অন্নপূর্ণা মহামায়া : সংসার যাহার ছায়া : পরাৎপর পরম প্রকৃতি।
অনিবার্য্য নিরুপমা : আপনি আপন সমা : সৃষ্টি স্থিতি প্রলয় আকৃতি।।
অচক্ষু সর্ব্বত্র চান : অকর্ণ শুনিতে পান : অপদ সর্ব্বত্র গতাগতি।
কর বিনা বিশ্ব গড়ি : মুখ বিনা বেদ পড়ি : সবে দেন সুমতি কুমতি।।
বিনা চন্দ্রানল রবি : প্রকাশি আপন ছবি : অন্ধকার প্রকাশ করিলা।
প্লাবিত কারণ জলে : বসি স্থল বিনা স্থলে : বিনা গর্ভে প্রসব হইলা।।
গুণ সত্ত্ব তমোরজে : হরি হর কমলজে : কহিলেন তপ তপ তপ।
শুনি বিধি হরি হর : তিন জনে পরস্পর : করেন কারণ জলে জপ।।
তিনের জানিতে সত্ত্ব : জানাইতে নিজ তত্ত্ব : শবরূপা হইলা কপটে।
পচাগন্ধ মাংস গলে : ভাসিয়া কারণ জলে : আগে গেলা বিষ্ণুর নিকটে।।
পচাগন্ধে ব্যস্ত হরি : উঠি গেলা ঘৃণা করি : বিধিরে ছলিতে গেলা মাতা।
পচাগন্ধে ভাবি দুখ : ফিরিয়া ফিরিয়া মুখ : চারি মুখ হইলা বিধাতা।।
বিধির বুঝিয়া সত্ত্ব : শিবের জানিতে তত্ত্ব : শিব অঙ্গে লাগিলা ভাসিয়া।
শিব জ্ঞানী ঘৃণা নাই : বসিতে হইল ঠাঁই : যত্নে ধরি বসিলা চাপিয়া।।
দেখিয়া শিবের কর্ম্ম : তাহাতে পশিলা মর্ম্ম : ভার্য্যারূপা ভবানী হইলা।
পতিরূপে পশুপতি : দুজনে সন্তুষ্ট অতি : ক্রমে সৃষ্টি সকল করিলা।।
বিধির মানসসুত : দক্ষমুনি তপোযুত : প্রসূতি তাঁহার ধর্ম্মজায়া।
তাঁর গর্ভে সতী নাম : অশেষ মঙ্গলধাম : জনম লভিলা মহামায়া।।
নারদ ঘটক হয়ে : নানা মত বলে কয়ে : শিবের বিবাহ দিলা সতী।
শিবের বিকট সাজ : দেখি দক্ষ মুনিরাজ : বামদেব হৈল বামমতি।।
সদা শিবনিন্দা করে : মহা ক্রোধ হৈলা হরে : সতী লয়ে গেলেন কৈলাসে।
দক্ষের বিধাতা বাম : না লয়ে শিবের নাম : সদা নিন্দা করে কটুভাষে।।
আরম্ভিয়া দেবযাগ : নিমন্ত্রিলা দেবভাগ : নিমন্ত্রণ না কৈলা শঙ্করে।
যাইতে দক্ষের বাস : সতীর হইল আশ : ভারত কহিছে করজোড়ে।।