অথর্ববেদ–সংহিতা — দ্বাদশ কাণ্ড
প্রথম অনুবাক
প্রথম সূক্ত : ভূমিসূক্তম
[ঋষি : অথর্বা। দেবতা : ভূমি। ছন্দ : ত্রিষ্টুপ, জগতী, পংক্তি, অষ্টি, শক্করী, বৃহতী, অনুষ্টুপ, গায়ত্রী।]
সত্যং বৃহদৃতমুগ্ৰং দীক্ষা তপো ব্ৰহ্ম যজ্ঞঃ পৃথিবীং ধারয়ন্তি। সা নো ভূতস্য ভব্যস্য পরুং লোকং পৃথিবী নঃ কৃপোতু। ১। অসম্বাধং বধ্যতো মানবানাং যস্যা উদ্বতঃ প্রবতঃ সমং বহু। নানাবীর্যা ওষধীয়া বিভর্তি পৃথিবী নঃ প্রথতাং রাধ্যতাং নঃ ॥ ২॥ যস্যাং সমুদ্র উত সিন্ধুরাপো যস্যামন্নং কৃষ্টয়ঃ সম্বভূবুঃ। যস্যামিদং জিম্বতি প্রাণদেজৎ সা নো ভূমিঃ পূর্বপেয়ে দধাতু ॥ ৩॥ যস্যাশ্চতঃ প্রদিশঃ পৃথিব্যা যস্যামন্নং কৃষ্টয়ঃ সম্বভূবুঃ। যা বিভর্তি বহুধা প্রাণদেজৎ সা নো ভূমির্গোম্বপ্যন্নে দধাতু। ৪যস্যাং পূর্বে পূর্বজনা বিচক্রিরে যস্যাং দেবা অসুরানভ্যবর্তয়। গবামশ্বানাং বয়সশ্চ বিষ্ঠা ভগং বর্চঃ পৃথিবী নো দধাতু। ৫৷৷ বিশ্বম্ভরা বসুধানী প্রতিষ্ঠা হিরণ্যবক্ষা জগতে নিবেশনী। বৈশ্বানরং বিভ্রতী ভূমিরগ্নিমিন্দ্রঋষভা দ্রবিণে নো দধাতু। ৬৷৷ যাং রক্ষন্ত্যস্বপ্ন বিশ্বদানীং দেবা ভূমিং পৃথিবীমপ্রমাদ। সা নো মধু প্রিয়ং দুহামথো উক্ষতু বচসা ॥ ৭৷৷ যাৰ্ণবেহধি সলিলমগ্র আসীৎ ষাং মায়াভিরম্বচরন মনীষিণঃ। যস্যা হৃদয়ং পরমে ব্যোমসত্যেনাবৃতমমৃতং পৃথিব্যাঃ। সা নো ভূমিস্তৃষিং বলং রাষ্ট্রে দধাতৃত্তমে ৮ যস্যামাপঃ পরিচরাঃ সমানীরহোরাত্রে অপ্রমাদং ক্ষরন্তি। সা নো ভূমির্ভূরিধারা পয়ো দুহামথো উক্ষতু বৰ্চসা ॥ ৯৷ যামশ্বিনাবমিমাতাং বিষ্ণুর্যস্যাং বিচক্ৰমে। ইন্দ্রো যাং চক্র আত্মনেহনমিত্রাং শচীপতিঃ। সা নো ভূমিবি সৃজং মাতা পুত্রায় মে পয়ঃ ১০ গিরয়ন্তে পর্ব হিমবন্তোহরণ্যং তে পৃথিবি স্যোনমস্তু। বং কৃষ্ণাং রোহিণীং বিশ্বরূপাং ধ্রুবং ভূমিং পৃথিবীমিন্দ্রগুপ্তা। অজীতোহহতো অক্ষতোহধ্যষ্ঠাং পৃথিবীমহম্ ॥ ১১। যৎ তে মধ্যং পৃথিবি যচ্চ নভ্যং যাস্ত ঊর্জঃ সম্বভূবুঃ। তাসু নো ধেহ্যভি নঃ পবস্ব মাতা ভূমিঃ পুত্রো অহং পৃথিব্যাঃ। পর্জন্যঃ পিতা স উ নঃ পিপর্তু। ১২। যস্যাং বেদিং পরিগৃহুন্তিভূম্যাং যস্যাং যজ্ঞং তন্বতে বিশ্বকর্মাণঃ। যস্যাং মীয়ন্তে স্বরবঃ পৃথ্যিামূৰ্ব্বাঃ শুক্ৰা আহুত্যাঃ পুরস্তাৎ। সা নো ভুমিবর্ধয়ৎ বর্ধমানা ॥ ১৩৷৷ যো নো দ্বেষৎ পৃথিবী যঃ পৃতন্যাৎ যোহভিদাসান্মনসা যো বধেন। তং নো ভূমে রন্ধয় পূর্বকৃত্বরি ॥ ১৪। ত্বজ্জাতায়ি চরন্তি মাস্তুং বিভর্ষি দ্বিপদং চতুষ্পদঃ। তবেমে পৃথিবি পঞ্চ মানবা যেভ্যো জ্যোতিরমৃতং মর্ত্যেভ্য উদাৎসূর্যে রশ্মিভিরাতননাতি৷৷ ১৫তা নঃ প্রজাঃ সং দুতাং সমগ্রা বাচো মধু পৃথিবি ধেহি মহ্যম্ ॥ ১৬৷৷ বিশ্বস্বং মাতরমোষধীনাং ধ্রুবাং ভূমিং পৃথিবীং ধর্মণা ধৃতাম্। শিবাং স্যোনামনু চরেম বিশ্বহা ॥ ১৭৷ মহৎ সধস্থং মহতী বভূবিথ মহান্ বেগ এজথুর্বেপথুষ্টে। মহাংস্কৃন্দ্রো রক্ষত্যপ্রমাদ। সা নো ভূমে প্ররোচয় হিরণ্যস্যের সন্শি মা নো দ্বিক্ষত কশ্চন ১৮ অগ্নিৰ্ভূম্যামোষধীগ্নিমাপো বিভ্রত্যগ্নিরশসু। অগ্নিরন্তঃ পুরুষেষু গোম্বশ্বেম্বগ্নয়ঃ ॥ ১৯। অগ্নির্দিব আ তপত্যগ্নের্দেস্যোৰ্বন্তরিক্ষম। অগ্নিং মর্তাস ইন্ধতে হব্যবাহং ঘৃতপ্রিয়ম্ ৷৷ ২০। অগ্নিবাসাঃ পৃথিব্যসিতভূস্তিষীমন্তং সংশিতং মা কৃণোতু। ২১। ভূম্যাং দেবেভ্যো দদতি যজ্ঞং হব্যমরত। ভূম্যাং মনুষ্যা জীবন্তি স্বধয়ান্নেন মর্ত্যাঃ। সা নো ভূমিঃ প্রাণমায়ুদধাতু জরদষ্টিৎ মা পৃথিবী কৃপোতু ৷৷ ২২। যস্তে গন্ধঃ পৃথিবি সম্বভূব যং বিভ্রত্যেষধয়ো যমাপঃ। যং গন্ধর্বা অপ্সরসশ্চ ভেজিরে তেন মা সুরভিং কৃণু মা নো দ্বিক্ষত কশ্চন। ২৩ যস্তে গন্ধঃ পুষ্করমাবিবেশ যং সঞ্জঃ সূর্যায় বিবাহে। অমর্ত্যাঃ পৃথিবি গন্ধমগ্রে তেন মা সুরভিং কৃণু মা নো দ্বিক্ষত কশ্চন৷ ২৪ যস্তে গন্ধঃ পুরুষেষু স্ত্রী পুংসু ভগো রুচিঃ। যো অশ্বেযু বীরেষু যো মৃগেমূত হস্তিযু। কন্যায়াং বর্চো যৎ ভূমে তেনাস্ম অপি সং সৃজ মা নো দ্বিক্ষত কশ্চন৷ ২৫৷ ঐ শিলা ভূমিরশ্মা পাংসু সা ভূমিঃ সন্ধতা ধৃতা। তস্যৈ হিরণ্যবক্ষসে পৃথিব্যা অকরং নমঃ ॥ ২৬৷ যস্যাং বৃক্ষা বানম্পত্যা ধ্রুবাস্তিষ্ঠন্তি বিশ্ব। পৃথিবীং বিশ্বধায়সং ধূমচ্ছাবদামসি ॥ ২৭। উদীরাণা উতাসীনাস্তিষ্ঠঃ প্রক্রামঃ। পদ্ভ্যাং দক্ষিণসব্যাভ্যাং মা ব্যথিম্মহি ভূম্যাম। ২৮ বিমৃরীং পৃথিবীমা বদামি ক্ষমাং ভূমিং ব্ৰহ্মণা বাবৃনাম। উজ্জং পুষ্টং বিভ্রতীমন্নভাগং ঘৃতং ত্বাভি নিষীদেম ভূমে ৷৷ ২৯৷৷ শুদ্ধা ন আপস্তন্তে ক্ষরন্তু যো নঃ সেদুরপ্রিয়ে তং নি দন্মঃ। পবিত্রেণ পৃথিবী মোৎ পুনামি। ৩০ যাস্তে প্রাচীঃ প্রদিপশা যা উদীচীর্যাস্তে ভূমে অধরাৎ যাশ্চ পশ্চাৎ। স্যোনাস্তা মহ্যং চরতে ভবন্তু মা নি পপ্তং ভুবনে শিশিয়াণঃ ৷৷ ৩১ ॥ মা নঃ পশ্চান্মা পুরস্তাম্নদিষ্ঠা মোত্তরাদধরাদুত। স্বস্তি ভূমে নো ভব মা বিদ পরিপন্থিনো বরীয়ো যাবয়া বধ ॥ ৩২। যাবৎ তেহভি বিপশ্যামি ভূমে সূর্যেণ মেদিনা। বন্মে চক্ষুর্মা মেষ্টোত্তরামুত্তরাং সমাম্ ॥ ৩৩ ৷৷ যচ্ছয়ানঃ পর্ষাবর্তে দক্ষিণং সব্যমভি ভূমে পার্শ্ব। উত্তানাস্থা প্রতীচীং যৎ পৃষ্টীভিরধিশেমহে। মা হিংসীস্তত্র নো ভূমে সর্বস্য প্রতিশীবরি ॥ ৩৪যৎ তে ভূমে বিখনামি ক্ষিপ্রং তদপি রোহতু। মা তে মর্ম বিমৃরি মা তে হৃদয়মপিঁপম্ ॥ ৩৫৷৷ গ্রীষ্মস্তে ভূমে বর্ষাণি শরদ্ধেমন্তঃ শিশিরো বসন্ত। ঋতবস্তে বিহিতা হায়নীরহোরাত্রে পৃথিবি নো দুহাতা ॥ ৩৬ ৷৷ যাপ সর্পং বিজমানা বিমৃঞ্চরী যস্যামাসন্নগ্নয়ো যে অস্বন্তঃ। পরা দস্যু দদতী দেবপীযূনিং বৃণানা পৃথিবী ন বৃত্র। শক্ৰায় দর্ধে বৃষভায় বৃষ্ণে ॥ ৩৭ ৷৷ যস্যাং সদোহবির্ধানে ঘূপো যস্যাং নিমীয়তে। ব্ৰহ্মাণো যস্যামৰ্চন্ত্যগুভিঃ সাম্র যজুৰ্বিদঃ। যুজ্যন্তে যস্যামৃত্বিজঃ সোমমিন্দ্রায় পাতবে ॥ ৩৮ যস্যাং পূর্বে ভূতকৃত ঋষয়ে গা উদাচুঃ। সপ্ত সত্ৰেণ বেধসো যজ্ঞেন তপসা সহ। ৩৯ সা নো ভূমিরা দিশতু যদ্ধনং কাময়ামহে। ভগগা অনুপ্রযুক্তামি এতু পুরোগবঃ ॥ ৪০৷৷ যস্যাং গায়ন্তি নৃত্যন্তি ভূম্যাং মর্তা ব্যৈলবাঃ। যুধ্যন্তে যস্যামান্দো যস্যাং বদতি দুন্দুভিঃ। সা নো ভূমিঃ প্ৰ গুদতাং সপত্নানসপত্নং মা পৃথিবী কৃণোতু। ৪১। যস্যামন্নং ব্রীহিযবৌ যস্যা ইমাঃ পঞ্চ কৃষ্টয়ঃ। ভূম্যৈ পর্জন্যপত্নৈ নমোহস্তু বর্ষমেদসে। ৪২। যস্যাঃ পুরো দেবকৃতাঃ ক্ষেত্রে যস্যা বিকুবতে। প্রজাপতিঃ পৃথিবীং বিশ্বগর্ভামাশামাশাং রণ্যাং নঃ কৃপোতু৷৷ ৪৩৷৷ নিধিং বিভ্রতী বহুধা গুহা বসু মণিং হিরণ্যং পৃথিবী দাতু মে। বসূনি নো বসুদা রাসমানা দেবী দধাতু সুমনস্যমানা ৷৷ ৪৪৷৷ জনং বিভ্ৰতী বহুধা বিবাচসং নানাধর্মাণং পৃথিবী যথৌকসম। সহস্রং ধারা দ্রবিণস্য মে দুহাং ধ্রুবেব ধেনুরনপফুরন্তী ॥ ৪৫ ৷৷ যস্তে সপো বৃশ্চিকষ্টদংশমা হেমন্তজক্কো ভৃমলো গুহা শয়ে। ক্রিমিজিম্বৎ পৃথিবী যদ্যদেজতি বৃষি তন্নঃ সৰ্পনোপ। সৃপদ যচ্ছিবং তেন নো মৃড় ॥ ৪৬। যে তে পন্থনো বহবো জনায়না রথস্য বৰ্মনসশ্চ যাতবে। যৈঃ সঞ্চরন্তু্যভয়ে ভদ্রপাপাস্তং পন্থনং জয়েমানমিত্রমতস্করং যচ্ছিবং তেন নো মৃড় ৷৷ ৪৭ ৷৷ মন্বং বিভ্ৰতী গুরুভূৎ ভদ্রপাপসা নিধনং তিতিক্ষুঃ।। বরাহেণ পৃথিবী সংবিদানা সূকরায় বি জিহীতে মৃগায়। ৪৮ যে ত আরণ্যাঃ পশবো মৃগা বনে হিতাঃ সিংহা ব্যাঘ্রাঃ পুরুষাশ্চরন্তি। উলং বৃকং পৃথিবি দুচ্ছুনামিত ঋক্ষীকাং রক্ষো অপ বাধয়াম্মৎ ॥ ৪৯। যে গন্ধর্বা অপ্সরসো যে চারায়াঃ কিমীদিনঃ। পিশাচাৎসৰ্বা রক্ষাংসি নম্মৎ ভূমে যাবয় ॥ ৫০ যাং দ্বিপাদঃ পক্ষিণঃ সম্পন্তি হংসাঃ সুপর্ণাঃ শকুনা বয়াংসি। যস্যাং বাতো মাতরিশ্বেয়তে রজাংসি কৃন্বংশ্চাবয়ংশ্চ বৃক্ষা। বাতস্য প্রবামুপবামনু বাত্যর্চিঃ ॥ ৫১। যস্যাং কৃষ্ণমরুণং চ সংহিতে অহোরাত্রে বিহিতে ভূম্যামধি। বর্ষেণ ভূমিঃ পৃথিবী বৃতাবৃতা সা নো দধাতু ভদ্রয়া প্রিয়ে ধামনিধামনি। ৫২। দৌশ্চ ম ইদং পৃথিবী চান্তরিক্ষং চ মে ব্যচঃ। অগ্নিঃ সূর্য আপো মেধাং বিশ্বে দেবাশ্চ সং দদুঃ॥ ৫৩অহমশ্মি সহমান উত্তরো নাম ভূম্যা৷ অভীষাডস্মি বিশ্বাষাড়াশামাশাং বিষাসহিঃ ॥ ৫৪। অদো যৎ দেবি প্রথমানা পুরস্তাৎ দেবৈরুক্তা ব্যসপো মহিতৃম। আ ত্বা সুভূতমবিশৎ তদানীমকল্পয়থাঃ প্রদিশশ্চতঃ ॥ ৫৫৷ যে গ্রামা যদরণ্যং যাঃ সভা অধি ভূম্যাম। যে সংগ্রামাঃ সমিতয়স্তেষু চারু বদেম তে৷ ৫৬। অশ্ব ইব রজো দুধুৰে বি তা জনান্ য আক্ষিয় পৃথিবীং যাদজায়ত। মাগ্ৰেত্বরী ভুবনস্য গোপা বনস্পতীনাং গৃভিলোষধীনাম্ ॥ ৫৭৷৷ যৎ বদামি মধুমৎ তৎ বদামি যদীক্ষে তৎ বনন্তি মা। ত্বিষীমানস্মি জুতিমানবান্যান হন্মি দোধতঃ ॥ ৫৮ শন্তিবা সুরভিঃ স্যোনা কীলালোগ্নী পয়স্বতী। ভূমিরধি ব্রবীতু মে পৃথিবী পয়সা সহ। ৫৯৷ যামন্বৈচ্ছদ্ধবিষা বিশ্বকর্মান্তরর্ণবে রজসি প্রবিষ্টা। ভুজিষ্যং পাত্রং নিহিতং গুহা যদাবির্ভোগে অভবন্মাতৃমদ্ভ্যঃ ॥ ৬০৷ ত্বমস্যাবপনী জনানামদিতিঃ কামদুঘা পপ্ৰথানা। যৎ তে ঊনং তৎ ত আ পূরয়াতি প্রজাপতিঃ প্রথমজা ঋতস্য। ৬১ উপস্থাস্তে অনমীবা অযক্ষ্মা অম্মুভ্যং সন্তু পৃথিবি প্রসূতাঃ। দীর্ঘং ন আয়ুঃ প্রতিবুধ্যমানা বয়ং তুভ্যং বলিহৃতঃ স্যাম৷ ৬২৷৷ ভূমে মাতর্নি ধেহি মা ভদ্রয়া সুপ্রতিষ্ঠিত। সংবিদানা দিবা কবে শিয়াং মা ধেহি ভূত্যা ॥ ৬৩ ৷৷
বঙ্গানুবাদ –ব্রহ্ম, তপ, সত্য, যশ, দীক্ষা, বৃহৎ জল–পৃথিবীর ধারক। জীবন-পালনকর্ত্তী পৃথিবী আমাদের স্থান প্রদান করুন। সর্বসাধন-সামর্থ-সম্পন্না পৃথিবী আমাদের কামনা পূর্ণ করুন। পৃথিবী আমাদের গো ও অন্নযুক্ত করুন। জগৎ সংসারের আশ্রয়ভূত অগ্নির ধারয়িত্ৰী পৃথিবী আমাদের কৃষিজাত নানাবিধ দ্রব্যাদি প্রদান করুন। দেবরক্ষিত পৃথিবী আমাদের রাষ্ট্রবল, মধুর-ধন এবং তেজঃ, ও ঐশ্বর্য প্রদান করুন।…যে পৃথিবীকে অশ্বিনীকুমারদ্বয় নির্মাণ করেছিলেন, যাঁর উপর বিষ্ণুদেব বিক্রমণ করেছিলেন, ইন্দ্র যাঁকে আপন অধিকারভুক্ত করে শত্রুহীন করেছিলেন, সেই পৃথিবী, মাতা কর্তৃক পুত্রকে দুগ্ধ পান করানোর মতো, আমাদের সার রূপ জল প্রদান করুন। পৃথিবীর স্থাবর জঙ্গম সব কিছুই আমার সুখপ্রদ হোক। আমি বহু-রত্ন-শালিনী ইন্দ্রগুপ্তা পৃথিবীতে ক্ষয়রহিত ও পরাজয়রহিত হয়ে যেন সদা প্রতিষ্ঠিত থাকি। আমাদের শত্রুগণ পৃথিবী কর্তৃক বিনষ্ট হোক সূর্য-রশ্মিসমূহ আমাদের নিমিত্ত প্রজা (সন্তান) ও মৃদুল বানীকে দোহন করুক। পৃথিবীর সকল দিক আমাকে বিচরণ-শক্তি প্রদান করুক, পৃথিবী সকল দিক হতে আমাকে রক্ষা করুন।