১১. উপসংহার – আজকেই আপনার অতীতকে বিসর্জন দিন ভবিষ্যতের জন্যে
প্রতিদিন, ঘুম থেকে উঠে ভাবুন, আজ আমি ভাগ্যবান কারণ আমি জেগে উঠেছি, আমি বেঁচে আছি, আমার আছে মূল্যবান মানবজন্ম, আমি এটা নষ্ট করব না। আমি আমার সমগ্র সক্ষমতা বিনিয়োগ করব নিজেকে আরো উন্নত করতে, অন্যের প্রতি আমার হৃদয় উন্মুক্ত করতে। আমি নিজের ও সবার উপকারের জন্যে সামর্থ্য অনুযায়ী কাজ করব।
— দালাই লামা
পরিস্থিতি পরিবর্তিত হয় না, আমরা হই।
— হেনরি ডেভিড থোরিও
বর্তমানের আপনি আপনার অতীতের কর্মফলের প্রতিচ্ছবি। ঠিক তেমনি আপনার ভবিষ্যৎ সম্পূর্ণরূপে নির্ভর করছে আপনি কী হতে চান সে ব্যাপারে এই মুহূর্তের সিদ্ধান্তের ওপর
এই মুহূর্তটা আপনার। পরবর্তী দিনের সুখ, স্বাস্থ্য, সম্পদ, সাফল্য, ভালোবাসা- যা আপনার প্রাপ্য তা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। অন্যান্য মেন্টরদের মতো কেভিন ব্রেসির সঙ্গে আমি অনুরোধ করব, “মহান হওয়ার জন্যে অপেক্ষা করবেন না (“Don’t wait to be great.”)।” আপনি যদি জীবনে পরিবর্তন আনতে চান তাহলে প্রথমে আপনাকে নিজের পরিবর্তন আনতে হবে। The Miracle Morning-এর ৩০ দিনের জীবন পরিবর্তনকারী পরিকল্পনার ফাস্ট স্টার্ট কিট সংগ্রহ করুন। সমমনা সহযোদ্ধা (Accountability Partner ) পান আর না পান, অপেক্ষা করবেন না, শুরু করুন। কালই। আগামীকালই হোক সেই স্মরণীয় দিন- যেদিন আপনি এতদিনের কাঙ্ক্ষিত সাফল্য লাভের যাত্রা শুরু করবেন।
আপনার যদি মনে হয় আপনার এই যাত্রায় আমি কোনভাবে ভূমিকা রাখতে পারব, বিনা দ্বিধায় যোগাযোগ করুন।
যোগাযোগ করুন, যেকোনো সময়
যারা আমার বই পড়েছেন, ভিডিও দেখেছেন কিংবা ওয়ার্কশপে অংশ নিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে আমি সবসময়ই উৎসাহী। তাদের কথা শুনতে পছন্দ করি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে কিংবা শুধু হাই-হ্যালোও করতে চান, চলে যান www. Yopalhal .com-এ এবং Contact বাটনে ক্লিক করুন। আমি আপনার কথা শুনতে চাই, আপনার অভিজ্ঞতা পর্যালোচনা করতে চাই, এমনকি সম্ভব হলে আপনার জীবন পরিবর্তনে ব্যক্তিগতভাবে ভূমিকা রাখতে চাই।
আসুন অন্যদেরও সাহায্য করতে থাকি
এবার আপনাকে একটা অনুরোধ করব।
আপনার যদি মনে হয়, এই বই আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে, এই বই পড়ার পর আপনি যদি নিজেকে অতীতের থেকে সমৃদ্ধ মানুষ মনে করেন- আমি আশা করব, আপনি আপনার ভালোবাসার মানুষদের জন্যেও কিছু করবেন।
এই বইটি তাকে দিন, পড়তে বলুন। কিংবা তার জন্যেই একটা বই কিনুন – জন্মদিন কিংবা অন্য কোনো উৎসব উপলক্ষে। কোন উপলক্ষের জন্যেই বা কেন অপেক্ষা করবেন? এই বইয়ের আর একটা কপি তার জন্যে কিনুন। তাকে বলুন, “আমি তোমাকে পছন্দ করি। তোমার জন্যে ভালো কিছু করতে চাই। এটা পড়।”
যদি আপনি আমার মতো বিশ্বাস করেন, সেরা বন্ধু বা পরিবারের সদস্য হওয়া মানে তাকে বা তাদেরকে নিজের সেরাটা (the best version) হতে সহযোগিতা করা; তাহলে আমি অবশ্যই আপনাকে উৎসাহিত করব, এই বইটি তাদেরকে পড়তে বলবেন।
অনুগ্রহ করে বইটি ছড়িয়ে দিন।
আপনাকে অনেক ধন্যবাদ।