নির্জন সরস্বতী
ওঠ-বোস, ওঠ-বোস, ওঠ-বোস
দেবাদৃতাও করছে।
কান গরম হয়ে যায়। চোখে জল আসে। অপমানে ঝাঁ-ঝাঁ করে গাল! কিন্তু সে চেষ্টা করছে! সে তো ভালবাসে রাজর্ষিকে। রাজর্ষির সুখের ও দুঃখের অংশীদার। বেদনা ও আনন্দের বাহক। সে তো রাজর্ষির ঔষধ!
রাজর্ষিও চেষ্টা করছে। প্রাণপণ। রাতে সে দেবুকে দগ্ধ করে। দিনে নিজে দগ্ধ হয়!
ভালবাসার পরীক্ষা দিচ্ছে তারা। ভালবাসা শুধু মধুর নয়। আনন্দনন্দিত নয়। ভালবাসা মানে শাস্তি। কষ্ট। অসীম অকূল দুঃখসমুদ্রের অশেষ সন্তরণ! ওঠ আর বোস। ওঠ আর বোস। ওঠ আর বোস।
এই নিষ্ঠুর বধ্যভূমিতে, যেখানে ধর্ষণ ও প্রতারণা, মিথ্যাচার ও ছলনা, লোভ ও স্বার্থান্বেষ, হিংসা ও দ্বেষ– সেখানে ভালবাসার শাস্তি হয়। স্বয়ং বিদ্যার দেবী সরস্বতী দু’হাতে দু’কান স্পর্শ করে দাঁড়িয়ে থাকেন একাকিনী! তবু ঠোঁটে দিব্য হাসির আভাস! কর্ণধারিণী নির্জন সরস্বতী জানেন, ভালবাসার মৃত্যু নেই! মৃত্যু নেই।