১১. গীতগোবিন্দ : একাদশ সর্গ : সানন্দ-গোবিন্দ

মৃগনেত্রী কিশোরীরে তুষিবার তরে
বহুক্ষণ এই রূপে অনুনয় করে
গেলেন কেশব কুঞ্জ-শয়নের মাঝে,
সাজায়ে শোভন তনু সুমোহন-সাজে।
আসিল প্রদোষ এবে দৃষ্টি-রোধ করি,
সুপ্রসন্না সুসজ্জিতা হইলা কিশোরী।
হেরিয়া তাঁহারে তবে প্রফুল্লিত মন
সখী এইরূপে বলে মধুর বচন।

বিংশ সঙ্গীত।
রাগিণী ঝিঁঝিট। তাল একতালা।
(গহন কুসুম কুঞ্জ মাঝে-গানের মত সুর)

“কহিয়া বহুত মধুর বাণী
চরণে ধরিয়া রমণ-মণি
বঞ্জুল-নিকুঞ্জে গেল এখনি
বিলাস-শয়ন-মাঝে।
এমন নাগর কোথায় পাবে,
সে জন সমান বশেতে রবে,
কেন লো বিহারে অলস তবে,
বিলম্ব এবে না সাজে।
নিবিড়-জঘন-কুচের ভারে
মন্থর গমনে চল বিহারে;
পিনহ মুখর মণি-মঞ্জীরে,
মরাল মরুক লাজে।
গাইছে পিক মদন-শাসন,
ভজ লো সজনি গোপি-রঞ্জন,
শুনহ চারু তরুণী মোহন
মাধব মুরলী বাজে।

হের লো সজনি লতা-নিকরে
দোলায়ে চঞ্চল প্রবাল করে
যাইতে সঙ্কেত যেন লো করে,
আও লো বিলম্ব ত্যজে।

অনঙ্গে কুচ কলসে তোমার,
তরঙ্গে যেন লো সলিল-ধার,
হের লো চঞ্চল নাচিছে হার;
পুছ লো সে কুচে আজ,

নাচিছে কেন সে কিসের আশে,
বাঁধিতে চাহে কি ভুজের পাশে
প্রাণের অধিক সেই প্রাণেশে
অন্তরে সদা যে রাজে।

সঙ্গেতে করিয়ে সখীর সেনা
সমর রঙ্গে বাজায়ে রশনা,
বিলাস-সমর-সাজে সাজ না,
চণ্ডি লো তেয়াগি লাজে।

কুসুম-শর-সমান নখর
শোভিছে সজনি করে তোমার,
সে করে ধরিয়ে সখীর কর
আও লো নিকুঞ্জ-মাঝে।

বাজায়ে হেম-কঙ্কণ সঘনে
জাগাও সজনি মন-মোহনে
সত্বরে আসিতে বিলাস-রণে
সাজিয়ে সমর-সাজে।”

করি বিদূরিত কনক-হার,
কণ্ঠে মুরারি-ভকত জনার
শ্রীজয়দেবের সঙ্গীত হার
সতত যেন রে রাজে।

“সখি লো নিকুঞ্জে এবে তোমার রমণ
মনে মনে তোমারে চিন্তেন অনুক্ষণ;
যেন তুমি হেরি তাঁরে প্রীতির নয়নে
অনুরত তাঁর সনে প্রেম আলাপনে;
অঙ্গে অঙ্গে তাঁরে যেন করি আলিঙ্গন
পাইছ অপূর্ব্ব প্রীতি বিহারে এখন;
তমোময় কুঞ্জে যেন তোমারে নেহারি
যান তিনি আনিবারে হয়ে আগুসরি;
মদন-আবেশে তাঁর সুতনু কম্পিত
পুলকিত আনন্দিত ঘর্ম্মাক্ত মোহিত।
রামাগণ অভিসারে যায় ত্বরা করি;
মঞ্জু-কুঞ্জ-মাঝে সই, দিগন্দ আবরি,
অন্ধকার তা সবারে করে আলিঙ্গন,
হইয়া তাদের যেন সুনীল বসন;
শ্যাম সুষমায় সেই তমো-পুঞ্জ ‍কাছে
আজি লো সজনি দেখ হার মনিয়াছে
অভিসারী নারীগণ নয়ন অঞ্জন,
অশোক-স্তবক-শ্রেণী শ্রবণ ভূষণ,
শ্যাম সরোরুহ-রাজি শির-সুশোভন,
পীন পয়োধরযুগে কস্তরী-মন্ডন।