…যে পৃথিবী ইন্দ্রকে বরণ করেছিলেন, যিনি বীর্যবানের অধীনে অবস্থান করেন, যার উপর বেদমন্ত্রের ধ্বনি (বা গান) উৎসারিত হয়, যেস্থানে সোমপান হয়, যজ্ঞ অনুষ্ঠিত হয়, দেবপূজন হয়, সেই পৃথিবী আমাদের অভীষ্ট ধন প্রদান করুন।…হে পৃথিবী! গ্রাম, জঙ্গল, সভা, যুদ্ধ-মন্ত্রণা, যুদ্ধ ইত্যাদি সর্বক্ষেত্রেই আমরা তোমার বন্দনা করছি। …হে পৃথিবীমাতা! আমরা তোমাকে হবিঃ প্রদান করছি! আমরা যেন রোগরহিত হই, দীর্ঘায়ু হই, মঙ্গলে প্রতিষ্ঠিত থাকি।
সূক্তস্য বিনিয়োগঃ –পৃথিবীসূক্তং এতৎ। অস্মিন পৃথিব্যাঃ প্রভূতং নিসর্গবর্ণনং। কতিচিৎ পৌরাণিকীঃ কথাশ্চানুলক্ষ্য বর্ণনং। বহুবারং চ ঋষিঃ পৃথিবীং বরা প্রার্থয়েতে। সম্প্রদায়ানুসারেণ তু সূক্তং বহুবিধং বিনিযুজ্যতে। তদ্যথা সত্যং বৃহৎ ইত্যানুবাকো বাস্তোস্পত্যগণে পঠিত। অস্য গণস্য বিনিয়োগঃ ইহৈব বাং (৩কা, ১২সূ.) ইতি সূক্তৈ দ্রষ্টব্যঃ।…ইত্যাদি। (১২কা, ১অ. ১সূ.)।
টীকা— উপযুক্ত সূক্তটি ভূমিসূক্ত (বা পৃথিবীসূক্ত) নামে অভিহিত। এতে পৃথিবীর বহু নিসর্গ বর্ণনা পাওয়া যায়। এখানে কোন কোন পৌরাণিকী কথার সূত্র লক্ষ্য করা যায়। ঋষিগণ বহুবার পৃথিবীর নিকট বর প্রার্থনা করেছেন। সম্প্রদায় অনুসারে এই সূক্তের বহুবিধ বিনিয়োগ হয়ে থাকে। এই অনুবাকটি বাস্তোস্পত্যগণে পঠিত হয় এবং তার বিনিয়োগ ইহৈব ধ্রুবং (৩কা, ৩. ২.) সূক্তে দ্রষ্টব্য। তথা সীরা যুঞ্জতি (৩কা. ৪অ. ২সূ.) সূক্তে সবিস্তারে বর্ণনা আছে যে, উপযুক্ত অনুবাকটি কৃষিকর্মেও বিনিযুক্ত হয়। এ ছাড়া চরু প্রস্তুত করণে, হোম সম্পাদনে, তৃণময় প্রস্তরণ আস্তীর্ণে, মহা শান্তি প্রতিষ্ঠাপনে, পুষ্টিকামনায়, পুত্রধন ইত্যাদির প্রাপ্তির নিমিত্তে, মণিহিরণ্য ইত্যাদি কামনায়, গ্রামপত্তন ইত্যাদি রক্ষার্থে, ভূমিচলনে, প্রায়শ্চিত্তে, সোমযজ্ঞে দীক্ষিতনিয়মে মূত্রপুরীষ শুদ্ধিকরণ ইত্যাদি বিষয়ে এই অনুবাকের বিনিয়োগ কৌশিক সূত্রে, বৈতানে এবং নক্ষত্রকল্পে নির্দিষ্ট আছে। (১২কা, ১অ. ১সূ.)।