৪২. সৌন্দর্যকে আমাদের বাসনা হইতে, লোভ হইতে স্বতন্ত্র করিয়া না দেখিতে পাইলে তাহাকে পূর্ণভাবে দেখা হয় না। সেই অশিক্ষিত অসংযত অসম্পূর্ণ দেখায় আমরা যা দেখি, তাহাতে আমাদিগকে তৃপ্তি দেয় না, তৃষ্ণাই দেয়, খাদ্য দেয় না, মদ খাওয়াইয়া . আহারের স্বাস্থ্যকর অভিরুচি পর্যন্ত নষ্ট করিতে থাকে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪৩. সত্য জ্ঞানের জন্য বিদ্যমান থাকে আর সৌন্দর্য মানুষের অন্তরের পরিপূর্ণতা আনে।
শিলার
৪৪. সুন্দর সবসময়েই ভালো এবং যা ভালো তা শীঘ্রই সুন্দর হবে।
স্যাস্কো
৪৫. সেটাই হল সৌন্দর্যের উত্তম অংশ যে-অংশটার ছবি এঁকে প্রকাশ করা যায় না।
বেকন।
৪৬. নারীর রূপ তথা দৈহিক সৌন্দর্য নিঃসন্দেহে বিরাট এবং মনোহর এক ঐশ্বর্য, কিন্তু তাদের অন্তরের সৌন্দর্য আরও বেশি মূল্যবান।
গিলবার্ট
৪৭. কাছের সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলে মনে হয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪৮. সাধারণ সৌন্দর্যবোধ থেকে প্রেমের সৃষ্টি হয়, আর পরিচ্ছন্নতাই তাকে রক্ষা করে।
–এডিসন
৪৯. যে-ব্যক্তির বেশভূষার মধ্যে শৃঙ্খলা নেই, সে মানসিকভাবে অসুস্থ।
–বেন জনসন
৫০. যে-পোশাক পরে নিজের মন তুষ্ট হয় না, তা যতই আকর্ষণীয় হোক না কেন তা পরিধান করা উচিত নয়।
–হেনরি ব্রাড শ
৫১. আগুনের ধর্মই পোড়ানো, রূপের ধর্মও তাই।
–হেজলিট
৫২. নতুন জিনিসের আকর্ষণে চমক থাকবেই, কিন্তু তাই বলে পুরাতনকে অবহেলা কোরো না।
–মেনেন্ডার
৫৩. তোমার সৌন্দর্য নিয়ে অহংকার কোরো না–এটা মূল্যহীন ও ক্ষণস্থায়ী জিনিস।
–আলফ্রেড জ্যাক
৫৪. সৌন্দর্য হচ্ছে ভালোবাসার সন্তান।
উইলিয়ামস
৫৫. তোমার সৌন্দর্য নিয়ে অহংকার কোরো না–এটা মূল্যহীন ও ক্ষণস্থায়ী জিনিস।
–আলফ্রেড জ্যাক
৫৬. সৌন্দর্য হচ্ছে ভালোবাসার সন্তান।
উইলিয়ামস
৫৭. সৌন্দর্য যে ক্ষণস্থায়ী ফুলকে দেখে তা উপলব্ধি করা যায়।
হেলেন হান্ট
৫৮. নির্মল সৌন্দর্য-বোধকে যতক্ষণ উগ্র ভোগপ্রবৃত্তি আচ্ছন্ন করিয়া রাখে ততক্ষণ পূর্ণ সৌন্দর্য উপলব্ধি হয় না। নারীদেহের বিকশিত অপরূপ সৌন্দর্যকে ভোগ-লালসায় তাড়িত হইয়া উপভোগ করিতে গেলে উহাকে পাওয়া যায় না।
উপন্দ্রেনাথ ভট্টাচার্য
৫৯. দৈহিক সৌন্দর্যের মধ্যে যদি বুদ্ধিমত্তা না থাকে, তবে সে সৌন্দর্য পশুত্ববিশেষ।
–ডেমোক্রিটাস ৬০. ঠোঁট যতই সুন্দর হোক, হাসতে না জানলে সে-ঠোঁটের সৌন্দর্য ম্লান হয়ে যাবে।
ম্যানিঞ্জার
৬১. বিধাতার নিজ হাতে আঁটা দেওয়া ফাঁকটার।
কিছু চুল দুপাশেতে ফুটপাত আছে পেতে
মাঝে বড়ো রাস্তাটা বুক জুড়ে টাকটার।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৬২. কুঁচবরণ কন্যা তোমার
মেঘ বরণ চুল,
চুলগুলো সব ঝরেই গেল,
গুজবো কোথা ফুল।
–আবু জাফর ওবায়দুল্লাহ
৬৩. আগে রূপ বিচারি তারপর গুণ নিহারি।
প্রবাদ
৬৪. কোনো কোনো মুখকে চাঁদমুখ বলা যায়, কিন্তু সে-চাঁদমুখে চাঁদের মতো কলঙ্ক থাকুক সেটা কেউ চায় না।
–ইয়াসমুক
৬৫. সৌন্দর্য গর্বিত ওগো রানী!
তোমার এ কমনীয় রম্য দেহখানি,
এই তব যৌবনের অনিন্দ্য আধার,
জানো কিগো নহে
তা তোমার?
–ওমর খৈয়াম
৬৬. মানুষ ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে, কিন্তু ইচ্ছা অনুযায়ী ইচ্ছা করতে পারে না।
–শোপেনহাওয়ার