যায় অভিসারে হেম-কান্তি রামা গণ;
জ্বলিছে তাদের মণি-মঞ্জরী-কিরণ
তমাল প্রবাল সম শ্যাম-তমো মাঝে,
তাহাতে সে ঘন ঘোর অন্ধকার রাজে,
যেন স্বর্ণ-রেখাঙ্কিত নিকষ-পাষাণ
কষিতে তাদের প্রেম সুবর্ণ-সমান।”

আসেন উজলি রাই নিকুঞ্জ-ভবনে
কেয়ূর-কঙ্কণ-হার-কাঞ্চির কিরণে।
কুঞ্জ-দ্বারে হেরি কৃষ্ণে সলাজ-বদন,
রাধারে কহিছে সখী এরূপে তখন।

একবিংশ সঙ্গীত।
(রাগিণী বেহাগ। তাল কাওয়ালী।)

মঞ্জু কুঞ্জ-বনে               বিহার সদনে
চল চল রাই,               কৃষ্ণ কাছে যাই,
বিহর লো প্রেম রসে সহাস-বদনে।
পর কুচ-পরে                কেলি-চল হারে,
চল চল রাই,               কৃষ্ণ কাছে যাই,
বিহর অশোক-দল-শয়ন মাঝারে।
সাজে ফুল-সঙ্গে               সদন সুরঙ্গে,
চল সেথা রাই,               কৃষ্ণ কাছে যাই,
বিহর কুসুম-সম-সুকুমার অঙ্গে।
মলয়-অনিল               বহিছে শীতল,
চল সেথা রাই,               কৃষ্ণ-কাছে যাই,
বিহর প্রণয়-গানে প্রাণ ঢল ঢল।
কিশলয়ে ঘন               লতা কুঞ্জ-বন,
চল সেথা রাই,               কৃষ্ণ কাছে যাই,
বিহর, অলস কেন নিবিড় জঘন?
করি মধু পান               অলি করে গান,
চল চল রাই,               কৃষ্ণ কাছে যাই,
বিহর বিলাস-রসে ভাসাইয়া প্রাণ।
মধু-পানাকুল               কল পিক-কুল,
চল চল রাই,               কৃষ্ণ কাছে যাই,
বিহর দশন-শোভা বিকাশি অতুল।
পদ্মাবতী-মন               পরাণ মোহন
জয়দেব প্রতি,               ওহে রাধাপতি,
মঙ্গল-বিধান কর অশান্তি-বারণ।

শ্রীকৃষ্ণ কাতর সখি কন্দর্পের শরে,
আরো বহুক্ষণ তোমা ভাবিয়ে অন্তরে,
চাহিছেন সুধা-পান তব বিম্বাধরে,
লাজ কি লো দাসে, শোভ তাঁর অঙ্কোপরে;
তোমার কটাক্ষে মাত্র সে যে ক্রীতদাস,
চরণ-সরোজ-সেবা সদা করে আশ।
মধুর নূপুর বাজে রুণু-রুণু-স্বনে,
পশেন কিশোরী আসি বিলাস-ভবনে।
রমণে দেখিত তাঁর চঞ্চল লোচন,
লাজ-ভয়-আনন্দেতে সুন্দর গমন।

দ্বাবিংশ সঙ্গীত।
রাগিণী মিশ্র-ঝিঝিট। তাল আড়াঠেকা।
অথবা রাগিণী মিশ্র বিভাষ। তাল কাওয়ালী।
(মধুকাণের সুর দেখিলাম শ্রীবৃন্দাবনে সুরের মত)

“রাধার বদন হেরি প্রফুল্লিত মুখ হরি,
ইন্দু দরশনে যেন সিন্ধুর বারি লহরী।
তাঁরি সহবাস আশে                প্রাণেশ পুলকে ভাসে,
মন বাঁধা তাঁরি পাশে, দেখি হরষিতা প্যারী।
সুনীল হৃদয় কিবা শোভে নিরমল হারে,
কালিন্দী-সলিল যেন সুবিমল ফেনতারে।
বেড়ি শ্যাম কলেবর                শোভে কিবা পীতাম্বর,
পীত রেণুচয় যেন রাজে নীলোৎপলে বেড়ি।

সহাস-বদনে কিবা নেত্র-যুগ পরিপাটি,
শরতে সরোজে যেন খেলিছে খঞ্জন দুটি;
হাসি মাখা সে কপোলে                কনক-কুণ্ডল দোলে,
ফুটাতে যেন কমলে আছে রবি আজ্ঞাকারী।
কুসুমে সুকেশ শোভে, ঘন ‍যেন শশী করে:
ললাটে চন্দন বিন্দু, ইন্দু শোভিছে তিমিরে।
মুখেতে প্রণয়-বাণী,                পুলকিত তনু খানি,
মণির কিরণে কিবা রমণী-মোহন-কারী।”
জয়দেব-গীত-হার                বাড়ায় দ্বিগুণ যাঁর
শ্রীঅঙ্গের অলঙ্কার, ভক্তে রাখুন সে হরি।

হেরি নাথে আনন্দেতে ঝরে অশ্রুজল,
অপাঙ্গে দেখিতে লাজে নয়ন চঞ্চল,
যাইতে শ্রবণ-পথে করিয়া যতন
শ্রান্ত হয়ে করে যেন স্বেদ-বিমোচন।
কণ্ডূয়ন-ছলে করে ঢাকিয়া বদন
চাপি হাসি বাহিরিল সহচরী-গণ;
নির্ব্বিঘ্নে দোঁহার যাহে সম্মিলন ঘটে,
সখিগণ সাবধানে করে অকপটে।
মদন-আবেশ ভরে কিশোরী তখন
দেখিতে লাগিল প্রিয়তমের বদন;
ধীরে ধীরে শয্যাপ্রান্তে যাইয়া বসিল,
শরমে শরম যেন দূরে পলাইল।
মরিল কংসের করি যেই করাঘাতে;
যে কর লোহিত হয়ে তার রক্তপাতে,
(যেন সেই করী-সনে-রণ-মদে মত্ত,)
আপনি হইয়াছিল সিন্দুরে আরক্ত;
কিংবা যেন জয়-লক্ষ্মী পূজিল মন্দারে;
জয় সেই মুর-জয়ী শ্রীকৃষ্ণের করে।

—————————–

মূল সংস্কৃত

সুচিরমনুনয়েন প্রীণয়িত্বা মৃগাক্ষীম্
গতবতি কৃতবেশে কেশবে কুঞ্জশয্যাম্ |
রচিতরুচিরভুষাং দৃষ্টিমোষে প্রদোষে
স্ফুরতি নিরবসাদাং কাপি রাধাং জগাদ ||১||

গীতম্

বসন্তরাগযতিতালাভ্যং গীয়তে

বিরচিতচাটুবচনরচনং চরণে রচিত-প্রণিপাতম্
সম্প্রতি মঞ্জুলবঞ্জুলসীমনি কেলিশয়নমনুযাতম্
মুগ্ধে মধু-মথনমনুগতমনুসর রাধিকে ||২||

ঘনজঘনস্তনভারভরে দরমন্থরচরণবিহারম্ |
মুখরিতমণিমঞ্জীরমুপৈহি বিধেহি মরালনিকারম্ ||৩||

শৃণু রমণীয়তরং তরুণীজনমোহনমধুরিপুরাবম্ |
কুসুমশরাসনশাসনবন্দিনি পিকনিকরে ভজ ভাবম্ ||৪||

অনিলতরলকিশলয়নিকরেণ করেণ লতানিকুরুম্বম্ |
প্রেরণমিব করভোরু করোতি গতিং প্রতি মুঞ্চ বিলম্বন ||৫||

স্ফুরিতমনঙ্গতরঙ্গবশাদিব সূচিতহরিপরিরম্ভম্ |
পৃচ্ছ মনোহরহারবিমলজলধারমমুং কুচকুম্ভং ||৬||

অধিতমখিলসখীভিরিদং তব বপুরপি রতিরণসজ্জম্ |
চণ্ডি রণিত-রসনা-রব-ডিণ্ডিমমভিসার সরসমলজ্জম্ ||৭||

স্মর-শর-সুভগ-নখেন করেণ সখীমবলম্ব্য সলীলম্ |
চল বলয়ক্কণিতৈরববোধয় হরিমপি নিজগতিশীলম্ ||৮||

শ্রীজয়দেবভণিতমধরীকৃতহারমুদাসিতবামম্ |
হরিবিনিহিতমনসামধিতিষ্ঠতু কণ্ঠতটীমবিরারম্ ||৯||

স মাং দ্রক্ষ্যতি বক্ষ্যতি স্মরকথাং প্রত্যঙ্গমালিঙ্গনৈঃ
প্রাতিং যাস্যতি রংস্যতে সখি সমাগত্যেতি সঞ্চিন্তায়ন |
স ত্বাং পশ্যতি বেপতে পুলকয়ত্যানন্দতি স্বিদ্যতি
প্রত্যুদ্গচ্ছতি মূর্চ্ছতি স্থিরতমঃপুঞ্জে নিকুঞ্জে প্রিয়ঃ ||১০||

অক্ষ্ণর্নিক্ষিপদঞ্জনং শ্রবণয়োস্তাপিঞ্ছগুচ্ছাবলিং
মুর্ধ্রিশ্যামসরোজদাম কুচয়োঃ কস্তূরিকাপত্রকম্ |
ধুর্ত্তানামভিসারসত্বরহৃদাং বিম্বঙ্নিকুঞ্জে সখি
ধ্বান্তং নীলনিচোলচারু সুদৃশাং প্রত্যঙ্গমালিঙ্গতি ||১১||

কাশ্মীর-গৌর-বপুষামভিসারিকাণা-
মাধদ্ধরেখমভিতো রুচিমঞ্জরীভিঃ |
এতত্তমালদল-নীলতমং তমিস্রং
তৎপ্রেমহেমনিকষোপলতাং তনোতি ||১২||

হারাবলিতরলকাঞ্চনকাঞ্চিদামমঞ্জীরকঙ্কণমণিদ্যুতিদীপিতস্য |
দ্বারে নিকুঞ্জনিলয়স্য হরিং বিলোক্য ব্রীড়াবতীমথ সখীমিয়মিত্যুবাচ ||১৩||

গীতম্

দেশবরাড়ীরাগরূপকতালাভ্যং গীয়তে

মঞ্জুতরকুঞ্জতলকেলিসদনে
বিলস রতি-রভসহসিতবদনে |
প্রবিশ রাধে মাধব-সমীপমিহ ||১৪||

নবভবদশোকদলশয়নসারে |
বিলস কুচকলসতরলহারে ||১৫||

কুসুমচয়কচিতশুচিবাসগেহে |
বিলস কুসুমসুকুমারদেহে ||১৬||

চলমলয়বনপবনসুরভিশাতে |
বিসল রতিবলিতললিতগীতে ||১৭||

বিততবহুবল্লিনবপল্লবঘনে |
বিলস চিরমলসপীনজঘনে ||১৮||

মধুমুদিতমধুপকুলকলিতরাবে |
বিলস মদনরসসরসভাবে ||১৯||

মধুরতরপিকনিকরনিনাদমুখরে |
বিলস দশনরুচিরুচিরশিখরে ||২০||

বিহিতপদ্মাবতীসুখসমাজে
কুরু মুরারে মঙ্গলশতানি |
ভণতি জয়দেব-কবিরাজ-রাজে ||২১||

ত্বাং চিত্তেন চিরং বহন্নয়মতিশ্রান্তো ভৃশন্তাপিতঃ
কন্দর্পেণ চ পাতুমিচ্ছতি সুধাসম্বাধবিম্বাধরম্ |
অস্যঙ্কং তদলঙ্কুরু ক্ষণমিহ ভ্রূক্ষেপলক্ষ্মীলব-
ক্রীতে দাস ইবোপসেবিতপদাম্ভোজে কুতঃ সম্ভ্রমঃ ||২২||

সা সসাধ্বস-সানন্দং গোবিন্দে লোললোচনা |
শিঞ্জানমঞ্জুমঞ্জীরং প্রবিবেশ নিবেশনম্ ||২৩||

গীতম্

বরাড়ীরাগরূপকতালাভ্যং গীয়তে

রাধাবদনবিলোকন-বিকসিত-বিবিধবিকারবিভঙ্গম্
জলনিধিমিব বিধুমণ্ডদর্শণতরলিত-তুঙ্গতরঙ্গম্ |
হরিমেকরসং চিরমভিলষিতবিলাসম্
সা দদর্শ গুরুহর্ষ-বশংবদ-বদনমনঙ্গবিকাশম্ ||২৪||

হারমমলতরতারমুরসি দধতং পরিলম্ব্য বিদুরম্ |
স্ফুটতরফেনকদম্বকরম্বিতমিব যমুনাজল-পূরম্ ||২৫||

শ্যামল-মৃদুল-কলেবর-মণ্ডলমধিগতগৌরদুকুলম্ |
নীলনলিনমিব পীতপরাগপটলভরবলয়িতমুলম্ ||২৭||

তরলদৃগঞ্চলবলনমনোহরবদনজনিতরতিরাগম্ |
স্ফুটকমলোদরখেলিতখঞ্জনযুগমিব শরদি তড়াগম্ ||২৭||

বদনকমলপরিশীলনমিলিতমিহিরসমকুণ্ডলশোভম্ |
স্মিতরুচিরুচিরসমুল্লসিতাধরপল্লবকৃতরতিলোভম্ ||২৮||

শশিকিরণচ্ছুরিতোদরজলধরসুন্দরসকুসুমকেশম্ |
তিমিরোদিতবিধুমণ্ডলনির্মলমলয়জতিলকনিবেশম্ ||২৯||

বিপুলপুলকভরদন্তুরিতং রতিকেলিকলাভিরধীরম্ |
মণিগণ-কিরণসমহসমুজ্জ্বলভুষণসুভগশরীরম্ ||৩০||

শ্রীজয়দেবভণিতবিভবদিগুণীকৃতভূষণভারম্ |
প্রণমত হৃদি বিনিধায় হরিং সুচিরং সুকৃতোদয়সারম্ ||৩১||

অতিক্রম্যাপাঙ্গং শ্রবণপথপর্য্যন্তগমন-
প্রয়াসেনৈবাক্ষ্ণোস্তরলতরতারং পতিতয়োঃ |
তদানিং রাধায়াঃ প্রিয়তম-সমালোকসময়ে
পপাত স্বেদাম্ভঃপ্রসর ইব হর্ষাশ্রুনিকরঃ ||৩২||

ভজন্ত্যাস্তল্পান্তং কৃতকপটকণ্ডুতিপিহিত-
স্মিতং যাতে গেহাদ্বহিরবহিতালীপরিজনে |
প্রিয়াস্যং পশ্যন্ত্যাঃ স্মরশরসমাকুতসুভগং
সলজ্জা লজ্জাপি ব্যগমদতিদূরং মৃগদৃশঃ ||৩৩||

জয়শ্রীবিন্যস্তৈমহিত ইব মন্দারকুসুমৈঃ
স্বয়ং সিন্দূরেণ দ্বিপ-রণমুদা মুদ্রিত ইব |
ভুজাপীড়ক্রীড়াহতকুবলয়াপীড়করিণঃ
প্রীর্ণাসৃগ্বিন্দূর্জয়তি ভুজদণ্ডো মুরজিতঃ ||৩৪||

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *